ঢাকার কোথায় কোথায় পাবেন কৃষ্ণচূড়া, সোনালু, জারুলের দেখা
Published: 28th, April 2025 GMT
রুদ্ররূপের বিপরীতে এক কোমল পরশ থাকে। তেমন কোমলতা দেখিয়ে প্রকৃতি নিজেই হয়তো চমকে দিতে চায় আমাদের। এবার বৈশাখ মাসেই তাপদাহে প্রাণ ওষ্ঠাগত। অথচ এরই মধ্যে হঠাৎ হঠাৎ দেখা মিলছে কত রঙের ফুলের। যেন প্রকৃতি নিজেই বলতে চাইছে—‘মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতূর্য’।
‘মাধবী হঠাৎ কোথা হতে এল ফাগুন দিনের স্রোতে/ এসে হেসেই বলে ‘যাই যাই যাই’।’ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি পর্বের গানের সেই মাধবী আছে রাজধানীর রমনা পার্কে। মাধবী দুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের লোহার শিক ধরেও। অপূর্ব সুগন্ধমাখা ভ্রমরপ্রিয় এই ফুল বসন্তকালের। তবে গ্রীষ্মেও মাধবীকে পাওয়া যাচ্ছে।
এই আনন্দ–নগরের মানুষের জন্য রমনায় ফুটেছে কৃষ্ণচূড়া, সোনালু, নাগেশ্বর, রাধাচূড়া, গুস্তাভিয়া, কাঠগোলাপ, মধু মঞ্জুরি, কনকচূড়ার মতো নানা ফুল। দক্ষিণের লেকপারের গেটের ভেতরে ছোট থোকায় ফুটে থাকা বেগুনি-নীল ফুলটির নাম অঞ্জন। বাগানবিলাসের অনেকগুলো ঝাড় আছে এই পার্কে।
গাছের ডালে ঝুলছে সোনালু। মিরপুর ১৪ নম্বর এলাকা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলা অত্যন্ত উদ্বেগজনক: ফারুকী
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুরে মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে অভিনেতা ইরেশ যাকেরসহ ৪০৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গত ২০ এপ্রিল নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন।
ইরেশ যাকের বিরুদ্ধে মামলা হওয়ায় বিনোদন অঙ্গনের অনেক তারকারাই কথা বলছেন। এবার সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সোমবার (২৮ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এ সময় ইরেশ যাকেরের মামলার বিষয়টি উঠে আসে।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, এখন নিজে সরকারের অংশ; অ্যাক্টিভিসস্ট নই। যে কারণে কথা কম বলে কাজ বেশি করতে হবে। ইরেশ যাকেরকে ব্যক্তিগতভাবে চিনি। জানি, তিনি জুলাইয়ের আন্দোলনেও জড়িত ছিলেন। ফলে তার বিরুদ্ধে এই মামলা অত্যন্ত উদ্বেগজনক।
ইরেশ যাকেরের বিরুদ্ধে করা মামলার বিষয়ে তিনি বলেন, মামলা করেছেন একজন ব্যক্তি। এটি রাষ্ট্রপক্ষ কিংবা সরকারের দেওয়া মামলা না। এখন মামলা করার স্বাধীনতা পেয়েছি সবাই। কেউ কেউ এটার অপব্যবহার করছে। আমি বিশ্বাস করি পুলিশ এটির সঠিক তদন্ত করে, যেটি সত্য সেটির পক্ষে থাকবে আর যেটি মিথ্যা সেটি বাতিল করে দেবে।