২৩ এপ্রিল ২০২৫। নিউইয়র্ক শহরের আকাশে তখন সন্ধ্যা নেমেছে। স্যাক্স ফিফথ অ্যাভিনিউয়র আলো ঝলমলে এক রেস্তোরাঁয় ছোট্ট এক জমকালো আয়োজন। সেদিন ছিল সুপার মডেল গিগি হাদিদের ৩০তম জন্মদিন। কিন্তু সেই রাতের আলোয় এক টুকরো সোনালি রহস্য লুকিয়ে ছিল, যা সবার মনে নতুন কল্পনার জন্ম দিয়েছে। সেদিনের আয়োজনে গিগি সাদা বডিস্যুট, কালো লেদার প্যান্ট আর উজ্জ্বল লাল লিপস্টিকে নিজেকে সাজিয়েছিলেন। তাঁর হাত ধরে এগিয়ে এলেন দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা ও প্রযোজক ব্র্যাডলি কুপার। তিনি পরেছিলেন নীল প্যান্ট-শার্টের সঙ্গে কালো লেদার জ্যাকেট। হাতে হাত ধরে যখন তারা পার্টির ভেতর ঢুকলেন, মনে হচ্ছিল রাতের আলোও যেন একটু বেশি উজ্জ্বল হয়ে উঠল তাদের জন্য। কিন্তু সবার দৃষ্টি আটকে গেল গিগির বাঁ হাতের অনামিকায় থাকা সোনালি আংটি। যা ছিল নিঃশব্দে বলে ওঠা এক ঘোষণা। হয়তো, নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন এই দুই তারকা।

পার্টিতে উপস্থিত ছিলেন গিগির মা ইয়োলান্ডা, বাবা মোহাম্মদ, বোন বেলা, আর কাছের বন্ধুরা, যার মধ্যে ছিলেন অভিনেত্রী অ্যানা হ্যাথাওয়ে ও তাঁর স্বামী অ্যাডাম শুলম্যান। খবর টাইমস অব ইন্ডিয়ার। ২০২৩ সালের অক্টোবরে নিউইয়র্কের এক পার্টিতে গিগি ও ব্র্যাডলির প্রথম দেখা হয়েছিল। তারপর, সময়ের সঙ্গে সঙ্গে, সম্পর্কটা যেন চুপিসারে নিজেদের গভীরতা খুঁজে পেয়েছে। একসঙ্গে সময় কাটানো, ছোট ছোট মুহূর্ত ভাগাভাগি করা। কিছুদিন আগে ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে গিগি বলেছিলেন, ‘এই সম্পর্কটা খুব শান্তিময়। আমরা চাই স্বাভাবিকভাবে একে অপরের পাশে থাকতে। আজকের দিনে, সেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

যদিও গিগি কিংবা ব্র্যাডলি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। সময় হয়তো বলে দেবে, গিগির হাতের সেই আংটি সত্যিই কি একটি প্রতিশ্রুতির প্রতীক, নাকি শুধু জন্মদিনের একটি বিশেষ উপহার।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: অভ ন ত র

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষায় সার্টিফিকেট কোর্স, মেয়াদ ৪ মাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধীন সেন্টার ফর অ্যারাবিক টিচিং, ট্রেনিং অ্যান্ড রিসার্চ (CATTR) পরিচালিত সার্টিফিকেট কোর্স ইন বেসিক অ্যারাবিকের ১১তম ব্যাচে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রোগ্রামের বিবরণ

১. কোর্সটির মেয়াদ ৪ মাস

২. ক্লাসের সময় বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত

৩. ক্লাস হবে শুক্রবার ও শনিবার

৪. কোর্স ফি: ১০ হাজার টাকা।

প্রোগ্রাম করলে শিখতে পারবেন

১. এ কোর্স করলে আরবি ভাষা শুদ্ধভাবে পাঠ করা যাবে।

২. আরবি ভাষায় কথোপকথন করা যাবে।

৩. আরবি ভাষা লেখা ও অর্থ অনুধাবন করা যাবে সহজে।

আরও পড়ুনজাপানে উচ্চশিক্ষা: যাত্রা শুরু করবেন কোথা থেকে, কীভাবে?৭ ঘণ্টা আগেভর্তির যোগ্যতা

১. প্রার্থীকে ন্যূনতম এইচএসসি পাস বা সমমান পাস হতে হবে।

ভর্তির বিস্তারিত তথ্য

১. আবেদন সংগ্রহের তারিখ: ২ মে ও ৩ মে ২০২৫; সময়: বেলা ৩টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত।

২. ভর্তির তারিখ: ২ মে ও ৩ মে ২০২৫।

৩. ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ: ৯ মে ২০২৫, শুক্রবার।

৪. ভর্তির জন্য যোগাযোগ: আরবি বিভাগ, চতুর্থ তলা, ঢাকা বিশ্ববিদ্যালয়

* বিস্তারিত তথ্যের জন্য ওয়েসাইট: www.du.ac.bd

আরও পড়ুনমাদ্রাসা ও কারিগরির শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীরা পাবেন অনুদান, আবেদনের সময় বাড়ল৫ ঘণ্টা আগেআরও পড়ুনএসএসসি পরীক্ষা-২০২৫: রসায়ন বিষয়ে এ‍+ পেতে ১২ পরামর্শ৫ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ