ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হওয়াকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে নয়াদিল্লি। গতকাল রোববার ভারতের নৌবাহিনী এ পরীক্ষা চালায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নৌবাহিনীর দেওয়া এক পোস্টে বলা হয়, ভারতীয় নৌবাহিনীর জাহাজ থেকে সফলভাবে জাহাজ বিধ্বংসী বিভিন্ন ধরনের মহড়া চালানো হয়েছে। তারা বলছে, এর মধ্য দিয়ে প্ল্যাটফর্ম, সিস্টেম ও ক্রুদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি যাচাই করা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি ভারতের অবস্থানের পক্ষে বিশ্বনেতাদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। গতকাল রোববার তিনি তাঁর মাসিক রেডিও ভাষণে বলেন, প্রত্যেক ভারতীয় নাগরিকের রক্ত টগবগ করছে।

মোদির এই বক্তব্যে তাঁর আগের কথাগুলোই প্রতিধ্বনিত হয়েছে। এর আগে তিনি হামলাকারীদের ‘পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত’ খুঁজে বের করে সন্ত্রাসী আস্তানাগুলো ‘ধূলিসাৎ’ করার অঙ্গীকার করেছিলেন।

রোববার পরীক্ষা চালানো ক্ষেপণাস্ত্রগুলো শক্তিশালী, দূরপাল্লার এবং উচ্চ-নির্ভুলতাসম্পন্ন হামলার উপযোগী করে তৈরি করা। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ভারতীয় নৌবাহিনী তাদের প্রস্তুতি যাচাই করার ওপর জোর দিচ্ছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ

এছাড়াও পড়ুন:

 সোনারগাঁয়ে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কৃষকদের নিয়ে কর্মশালা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র পরিচালনার কর্মসূচি ৩১ দফা নিয়ে সোনারগাঁ উপজেলাধীন বারদী ইউনিয়নের নুনেরটেক ইউনিয়নের কৃষকদের নিয়ে এক ব্যতিক্রমী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৮ এপ্রিল) সকালে নুনেরটেকের চরের ধানখেত কৃষকদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময়ে কৃষকদের মাঝে লিফলেট বিতরণ এবং গামছা, কাস্তে, মাথাল উপহার দেয়া হয়। 

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব বলেন,  বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে দেশের কৃষকদের জন্য ‘ফার্মার্স কার্ড’ চালু করার ঘোষণা দিয়েছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

কৃষকরা যাতে সরকার ঘোষিত নানা সুযোগ-সুবিধা পেতে পারেন, তার জন্য ‘ফার্মার্স কার্ড’ চালু করা হবে। যা প্রতি মৌসুমে কৃষকের সার-বীজ বা আর্থিক সহযোগিতা প্রাপ্তিতে কাজে লাগবে। আর প্রকৃত কৃষকদের হাতে তুলে দেওয়া হবে ওই কার্ড। ইনশাল্লাহ আগামী নির্বাচনে জনগণের ম্যানডেট নিয়ে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে এগুলো বাস্তবায়ন করা হবে। 

তিনি আরও বলেন, আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সেই জিনিসটা উপস্থাপন করতে চাই যেটা আমাদের নেতা তারেক রহমান আপনাদেরকে বলেছেন। আমাদের নেতা চায় কৃষক, শ্রমিক সকলে মিলেই বাংলাদেশকে গড়তে হলে সকলের আন্তরিকতা প্রয়োজন।

আমি রাজনীতিবিদ হিসেবে যেমন আমার দায়িত্ব রয়েছে ঠিক একইভাবে আপনি একজন রাষ্ট্রের সুনাগরিক হিসেবে আপনারও দায়িত্ব রয়েছে। সুতরাং আমরা সকলে সকলের জায়গা থেকে সেই দায়িত্বটা পালন করতে হবে। 

নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সেলিম হোসেন দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব। এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সোনারগাঁ উপজেলা বিএনপির সদস্য বি এম ডালিম, বিএনপি নেতা মাসুম রানা, সোনারগাঁ পৌরসভা শ্রমিক দলের আহ্বায়ক আবুল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসাইন, সদস্য জামাল হোসেন, সোনারগাঁ উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য সুমন মোল্লা, রোকন মিয়া, বারদী ইউনিয়ন কৃষক দলের সভাপতি তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, কাঁচপুর ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক বাচ্চু মিয়া, বারদী ইউনিয়ন কৃষক দলনেতা বিল্লাল হোসেন, আক্তার, ইউসুফ, আলমগীর, সোলেমান, সালাউদ্দিনসহ অনেকেই।
 

সম্পর্কিত নিবন্ধ