ভোলার চরফ্যাশনে বাসশ্রমিক ও অটোরিকশাচালকদের মধ্যে কথা-কাটাকাটি, হাতাহাতি ও সংঘর্ষ হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় চরফ্যাশন বাজারে এ ঘটনা ঘটে।

এর প্রতিবাদে ভোলা-চরফ্যাশন রুটসহ ভোলা শহর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। একই সঙ্গে তারা অটোরিকশা চলাচলও বন্ধ করে দিয়েছে। এ কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বাসশ্রমিক ও অটোরিকশাচালকদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সন্ধ্যায় চরফ্যাশন বাজারে যানবাহনে যাত্রী তোলা নিয়ে বাসশ্রমিক ও অটোরিকশাচালকদের মধ্যে কথা-কাটাকাটি, যাত্রী টানাহেঁচড়া, হাতাহাতির ঘটনায় মো.

ইমন নামের এক অটোরিকশাচালকের মাথায় আঘাত লাগে। বাসশ্রমিকদের অভিযোগ, অটোরিকশার চালকেরা আগে তাঁদের ওপর হামলা করেছেন। হাতাহাতি ও মারধরের ঘটনায় উভয় পক্ষের তিনজন আহত হন। এরপর বাসশ্রমিকেরা সড়ক অবরোধ করে বাস চলাচল বন্ধ করে দেন।

বাসশ্রমিকেরা ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট‌্যান্ড এলাকায় গতকাল রাতে ও আজ সোমবার ভোরে বিক্ষোভ মিছিল করে দূরপাল্লায় সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের দাবি করেন। আজ সকালে তাঁরা ১১টি সিএনজিচালিত অটোরিকশা আটক করে বাসস্ট্যান্ডে রাখেন।

এ কারণে আজ সকালে ভোলা-চরফ্যাশন (ভায়া দক্ষিণ আইচা), চরফ্যাশন-দক্ষিণ আইচা, ভোলা-তজুমদ্দিন, ভোলা-ইলিশা, ভোলা-দৌলতখান, ভোলা-বাবুরহাট এবং ভোলা-আঞ্জুরহাট রুটে বাস ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে না। ভোগান্তিতে পড়েছেন এসব রুটের যাত্রীরা।

জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান বলেন, চরফ‌্যাশন বাজা‌রে যাত্রী ওঠা‌নোর সময় অটোরিকশার শ্রমিকেরা বা‌সের চালক ও টি‌কিট মাস্টা‌রের ওপর হামলা চালান। এ ঘটনার বিচার ও আঞ্চ‌লিক সড়‌কে অটোরিকশা চলাচল বন্ধ না হওয়া পর্যন্ত তাঁরা বাস চালা‌বেন না।

এ সম্পর্কে ভোলা অটোরিকশা মা‌লিক স‌মি‌তির সভাপ‌তি জা‌কির হো‌সেন বলেন, ‘চরফ‌্যাশ‌নে যাত্রী তোলা নিয়ে বাস ও অটোরিকশার শ্রমিক‌দের মধ্যে হাতাহাতি হ‌য়ে‌ছে। ওরা দলবল ভারী করে তাঁদের শ্রমিকদের ওপর হামলা করেছেন। উল্টো বাস ধর্মঘট করেছেন। আমরা অটোরিকশা নিয়ে সড়কে নেমেছি, আমাদের ১১টি অটোরিকশা আটক করে রেখেছে। নিজেরা যাত্রী টানছে না, আমাদের টানতে দিচ্ছে না। বাসশ্রমিকেরা যাত্রী ভোগান্তির মূল কারণ।’

এদিকে দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসে সমাধানের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। ভোলা বাস মালিক সমিতির ডিপোর প্রধান অসীম বাবু বলেন, আজ বেলা সাড়ে তিনটার দিকে জেলা প্রশাসক আজাদ জাহান তাঁদের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমঝোতা বৈঠকের জন্য ডেকেছেন। আশা করা যায়, বৈঠকে তাঁদের দাবি আদায় হবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চ লকদ র চরফ য শ

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষায় সার্টিফিকেট কোর্স, মেয়াদ ৪ মাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধীন সেন্টার ফর অ্যারাবিক টিচিং, ট্রেনিং অ্যান্ড রিসার্চ (CATTR) পরিচালিত সার্টিফিকেট কোর্স ইন বেসিক অ্যারাবিকের ১১তম ব্যাচে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রোগ্রামের বিবরণ

১. কোর্সটির মেয়াদ ৪ মাস

২. ক্লাসের সময় বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত

৩. ক্লাস হবে শুক্রবার ও শনিবার

৪. কোর্স ফি: ১০ হাজার টাকা।

প্রোগ্রাম করলে শিখতে পারবেন

১. এ কোর্স করলে আরবি ভাষা শুদ্ধভাবে পাঠ করা যাবে।

২. আরবি ভাষায় কথোপকথন করা যাবে।

৩. আরবি ভাষা লেখা ও অর্থ অনুধাবন করা যাবে সহজে।

আরও পড়ুনজাপানে উচ্চশিক্ষা: যাত্রা শুরু করবেন কোথা থেকে, কীভাবে?৭ ঘণ্টা আগেভর্তির যোগ্যতা

১. প্রার্থীকে ন্যূনতম এইচএসসি পাস বা সমমান পাস হতে হবে।

ভর্তির বিস্তারিত তথ্য

১. আবেদন সংগ্রহের তারিখ: ২ মে ও ৩ মে ২০২৫; সময়: বেলা ৩টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত।

২. ভর্তির তারিখ: ২ মে ও ৩ মে ২০২৫।

৩. ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ: ৯ মে ২০২৫, শুক্রবার।

৪. ভর্তির জন্য যোগাযোগ: আরবি বিভাগ, চতুর্থ তলা, ঢাকা বিশ্ববিদ্যালয়

* বিস্তারিত তথ্যের জন্য ওয়েসাইট: www.du.ac.bd

আরও পড়ুনমাদ্রাসা ও কারিগরির শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীরা পাবেন অনুদান, আবেদনের সময় বাড়ল৫ ঘণ্টা আগেআরও পড়ুনএসএসসি পরীক্ষা-২০২৫: রসায়ন বিষয়ে এ‍+ পেতে ১২ পরামর্শ৫ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ