হোয়াটসঅ্যাপের মাধ্যমে ‘ফ্যাটবয় প্যানেল’ নামের একটি ম্যালওয়্যার প্রায় আড়াই কোটি স্মার্টফোনে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান জিম্পেরিয়াম। প্রতিষ্ঠানটির তথ্যমতে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের বোকা বানাতে প্রতারকেরা সরকারি কর্মকর্তা বা ব্যাংক প্রতিনিধির ভুয়া পরিচয়ে একটি লিংক পাঠাচ্ছে। লিংকটিকে ক্লিক করলে একটি এপিকে ফাইল ডাউনলোড হয়ে যায়, যার মাধ্যমে ফোনে ফ্যাটবয় প্যানেল নামের ম্যালওয়্যার প্রবেশ করে। ম্যালওয়্যারটি ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) সংগ্রহ করে ব্যবহারকারীদের অজান্তেই আর্থিক লেনদেন করতে থাকে।

জিম্পেরিয়ামের তথ্যমতে, ইনস্টল হওয়ার সঙ্গে সঙ্গে ম্যালওয়্যারটি নিজের আইকন লুকিয়ে ফেলে এবং গুগল প্লে প্রোটেক্ট সেবা বন্ধ করে দেয়, যাতে ব্যবহারকারী সন্দেহ করতে না পারে। তা ছাড়া এই ম্যালওয়্যার একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকাঠামোর (কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার) সঙ্গে সংযুক্ত থাকে, যেখানে থেকে একাধিক ম্যালওয়্যারের সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হয়। ফলে অপরাধীরা দূর থেকে একই সঙ্গে একাধিক স্মার্টফোন নিয়ন্ত্রণ করতে পারে।

এ বিষয়ে জিম্পেরিয়ামের প্রধান বিজ্ঞানী নিকো কিয়ারাভিগলিও বলেন, সাধারণত ব্যবহারকারীরা যখন সরকারি বা ব্যাংকের পরিচয়ে পাঠানো ভুয়া এপিকে ফাইল ডাউনলোড করে, তখন নিজের অজান্তেই বড় ধরনের ঝুঁকির মুখে পড়েন। অনেকে এখনো প্লে স্টোরের বাইরের অ্যাপ ডাউনলোডের ঝুঁকি সম্পর্কে সচেতন নন।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, ক্ষতিকর ম্যালওয়্যার থেকে রক্ষা পেতে হলে অপরিচিত লিংক থেকে অ্যাপ ডাউনলোড বা এপিকে ফাইল ইনস্টল করা থেকে বিরত থাকতে হবে। এ ছাড়া সব সময় গুগল প্লে প্রোটেক্ট সক্রিয় রাখার পাশাপাশি মোবাইলে অপ্রয়োজনীয় অ্যাপের অনুমতি সীমিত রাখা উচিত। ফোনে থাকা অ্যাপগুলোর মধ্যে কোনটি খুদে বার্তা, কল লগ বা গ্যালারির তথ্য ব্যবহার করছে তা সতর্কতার সঙ্গে যাচাই করতে হবে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম য লওয় য র ড উনল ড ব যবহ র

এছাড়াও পড়ুন:

লন্ডনে পাকিস্তান হাইকমিশনে হামলা

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পাকিস্তানের হাইকমিশনে হামলা চালানো হয়েছে। হাইকমিশনের বাইরে শত শত ভারতীয় বিক্ষোভকারীর প্রতিবাদ সমাবেশের পর এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন। এই ঘটনায় দোষীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

সংবাদমাধ্যমটি বলছে, হামলার সময় হাইকমিশনের জানালার কাঁচ ভেঙে ফেলা হয় এবং ভবনের বাইরের দেয়াল ও ফলকে গেরুয়া রঙের পেইন্ট নিক্ষেপ করা হয়। এতে চতুর্দিকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এবং সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়।

ঘটনার পর হাইকমিশনের চারপাশে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং দোষীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ লন্ডনে হাইকমিশনে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একটি “নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য” তদন্তের আহ্বান জানিয়েছেন এবং প্রয়োজনে পাকিস্তান নিজেও তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন।

বিক্ষোভের সময় পুলিশের হস্তক্ষেপে দুই ব্যক্তিকে সহিংসতার অভিযোগে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি, পাকিস্তান সমর্থকরাও পাল্টা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

সম্প্রতি ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। ভারতের ২৬ নাগরিক নিহত হওয়ার ওই ঘটনার পর নয়াদিল্লি সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে এবং পাকিস্তানও পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য পাকিস্তানি আকাশপথ বন্ধ করে দিয়েছে।

সম্পর্কিত নিবন্ধ