দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সড়কে পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টা চালানোর সময় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তিনজন পালিয়ে যান। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে চারটার দিকে উপজেলার ২ নম্বর পালশা ইউনিয়নের ধলিহার খাঁ পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন এমদাদুল হক (৪৯) ও আজিজার রহমান (৩৮)। তাঁদের মধ্যে এমদাদুল হক জয়পুরহাটের কালাই উপজেলার বিয়ালা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে এবং আজিজার রহমান একই উপজেলার চাকলমা নিমেরপাড়া এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে। এমদাদুল হকের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির ১২টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পলাতক তিনজন হলেন জয়পুরহাটের কালাই উপজেলার জগডুম্বর গ্রামের হেলাল উদ্দিন (২৮), ক্ষেতলাল উপজেলার বড়তাড়া কুঠিপাড়া এলাকার আবদুস সাত্তার (৪৪) এবং বগুড়ার শেরপুর উপজেলার মো.

শফিক (৫২)।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে ঘোড়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল পিকআপ ভ্যান নিয়ে ডুগডুগি বাজার এলাকায় টহলে যায়। রাত সাড়ে তিনটার দিকে টহল শেষে থানায় ফেরার পথে ধলিহার খাঁ পুকুর এলাকায় পৌঁছালে পাঁচজন দেশি অস্ত্রসহ রাস্তার ওপর অবস্থান নেন। পুলিশ তাঁদের ধাওয়া করলে তিনজন পালিয়ে যান এবং দুজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুটি হাঁসুয়া, একটি বড় রশি ও সাতটি লাঠি জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন, পুলিশের গাড়িটিকে যাত্রীবাহী মাইক্রোবাস ভেবে ডাকাতির চেষ্টা করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, সড়কে ডাকাতির প্রস্তুতির সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ডাকাতির চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। আজ সকালে তাঁদের দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক তিনজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপজ ল র

এছাড়াও পড়ুন:

কারা অধিদপ্তরের পরীক্ষার সূচি প্রকাশ

কারা অধিদপ্তরের কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে আবেদনকারী প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষার স্থান ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর ঢাকার কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্যারেড মাঠে প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২ মে এ পরীক্ষা নেওয়া হবে। এই দিন ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, শরীয়তপুর ও কিশোরগঞ্জ জেলার প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রার্থীরা এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

আরও পড়ুনবিসিএসে নতুন সিলেবাস, ভারত–শ্রীলঙ্কা–সিঙ্গাপুরের চাকরির পরীক্ষার সিলেবাস নিয়ে কাজ করছে পিএসসি৭ ঘণ্টা আগেপরীক্ষার্থীদের জন্য নির্দেশনা

পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে উপস্থিত থাকতে হবে। প্রবেশপত্রের প্রিন্টেড (রঙিন) এক কপি পরীক্ষা বোর্ডের কাছে জমা দিতে হবে।

জাতীয় পরিচয়পত্রের রঙিন কপি বা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি সঙ্গে রাখতে হবে। পুরুষ প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য হাফপ্যান্ট ও গেঞ্জি সঙ্গে আনতে হবে।

নারী প্রার্থীদের শাড়ি ব্যতীত সুবিধাজনক পোশাক পরে আসতে হবে। পরীক্ষার্থী ছাড়া অন্য কেউ পরীক্ষার মাঠে প্রবেশ করতে পারবে না। মুঠোফোন, ইলেকট্রনিক ডিভাইস ও অন্যান্য মূল্যবান দ্রব্য নিয়ে মাঠে প্রবেশ করা যাবে না।

শুধু শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং এ নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

আরও পড়ুনজাপানে উচ্চশিক্ষা: যাত্রা শুরু করবেন কোথা থেকে, কীভাবে?৭ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ