ঝালকাঠির কাঁঠালিয়ায় পুর্ব শক্রতার জেরে গোলাম রাব্বি হাওলাদার (১৯) নামের এক দাখিল পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুরে উপজেলার ১নং চেঁচরী রামপুর ইউনিয়নের উত্তর চেঁচরী গ্রামে এ ঘটনা ঘটে। আহত পরীক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের বড় ভাই মো. আবদুর রহিম সমকালকে জানান, তার ছোট ভাই গোলাম রাব্বি হাওলাদার উত্তর চেঁচরী এমএ খালেক দাখিল মাদ্রাসা থেকে এবার দাখিল পরীক্ষা দিচ্ছে। রোববার ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা শেষে কাঁঠালিয়া সদর সিনিয়র ফাযিল মাদ্রাসা কেন্দ্র থেকে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিল। পথে উত্তর চেঁচরী গ্রামের বালির খালের ব্রিজের কাছে পৌঁছালে ২০-২৫ জন দুর্বৃত্ত অটোরিকশা থামায়। এসময় অটোতে থাকা গোলাম রাব্বিকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে ফেলে রেখে যায় তারা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহতের বড় ভাই আরও জানান, দুর্বৃত্তরা পার্শ্ববর্তী পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার তেওয়ারীপুর ও গৌরিপুরে গ্রামের বাসিন্দা।

উত্তর চেঁচরী এমএ খালেক দাখিল মাদ্রাসা সুপার মো.

খলিলুর রহমান জানান, একজন পরীক্ষার্থীকে এভাবে কুপিয়ে জখম করা দুঃখজনক। ওই পরীক্ষার্থীর পরবর্তী পরীক্ষা দেওয়াও অনিশ্চিত হয়ে পরেছে।

এ বিষয়ে কাঁঠালিয়া থানার ওসি তদন্ত হারান চন্দ্র সমকালকে জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ক প য় জখম পর ক ষ র থ

এছাড়াও পড়ুন:

ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলা অত্যন্ত উদ্বেগজনক: ফারুকী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুরে মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে অভিনেতা ইরেশ যাকেরসহ ৪০৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।‎ গত ২০ এপ্রিল নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন।

ইরেশ যাকের বিরুদ্ধে মামলা হওয়ায় বিনোদন অঙ্গনের অনেক তারকারাই কথা বলছেন। এবার সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সোমবার (২৮ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এ সময় ইরেশ যাকেরের মামলার বিষয়টি উঠে আসে।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, এখন নিজে সরকারের অংশ; অ্যাক্টিভিসস্ট নই। যে কারণে কথা কম বলে কাজ বেশি করতে হবে। ইরেশ যাকেরকে ব্যক্তিগতভাবে চিনি। জানি, তিনি জুলাইয়ের আন্দোলনেও জড়িত ছিলেন। ফলে তার বিরুদ্ধে এই মামলা অত্যন্ত উদ্বেগজনক।

ইরেশ যাকেরের বিরুদ্ধে করা মামলার বিষয়ে তিনি বলেন, মামলা করেছেন একজন ব্যক্তি। এটি রাষ্ট্রপক্ষ কিংবা সরকারের দেওয়া মামলা না। এখন মামলা করার স্বাধীনতা পেয়েছি সবাই। কেউ কেউ এটার অপব্যবহার করছে। আমি বিশ্বাস করি পুলিশ এটির সঠিক তদন্ত করে, যেটি সত্য সেটির পক্ষে থাকবে আর যেটি মিথ্যা সেটি বাতিল করে দেবে।

সম্পর্কিত নিবন্ধ