মানিকগঞ্জে যুবদলের এক নেতার মাদক সেবনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার রাতে পৌর যুবদলের আহ্বায়ক রাজিব হাসান খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই নেতার নাম মোবারক হোসেন। তিনি মানিকগঞ্জ পৌর যুবদলের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।

সম্প্রতি মোবারকের মাদক সেবনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। ওই ভিডিওতে দেখা যায়, মোবারক ইয়াবা সেবন করছেন। এ কাজে তাঁকে সহযোগিতা করছেন আরেক ব্যক্তি। তবে ওই ব্যক্তির চেহারা দেখা না গেলেও মোবারককে স্পষ্ট বোঝা যাচ্ছিল।

এ ঘটনার পর গতকাল রাতেই মোবারককে দল থেকে বহিষ্কার করা হলো। তাঁর বহিষ্কারাদেশের বিজ্ঞপ্তিতে বলা হয়, অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মানিকগঞ্জ যুবদলের প্রাথমিক সদস্যসহ যুবদলের সব পদ থেকে মোবারক হোসেনকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম ন কগঞ জ য বদল র

এছাড়াও পড়ুন:

ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলা অত্যন্ত উদ্বেগজনক: ফারুকী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুরে মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে অভিনেতা ইরেশ যাকেরসহ ৪০৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।‎ গত ২০ এপ্রিল নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন।

ইরেশ যাকের বিরুদ্ধে মামলা হওয়ায় বিনোদন অঙ্গনের অনেক তারকারাই কথা বলছেন। এবার সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সোমবার (২৮ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এ সময় ইরেশ যাকেরের মামলার বিষয়টি উঠে আসে।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, এখন নিজে সরকারের অংশ; অ্যাক্টিভিসস্ট নই। যে কারণে কথা কম বলে কাজ বেশি করতে হবে। ইরেশ যাকেরকে ব্যক্তিগতভাবে চিনি। জানি, তিনি জুলাইয়ের আন্দোলনেও জড়িত ছিলেন। ফলে তার বিরুদ্ধে এই মামলা অত্যন্ত উদ্বেগজনক।

ইরেশ যাকেরের বিরুদ্ধে করা মামলার বিষয়ে তিনি বলেন, মামলা করেছেন একজন ব্যক্তি। এটি রাষ্ট্রপক্ষ কিংবা সরকারের দেওয়া মামলা না। এখন মামলা করার স্বাধীনতা পেয়েছি সবাই। কেউ কেউ এটার অপব্যবহার করছে। আমি বিশ্বাস করি পুলিশ এটির সঠিক তদন্ত করে, যেটি সত্য সেটির পক্ষে থাকবে আর যেটি মিথ্যা সেটি বাতিল করে দেবে।

সম্পর্কিত নিবন্ধ