বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানছেন ডেভিড বুন। আইসিসির এলিট প্যানেলের এই অভিজ্ঞ অস্ট্রেলিয়ান ম্যাচ রেফারির জন্য বিদায়টিকে স্মরণীয় করে তুলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  

সোমবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট শুরুর আগে বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের হাত দিয়ে বুনের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।  

৬৫ বছর বয়সী ডেভিড বুন খেলোয়াড়ী জীবনে অস্ট্রেলিয়ার হয়ে ১০৭টি টেস্ট ও ১৮১টি ওয়ানডে খেলেছেন। ১৯৮৭ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি এবং ফাইনালে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও জিতেছিলেন।  

ম্যাচ রেফারি হিসেবেও বুনের পথচলা ছিল উজ্জ্বল। ২০১১ সালে বুলাওয়েতে প্রথম ম্যাচ পরিচালনা করেছিলেন, সেখানে খেলেছিল জিম্বাবুয়ে। আর বিদায়ের মঞ্চেও সেই জিম্বাবুয়ে। ১৪ বছরে ম্যাচ রেফারি হিসেবে তিনি ১৮৩টি ওয়ানডে, ১১৯টি টি-টোয়েন্টি এবং ৭টি মেয়েদের টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন। চট্টগ্রাম টেস্টটি তার ৮৭তম টেস্ট ম্যাচ এবং একই সঙ্গে এই ভূমিকায় তার শেষ উপস্থিতি।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ওয়েলচের পর উইলিয়ামসের ফিফটি, অস্বস্তিতে বাংলাদেশ

নিক ওয়েলচ- শন উইলিয়ামসের জুটিতে ভুগছে বাংলাদেশ। ইতোমধ্যেই দুজন ব্যক্তিগত ফিফটি পেয়ে গেছে। ওয়েলচ ফিফটি করেছেন ১০৭ বলে অন্যদিকে উইলিয়ামস পঞ্চাশ ছুঁয়েছেন ১১৩ বলে। দুজনের জুটিতে অস্বস্তিতে বাংলাদেশ শিবির। উইকেট মেতে মরিয়া তাইজুল-মিরাজরা। ৫৩ ওভারে জিম্বাবুয়ের রান ২ উইকেটে ১৫৯। উইলিয়ামস ৫৪ ও নিক ওয়েলচ ৫৩ রানে খেলছেন।

উইলিয়ামস-ওয়েলচের জুটিতে পঞ্চাশ, এগোচ্ছে জিম্বাবুয়ে

মধ্যাহ্ন বিরতির পর শতরান পেরিয়ে এগোচ্ছে জিম্বাবুয়ে। ওয়েলচ-উইলিয়ামস জুটিও ইতোমধ্যে পঞ্চাশ পেরিয়েছে। ওয়েলচ ৪৬ ও উইলিয়ামস ২৯ রানে ব্যাট করছেন। ৪৩ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ ২ উইকেটে ১২৬ রান। বাংলাদেশ জুটি ভাঙতে মরিয়া হয়ে উঠেছে।

প্রথম সেশনে বাংলাদেশের প্রাপ্তি দুই উইকেট

সম্পর্কিত নিবন্ধ