কুমিল্লার তিতাস উপজেলায় নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সম্মেলন ঘিরে প্রতিপক্ষের হামলায় অন্তত ১০ নেতা–কর্মী আহত হয়েছেন। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে একই ইউনিয়নের কাছারি বাজারসংলগ্ন গোমতী নদীর ঘাটে এ ঘটনা ঘটে।

হামলায় উল্লেখযোগ্য আহত ব্যক্তিরা হলেন নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, বর্তমান আহ্বায়ক ও সভাপতি প্রার্থী জহিরুল ইসলাম (৫২), উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাসেল রানা (৩০), জহিরুলের ভাগিনা কাউছার আহমেদ (৩৬), আল আমিন (৪২) প্রমুখ। রাসেল ছাড়া অন্যদের তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য রাসেলকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার প্রসঙ্গে নারান্দিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম জানান, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে নেতা–কর্মীদের সঙ্গে নিয়ে ট্রলারে রওনা দেন জহিরুল। আসমানিয়া বাজারসংলগ্ন ঘাটে পৌঁছালে ট্রলারে থাকা নেতা–কর্মীদের ওপর হামলা চালান উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও একই ইউনিয়ন বিএনপি কমিটির সভাপতি প্রার্থী মাইন উদ্দিন খসরুর সমর্থকেরা।
জহিরুল ইসলামের দাবি, তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাঁর সমর্থকদের ওপর হামলা চালান প্রতিপক্ষ সভাপতি প্রার্থী মাইন উদ্দিন ও তাঁর সমর্থকেরা। এ হামলার বিচার চান তিনি।

এ অভিযোগের বিষয়ে জানতে মাইন উদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হয়। তবে সেটি বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। এ ছাড়া তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক ওসমান গনি ভূঁইয়াও এ হামলার ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ ঘটনায় থানায় কোনো পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেনি বলে জানান তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

শহিদ উল্লাহ। তিনি বলেন, হামলার বিষয়টি সাংগঠনিকভাবে মীমাংসার চেষ্টা চলছে বলে জেনেছেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপজ ল

এছাড়াও পড়ুন:

 সোনারগাঁয়ে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কৃষকদের নিয়ে কর্মশালা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র পরিচালনার কর্মসূচি ৩১ দফা নিয়ে সোনারগাঁ উপজেলাধীন বারদী ইউনিয়নের নুনেরটেক ইউনিয়নের কৃষকদের নিয়ে এক ব্যতিক্রমী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৮ এপ্রিল) সকালে নুনেরটেকের চরের ধানখেত কৃষকদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময়ে কৃষকদের মাঝে লিফলেট বিতরণ এবং গামছা, কাস্তে, মাথাল উপহার দেয়া হয়। 

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব বলেন,  বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে দেশের কৃষকদের জন্য ‘ফার্মার্স কার্ড’ চালু করার ঘোষণা দিয়েছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

কৃষকরা যাতে সরকার ঘোষিত নানা সুযোগ-সুবিধা পেতে পারেন, তার জন্য ‘ফার্মার্স কার্ড’ চালু করা হবে। যা প্রতি মৌসুমে কৃষকের সার-বীজ বা আর্থিক সহযোগিতা প্রাপ্তিতে কাজে লাগবে। আর প্রকৃত কৃষকদের হাতে তুলে দেওয়া হবে ওই কার্ড। ইনশাল্লাহ আগামী নির্বাচনে জনগণের ম্যানডেট নিয়ে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে এগুলো বাস্তবায়ন করা হবে। 

তিনি আরও বলেন, আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সেই জিনিসটা উপস্থাপন করতে চাই যেটা আমাদের নেতা তারেক রহমান আপনাদেরকে বলেছেন। আমাদের নেতা চায় কৃষক, শ্রমিক সকলে মিলেই বাংলাদেশকে গড়তে হলে সকলের আন্তরিকতা প্রয়োজন।

আমি রাজনীতিবিদ হিসেবে যেমন আমার দায়িত্ব রয়েছে ঠিক একইভাবে আপনি একজন রাষ্ট্রের সুনাগরিক হিসেবে আপনারও দায়িত্ব রয়েছে। সুতরাং আমরা সকলে সকলের জায়গা থেকে সেই দায়িত্বটা পালন করতে হবে। 

নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সেলিম হোসেন দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব। এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সোনারগাঁ উপজেলা বিএনপির সদস্য বি এম ডালিম, বিএনপি নেতা মাসুম রানা, সোনারগাঁ পৌরসভা শ্রমিক দলের আহ্বায়ক আবুল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসাইন, সদস্য জামাল হোসেন, সোনারগাঁ উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য সুমন মোল্লা, রোকন মিয়া, বারদী ইউনিয়ন কৃষক দলের সভাপতি তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, কাঁচপুর ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক বাচ্চু মিয়া, বারদী ইউনিয়ন কৃষক দলনেতা বিল্লাল হোসেন, আক্তার, ইউসুফ, আলমগীর, সোলেমান, সালাউদ্দিনসহ অনেকেই।
 

সম্পর্কিত নিবন্ধ