বার্সেলোনা ও পিএসজি ছাড়া যে কীর্তি গড়ার সুযোগ নেই এবার আর কারও
Published: 28th, April 2025 GMT
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মৌসুম এখন শেষ ভাগে এসে দাঁড়িয়েছে। ধীরে ধীরে মৌসুমজুড়ে দলগুলোর পারফরম্যান্সের ফলও বেরোতে শুরু করেছে। ইংলিশ প্রিমিয়ার লিগ ও ফরাসি লিগ আঁর শিরোপা নিশ্চিত হয়ে গেছে। প্রায় নিশ্চিত জার্মান বুন্দেসলিগার শিরোপাও। তবে শেষ মুহূর্তে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে স্প্যানিশ লা লিগা ও ইতালিয়ান লিগ সিরি আয়।
এই দুই লিগে যেকোনো দিকে মোড় নিতে পারে শিরোপা লড়াই। তবে এসব মূল লড়াইয়ের আড়ালে আরও নানা ধরনের লড়াই এই চলছে ক্লাবগুলোর মধ্যে। যেখানে আছে ট্রেবল জেতার লড়াইও। যে লড়াইয়ে এখন আছে দুটি ক্লাব বার্সেলোনা ও পিএসজি। এর আগে ইন্টার মিলানও ছিল এই লড়াইয়ে।
কিন্তু ইতালিয়ান কাপের সেমিফাইনালে এসি মিলানের কাছে হেরে বিদায় নেওয়ার পর ইন্টারের সেই সম্ভাবনা শেষ হয়ে গেছে। এখন তাই ইউরোপিয়ান শীর্ষ ৫ লিগের মধ্যে লিগ-কাপ-চ্যাম্পিয়নস লিগ এই তিন ট্রফি জয়ের সুযোগ আছে শুধু বার্সেলানা ও পিএসজির।
আরও পড়ুনসেজনি: অবসর ভেঙে ফিরে বার্সার হয়ে ইতিহাস লিখছেন যিনি৭ ঘণ্টা আগেবার্সা চলতি মৌসুমে অসাধারণ ফুটবল খেলছে। এরই মধ্যে রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রের ট্রফি ঘরে তুলেছে তারা। চ্যাম্পিয়নস লিগেও হান্সি ফ্লিকের দল পৌঁছে গেছে সেমিফাইনালে।
সাম্প্রতিক পারফরম্যান্স ও ধারাবাহিকতার কারণে চ্যাম্পিয়নস লিগেও ফেবারিট বার্সা। পাশাপাশি সেমিতে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলানের সময়টাও খুব একটা ভালো যাচ্ছে না। ফলে বার্সার সুযোগ আছে ফাইনালে গিয়ে শিরোপা জিতে নেওয়ার।
পিএসজি কি ট্রেবল জিততে পারেব.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প এসজ
এছাড়াও পড়ুন:
মুদ্রার ওপিঠ দেখে ফেললেন রিশাদ
পিএসএলের এবারের আসরে এখন পর্যন্ত সবচেয়ে বাজে ম্যাচটা খেললেন রিশাদ হোসেন। আগের ম্যাচে খরুচে বোলিংয়ে দুই উইকেট পেয়েছিলেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) তার দল লাহোর কালান্দার্সের হতশ্রী পারফরম্যান্সের দিনে উইকেটশূন্য থাকলেন এই টাইগার লেগ স্পিনার।
গাদ্দাফি স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রথমে বোলিং করে লাহোর কালান্দার্সকে চেপে ধরে পেশোয়ার জালমি। ৪৪ রানে ৬ উইকেট হারিয়ে বসে শাহিন আফ্রিদিরা। আলজার্রি জোসেফ ধ্বংসযজ্ঞ চালান লুক উড, অনূর্ধ্ব-১৯ তারকা আলি রাজা এবং হুসাইন তালতকে সঙ্গে নিয়ে। এরপর লাহোরকে কিছুটা সামাল দেন সিকান্দার রাজা, যিনি ৭ নম্বরে নেমে ৩৭ বলে ৫২ রান করেন। তার ইনিংসের ওপর ভর করেই লাহোর শেষ পর্যন্ত ১৯.২ ওভারে অলআউট হওয়ার আগে ১২৯ রানে।
ছোট লক্ষ্য তাড়ায় পেশোয়ার জালমি শুরুতেই ধাক্কা খায়। দলীয় ৭ রানে ২ উইকেট হারায়। তবে অধিনায়ক বাবর আজম দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে সামাল দেন এবং মৌসুমের প্রথম ফিফটি করেন। তিনি ৩০ বলে ৪৫ রান করেন এবং ফিফটি স্পর্শ করতে আরও ৭ বল নেন। তবে ম্যাচের সেরা পারফরমার হিসেবে আবির্ভূত হন হুসাইন তালত। তিনি ৫১ বলে অপরাজিত ৩৭ রান করার পাশাপাশি ২.২ ওভারে ১৮ রানে ২ উইকেটও নেন। তার অলরাউন্ড পারফরম্যান্সে পেশোয়ার জালমি ২০ বল এবং ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে।
গতকাল ব্যাট হাতে আটে ব্যাটিং করেন রিশাদ। ক্যামিও ইনিংস খেলার সুযোগ থাকলেও বাংলাদেশের তারকা থেমেছেন মিয়ম্রাণ হয়েই। ১৩ বলে করেন ১৩ রান। হাঁকিয়েছেন একটি করে চার ও ছক্কা।
ব্যাটিংয়ের পর বোলিংয়েও ছিলেন ছন্নছাড়া। দুই ওভার বল করে খরচ করেছেন ১৮ রান। পারেননি সুযোগও তৈরি করতে। তাতেই উইকেটশিকারির তালিকায় শীর্ষ থেকে নেমেছেন চার নম্বরে। ৪ ম্যাচে টাইগার স্পিনারের উইকেট সংখ্যা আগের মতোই, আটটি। ১২ উইকেট নিয়ে শীর্ষে জেসন হোল্ডার।
এই জয়ে পিএসএল টেবিলে চার নম্বরে উঠেছে বাবরের দল পেশোয়ার। ৫ ম্যাচে তাদের পয়েন্ট চার। সমান পয়েন্ট নিয়ে তিনে রিশাদদের লাহোর। শীর্ষে ১০ পয়েন্ট নিয়ে ইসলামাবাদ ইউনাইটেড। আগামীকাল (২৬ এপ্রিল) রাত নয়টায় মুলতান সুলতানসের বিপক্ষে লড়বে লাহোর।
ঢাকা/নাভিদ