তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘দুই পুরুষ’ নাটকে সুশোভন বলেছিলেন, ‘পতন তো চিরকাল অধঃলোকেই হয় গুরু...কে আর কবে ঊর্ধ্বলোকে পড়েছে বলো!’
ডারউইন মাচিস যেন ‘দুই পুরুষ’–এর সেই সুশোভন, যাঁর শুধু অধঃপতনই হচ্ছে। যে দলেই খেলতে যান, নিচের লিগে অবনমিত হয়ে যায় সেই দল। টানা চার মৌসুম ধরে এ রকম হচ্ছে। কে জানে, এত দিনে ভেনেজুয়েলার এই উইঙ্গার নিজেকে অপয়া ভাবতে শুরু করেছেন কি না!

আরও পড়ুনচট্টগ্রাম টেস্ট: দ্বিতীয় উইকেট গেল জিম্বাবুয়ের, এবার শিকারি তাইজুল২ ঘণ্টা আগে

মাচিসের এই দুর্ভাগ্যের শুরু ২০২১-২২ মৌসুমে। তখন তিনি খেলেন লা লিগার দল গ্রানাদায়। ওই মৌসুমে দলের হয়ে ১৬ ম্যাচ খেলেন, গোল করেন ৪টি। কিন্তু লিগে ১৮তম হয় গ্রানাদা। শুরু হয় মাচিসের পতনের শুরু। গ্রানাদা নেমে যায় স্পেনের ফুটবলের দ্বিতীয় বিভাগ সেগুন্দা লিগে।

টানা চার মৌসুম ধরে অবনমিত হয়ে যাচ্ছে মাচিসের দল.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মাচিস যেন তারাশঙ্করের সেই সুশোভন, যাঁর শুধু অধঃপতনই হচ্ছে

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘দুই পুরুষ’ নাটকে সুশোভন বলেছিলেন, ‘পতন তো চিরকাল অধঃলোকেই হয় গুরু...কে আর কবে ঊর্ধ্বলোকে পড়েছে বলো!’
ডারউইন মাচিস যেন ‘দুই পুরুষ’–এর সেই সুশোভন, যাঁর শুধু অধঃপতনই হচ্ছে। যে দলেই খেলতে যান, নিচের লিগে অবনমিত হয়ে যায় সেই দল। টানা চার মৌসুম ধরে এ রকম হচ্ছে। কে জানে, এত দিনে ভেনেজুয়েলার এই উইঙ্গার নিজেকে অপয়া ভাবতে শুরু করেছেন কি না!

আরও পড়ুনচট্টগ্রাম টেস্ট: দ্বিতীয় উইকেট গেল জিম্বাবুয়ের, এবার শিকারি তাইজুল২ ঘণ্টা আগে

মাচিসের এই দুর্ভাগ্যের শুরু ২০২১-২২ মৌসুমে। তখন তিনি খেলেন লা লিগার দল গ্রানাদায়। ওই মৌসুমে দলের হয়ে ১৬ ম্যাচ খেলেন, গোল করেন ৪টি। কিন্তু লিগে ১৮তম হয় গ্রানাদা। শুরু হয় মাচিসের পতনের শুরু। গ্রানাদা নেমে যায় স্পেনের ফুটবলের দ্বিতীয় বিভাগ সেগুন্দা লিগে।

টানা চার মৌসুম ধরে অবনমিত হয়ে যাচ্ছে মাচিসের দল

সম্পর্কিত নিবন্ধ