এসএসসি পরীক্ষা-২০২৫: রসায়ন বিষয়ে এ+ পেতে ১২ পরামর্শ
Published: 28th, April 2025 GMT
প্রিয় পরীক্ষার্থী, তোমাদের পরের পরীক্ষাটা হলো রসায়ন। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো রসায়ন। উচ্চশিক্ষার ক্ষেত্রে এ বিষয়টি বেশ প্রয়োজন পড়বে। রসায়ন বিষয়ে মোট ১২টি অধ্যায় রয়েছে। সবগুলো অধ্যায় তোমাদের সিলেবাসে রয়েছে। তাই এ বিষয়টির সব অধ্যায় থেকে প্রশ্ন হতে পারে। বহুনির্বাচনি প্রশ্নেও কিছু গাণিতিক সমস্যা দেওয়া থাকে। কম সময়ে কীভাবে গাণিতিক সমস্যার সমাধান করা যায়, সেদিকে সতর্ক থাকতে হবে। পরীক্ষার আগে যে দুই দিন সময় পাবে তখন গাণিতিক সমস্যা অনুশীলন করবে। রসায়নে বহুনির্বাচনি অংশে নম্বর থাকবে ২৫, সৃজনশীল বা রচনামূলক অংশে ৫০ এবং ব্যবহারিক অংশে নম্বর ২৫।
অধ্যায় ১—রসায়নের প্রথম অধ্যায় হলো রসায়নের প্রাথমিক ধারণা বিষয় নিয়ে। এখানে রসায়নের গুরুত্ব, গবেষণা প্রক্রিয়া, রসায়ন পরীক্ষাগারের সাংকেতিক চিহ্ন সম্পর্কে পড়বে। এখান থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর আসতে পারে।
অধ্যায় ২—দ্বিতীয় অধ্যায়ে ব্যাপন, নিঃসরণ, ঊর্ধ্বপাতন, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ইত্যাদি বিষয়ে পরিষ্কার ধারণা থাকতে হবে। মনে রেখো, আমরা যানবাহনের জ্বালানি হিসেবে যে সিএনজি গ্যাস ব্যবহার করে থাকি, এটা আসলে উচ্চ চাপে সংকুচিত মিথেন গ্যাস। সৃজনশীল প্রশ্নের জন্য এ অধ্যায় গুরুত্বপূর্ণ।
আরও পড়ুননেদারল্যান্ডসে স্কলারশিপ, আইইএলটিএস ৬.৫ বা টোয়েফলে ৯০ থাকলে আবেদন২৭ এপ্রিল ২০২৫অধ্যায় ৩—
পদার্থের গঠন অধ্যায়ে অণু-পরমাণু, ইলেকট্রন, প্রোটন, শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস ভালো করে দেখে নেবে। মৌলিক ও যৌগিক গ্যাস সম্পর্কে পরিষ্কার ধারণা রাখবে। তেজস্ক্রিয় আইসোটোপ ও তার ব্যবহার কিন্তু দরকারি। মনে রেখো, আবিষ্কৃত মৌলের সংখ্যা ১১৮টি, প্রকৃতিতে পাওয়া যায় ৯৮টি।
ছবি: দীপু মালাকারউৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ক ষ
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এমবিএ সুযোগ, বাংলা মাধ্যমে
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দুই বছর মেয়াদি এমবিএ প্রোগ্রামে জুলাই ২০২৫ সেশনে ১০ম ব্যাচে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।
কোর্সের দরকারি তথ্য—
১. কোর্সটি বাংলা মাধ্যমে হবে।
২.এটি উন্মুক্ত ও দূরশিক্ষণে মাধ্যমে পরিচালিত হবে।
৩ . সারা দেশের ২৮টি স্টাডি সেন্টারে এমবিএ প্রোগ্রাম পরিচালিত হবে।
৪. অনলাইনে ভর্তির জন্য
প্রোগ্রামের যোগ্যতা—
১. মানবিক, সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষাসহ যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা এমবিএ বাংলা প্রোগ্রামে ভর্তির জন্য বিবেচিত হবেন।
২. বিবিএ ডিগ্রিধারীরা শিক্ষার্থীরা আগের ৯ম ব্যাচের তৃতীয় সেমিস্টারের সঙ্গে ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করাসহ সব কার্যক্রমে অংশ নিতে পারবেন।
৩. তিন বছর মেয়াদি ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।
৪. দুই বছর মেয়াদি স্নাতকেরা আবেদন করতে পারবেন না। তবে কমপক্ষে এক বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে, তাঁরা আবেদন করতে পারবেন।
৫. শিক্ষাগত যোগ্যতার সব সনদ আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।
৬. মৌখিক পরীক্ষার সময় নম্বরপত্রের মূল কপি সঙ্গে নিয়ে আসতে হবে।
ভর্তিসংক্রান্ত তথ্য—
১. আবেদনের শেষ তারিখ: ৩১ মে ২০২৫।
২. আবেদন ফি: এক হাজার টাকা।
৩. আবেদনপত্র বাছাই ও মৌখিক পরীক্ষার তারিখ: ৭ জুন ও ১৪ জুন ২০২৫।
৪. মেধাতালিকা প্রকাশের তারিখ: ১৬ জুন ২০২৫।
৫. ভর্তির তারিখ: ১৭ জুন থেকে ১৭ জুলাই ২০২৫।
৬. ওরিয়েন্টেশন ক্লাস: ২৫ জুলাই ও ১ আগস্ট ২০২৫।
৭. টিউটোরিয়াল ক্লাস: ৮ আগস্ট ২০২৫।
১২টি আঞ্চলিক কেন্দ্র—
১. আঞ্চলিক কেন্দ্র, ঢাকা: ০১৯৭৩৯১১০৩২
২. আঞ্চলিক কেন্দ্র, চট্টগ্রাম: ০১৯১১২৫০০৬৭
৩. আঞ্চলিক কেন্দ্র, রাজশাহী: ০১৭১২৫০৩১২৩
৪. আঞ্চলিক কেন্দ্র, খুলনা: ০১৯১৩৭৬৭৪২১
৫. আঞ্চলিক কেন্দ্র, সিলেট: ০১৭১২৮৫১২৯০
৬. আঞ্চলিক কেন্দ্র, বরিশাল: ০১৬১৮১১৭৪২৩
৭. আঞ্চলিক কেন্দ্র, রংপুর: ০১৭১৯৫১৫৬৮০
৮. আঞ্চলিক কেন্দ্র, ময়মনসিংহ: ০১৭২০১১৮৬৫৫
৯. আঞ্চলিক কেন্দ্র, কুমিল্লা: ০১৯১৭৭১০৩০৪
১০. আঞ্চলিক কেন্দ্র, বগুড়া: ০১৭১৭৪৯৬৯৩১
১১. আঞ্চলিক কেন্দ্র, যশোর: ০১৭১৯৬২৪০৬৫
১২. আঞ্চলিক কেন্দ্র, ফরিদপুর: ০১৭১৮১৬৪১২৪
*বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইটে