আর্জেন্টাইন কিংবদন্তিকে টপকে সালাহ এখন ইংল্যান্ডের ‘বিদেশি রাজা’
Published: 28th, April 2025 GMT
ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত এক মৌসুম পার করছেন মোহাম্মদ সালাহ। লিভারপুলকে আবার প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বানানোর পেছনে বড় ভূমিকা তাঁর, মৌসুমের শুরু থেকে একের পর এক গোল করে যাচ্ছেন এই মিসরীয় ফরোয়ার্ড।
শুধু গোল করাতেই নয়, করানোতেও বাকিদের চেয়ে বেশ এগিয়ে সালাহ। এ মৌসুমে এখন পর্যন্ত ২৮ গোল ও ১৮টি গোলে সহযোগিতাসহ ৪৬ গোলে অবদান রেখেছেন তিনি, যা প্রিমিয়ার লিগে ৩৮ ম্যাচের মৌসুমে কোনো ফুটবলারের সর্বোচ্চ অবদানও বটে।
তবে গতকাল টটেনহামের বিপক্ষে লিভারপুলের শিরোপা নিশ্চিত করার পথে করা দলের চতুর্থ গোলটি নিশ্চিতভাবেই সালাহর জন্য বিশেষ। এই গোলের মধ্য দিয়ে ইংল্যান্ডে বিদেশি খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আর্জেন্টাইন কিংবদন্তি সের্হিও আগুয়েরোকে টপকে গেলেন সালাহ।
আরও পড়ুন২০২৭ সাল পর্যন্ত লিভারপুলে সালাহ১১ এপ্রিল ২০২৫২৭৫ ম্যাচে ১৮৪ গোল নিয়ে এত দিন পর্যন্ত সবার ওপরে ছিলেন ম্যানচেস্টার সিটির হয়ে ইতিহাস গড়া আগুয়েরো। কিন্তু লিভারপুলের হয়ে দুবার লিগ জেতা সালাহর গোল এখন ২৯৭ ম্যাচে ১৮৫টি। চেলসি এবং লিভারপুলের হয়ে এই গোলগুলো করেছেন সালাহ। যেখানে লিভারপুলের হয়ে ১৮৩ গোল এবং চেলসির হয়ে ২টি গোল।
সালাহর গোল উদ্যা্পন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলা অত্যন্ত উদ্বেগজনক: ফারুকী
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুরে মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে অভিনেতা ইরেশ যাকেরসহ ৪০৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গত ২০ এপ্রিল নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন।
ইরেশ যাকের বিরুদ্ধে মামলা হওয়ায় বিনোদন অঙ্গনের অনেক তারকারাই কথা বলছেন। এবার সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সোমবার (২৮ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এ সময় ইরেশ যাকেরের মামলার বিষয়টি উঠে আসে।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, এখন নিজে সরকারের অংশ; অ্যাক্টিভিসস্ট নই। যে কারণে কথা কম বলে কাজ বেশি করতে হবে। ইরেশ যাকেরকে ব্যক্তিগতভাবে চিনি। জানি, তিনি জুলাইয়ের আন্দোলনেও জড়িত ছিলেন। ফলে তার বিরুদ্ধে এই মামলা অত্যন্ত উদ্বেগজনক।
ইরেশ যাকেরের বিরুদ্ধে করা মামলার বিষয়ে তিনি বলেন, মামলা করেছেন একজন ব্যক্তি। এটি রাষ্ট্রপক্ষ কিংবা সরকারের দেওয়া মামলা না। এখন মামলা করার স্বাধীনতা পেয়েছি সবাই। কেউ কেউ এটার অপব্যবহার করছে। আমি বিশ্বাস করি পুলিশ এটির সঠিক তদন্ত করে, যেটি সত্য সেটির পক্ষে থাকবে আর যেটি মিথ্যা সেটি বাতিল করে দেবে।