বস্ত্রকলে গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহে দ্রুত ব্যবস্থা নিন
Published: 28th, April 2025 GMT
বস্ত্রকলগুলোতে গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এ খাতের শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের কাছে লেখা এক চিঠিতে গতকাল রোববার এ আহ্বান জানান সংগঠনের সভাপতি শওকত আজিজ রাসেল।
চিঠিতে বলা হয়, সম্প্রতি তিতাস গ্যাস কর্তৃপক্ষ শিল্প খাতে গ্যাস সরবরাহ কমিয়ে বিদ্যুৎ খাতে বাড়িয়েছে। এ কারণে নোমান গ্রুপের ২৮টি কারখানার অধিকাংশেরই উৎপাদন প্রায় বন্ধ। গ্রুপের বাকি কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম মারাত্নকভাবে ব্যাহত হচ্ছে। গ্যাস সংকটের কারণে মিলগুলো কাঙ্খিত উৎপাদন ক্ষমতা ব্যবহার করতে পারছে না। এ কারণে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের বস্ত্র সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এতে বস্ত্রকলগুলো আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
পেট্রোবাংলার ওয়েবসাইট থেকে তিতাসের গ্যাস সরবরাহের একটি চিত্র তুলে ধরা হয় চিঠিতে। এতে দেখা যায়, গত ফেব্রুয়ারি–এপ্রিল সময়ে তিতাস গ্যাস শিল্প খাতে দৈনিক ১০ কোটি ঘনফুট কম গ্যাস সরবরাহ করা হয়েছে। অন্যদিকে বিদ্যুৎ ও সার উৎপাদনে গ্যাস সরবরাহ একই পরিমাণ অর্থাৎ, ১০ কোটি ঘনফুট বেশি সরবরাহ করা হয়েছে।
তথ্যমতে, ঢাকা মহানগরীতে আবাসিক পর্যায়ে গ্যাস সরবরাহ স্থিতিশীল রাখা হয়। অথচ শিল্প খাতে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ না কমিয়ে যদি ১২৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো তাহলে শিল্প কারখানাগুলো ন্যুনতম চাহিদা পূরণ করা সম্ভব হতো। গ্যাস সরবরাহে এ পরিস্থিতি অব্যাহত থাকলে বস্ত্রকলগুলোর উৎপাদন কমে এক পর্যায়ে বন্ধ হয়ে যেতে পারে।
আগামী ঈদুল আযহা উপলক্ষ্যে শ্রমিকদের বেতন–বোনাস পরিশোধ নিয়ে সংকট এবং শ্রমিক অসন্তোষের আশঙ্কাও রয়েছে।
এ অবস্থায় তিতাস গ্যাস কর্তৃক শিল্প খাতে প্রাপ্যতার ভিত্তিতে যৌক্তিক অনুপাতে গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। চিঠির একটি অনুলিপি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং পেট্রোবাংলা চেয়ারম্যানকেও দেওয়া হয়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: গ য স সরবর হ গ য স সরবর হ
এছাড়াও পড়ুন:
বৈদ্যুতিক গোলযোগে মেট্রোরেলের চলাচল বন্ধ, দুর্ভোগ
বৈদ্যুতিক গোলযোগের কারণে মেট্রোরেলের চলাচল বন্ধ হয়ে গেছে। মেট্রোরেল কর্তৃপক্ষের সূত্র বলছে, বিজয় সরণি এলাকায় মেট্রোরেল বৈদ্যুতিক সাবস্টেশন থেকে বিকেল সোয়া পাঁচটার দিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়।
ঢাকার মেট্রোরেল পরিচালনায় নিয়োজিত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগের দায়িত্বে থাকা কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ত্রুটি মেরামতের চেষ্টা চলছে। দ্রুতই ট্রেন চালুর আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ডিএমটিসিএল সূত্র বলছে, বিজয় সরণি সাবস্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ফলে শাহবাগ থেকে শেওড়াপাড়া পর্যন্ত অংশে মেট্রোরেল চলাচলের সুযোগ নেই। ফলে পুরো পথেই মেট্রোরেলের চলাচল বন্ধ হয়ে আছে।
মেট্রোরেলে দুভাবে বিদ্যুৎ ব্যবহার করা হয়। ডিএমটিসিএল সূত্র আরও জানায়, স্টেশনের বাতি, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ অন্যান্য কাজ চালানো হয় অক্সিলারি বা সহযোগী বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার মাধ্যমে। আর বিশেষ ব্যবস্থার মাধ্যমে মেট্রো ট্রেন চালানোর বিদ্যুৎ সরবরাহ করা হয়। বিজয় সরণিতে মূল লাইনেই সমস্যা হয়েছে, যা দিয়ে ট্রেন চালানো হয়।
মেট্রোরেল পরিচালনায় যুক্ত কর্মকর্তারা বলছেন, কোনো একটি সাবস্টেশন থেকে সাধারণ কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে অন্য সাবস্টেশন থেকে তা স্বয়ংক্রিয়ভাবে সরবরাহ করা হয়। এতে মেট্রোরেলের চলাচলে কোনো বিঘ্ন ঘটে না। কিন্তু কোনো অস্বাভাবিক কারণে, অর্থাৎ কারিগরি ত্রুটি কিংবা সার্কিট পুড়ে যাওয়ার মতো ঘটনা ঘটলে অন্য সাবস্টেশন থেকে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সরবরাহ করা যায় না। কারণ, এতে বড় দুর্ঘটনা বা অন্য সমস্যার সৃষ্টি করতে পারে। এ জন্য অস্বাভাবিক কোনো কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে তা স্বচক্ষে দেখে পুনরায় চালু করা হয়।
সন্ধ্যা ছয়টার দিকে ডিএমটিসিএল কর্মকর্তারা প্রথম আলোকে বলেছেন, বিজয় সরণি সাবস্টেশনে বিদ্যুৎ সরবরাহ কেন বন্ধ হয়ে গেছে তা দেখতে কর্মকর্তারা সেখানে গেছেন। স্বচক্ষে দেখার জন্য কর্মকর্তাদের সড়ক পথে উত্তরা ডিপো থেকে আসতে হয়। এ জন্যই কিছুটা সময় লাগে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এদিকে মেট্রোরেলের চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে বিভিন্ন স্টেশনে যাত্রীরা বিপাকে পড়েছেন। রাজধানীর শাহবাগসহ কয়েকটি স্টেশনে টিকিট ফেরত নেওয়ার ঘোষণা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টিকিট বিক্রি বন্ধ রয়েছে। কিছু স্টেশনের মূল ফটকও বন্ধ রাখা হয়েছে।
সন্ধ্যা ছয়টার দিকে মিরপুর যাওয়ার জন্য কারওয়ান বাজার স্টেশনে ছিলেন কামরুল হাসান। তিনি প্রথম আলোকে বলেন, কখন ট্রেন চালু হতে পারে, সেই বিষয়ে কোনো নিশ্চয়তা দিতে পারছেন না স্টেশনের দায়িত্বে থাকা কর্মীরা।