রানে কোহলি—উইকেটে হ্যাজেলউড, টেবিলে শীর্ষে বেঙ্গালুরু
Published: 28th, April 2025 GMT
আইপিএলে অরেঞ্জ ও পার্পল ক্যাপ, দুটিই এখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটারদের দখলে। রানে শীর্ষে আছেন বিরাট কোহলি, আর উইকেটে এগিয়ে জশ হ্যাজেলউড।
রোববার অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে ৬ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে বেঙ্গালুরু। ১০ ম্যাচে ৭ জয়ে তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট টাইটান্স, সমান পয়েন্ট দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্সেরও।
টস হেরে ব্যাট করতে নেমে দিল্লি ৮ উইকেটে ১৬২ রান তোলে। লোকেশ রাহুল করেন সর্বোচ্চ ৪১ রান। বেঙ্গালুরুর হয়ে ভুবনেশ্বর কুমার ৩টি ও জশ হ্যাজেলউড ২টি উইকেট নেন। ৩৬ রানে ২ উইকেট নিয়ে চলতি আসরে সর্বোচ্চ ১৮ উইকেটের মালিক হন অজি পেসার হ্যাজেলউড। তার পরেই আছেন গুজরাটের প্রসিধ কৃষ্ণা (১৬ উইকেট)।
রান তাড়ায় বেঙ্গালুরুর হয়ে মূল দায়িত্ব পালন করেন ক্রুনাল পান্ডিয়া ও বিরাট কোহলি। কোহলি ৫১ রান করে আউট হলেও পান্ডিয়া অপরাজিত ৭৩ রানে দলকে জেতান। টিম ডেভিড করেন ৫ বলে ঝড়ো ১৯ রান।
এই ম্যাচে কোহলি তার ৫১ রানের ইনিংসে এবারের আসরের সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে যান। ৬৩.
ব্যাট হাতে অপরাজিত ৭৩ রান ও বল হাতে ২৮ রানে ১ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন ক্রুনাল পান্ডিয়া।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব র ট ক হল উইক ট
এছাড়াও পড়ুন:
ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলা অত্যন্ত উদ্বেগজনক: ফারুকী
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুরে মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে অভিনেতা ইরেশ যাকেরসহ ৪০৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গত ২০ এপ্রিল নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন।
ইরেশ যাকের বিরুদ্ধে মামলা হওয়ায় বিনোদন অঙ্গনের অনেক তারকারাই কথা বলছেন। এবার সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সোমবার (২৮ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এ সময় ইরেশ যাকেরের মামলার বিষয়টি উঠে আসে।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, এখন নিজে সরকারের অংশ; অ্যাক্টিভিসস্ট নই। যে কারণে কথা কম বলে কাজ বেশি করতে হবে। ইরেশ যাকেরকে ব্যক্তিগতভাবে চিনি। জানি, তিনি জুলাইয়ের আন্দোলনেও জড়িত ছিলেন। ফলে তার বিরুদ্ধে এই মামলা অত্যন্ত উদ্বেগজনক।
ইরেশ যাকেরের বিরুদ্ধে করা মামলার বিষয়ে তিনি বলেন, মামলা করেছেন একজন ব্যক্তি। এটি রাষ্ট্রপক্ষ কিংবা সরকারের দেওয়া মামলা না। এখন মামলা করার স্বাধীনতা পেয়েছি সবাই। কেউ কেউ এটার অপব্যবহার করছে। আমি বিশ্বাস করি পুলিশ এটির সঠিক তদন্ত করে, যেটি সত্য সেটির পক্ষে থাকবে আর যেটি মিথ্যা সেটি বাতিল করে দেবে।