ডেথ ম্যাচ।

সাবেক সোভিয়েত ইতিহাসবেত্তাদের দেওয়া নাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে কিয়েভে রুটি তৈরির কারখানার শ্রমিকদের সঙ্গে একাধিক ফুটবল ম্যাচ খেলেছিল জার্মান নাৎসি বাহিনী। ডেথ ম্যাচ—এই ম্যাচগুলোরই আরেক নাম।

দিনামো কিয়েভ ও লোকোমোটিভ কিয়েভের সাবেক ফুটবলারদের জার্মান সৈন্যদের জন্য রুটি তৈরি করতে কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতে বাধ্য করেছিল নাৎসি বাহিনী। তাঁদের সঙ্গে ১৯৪২ সালের ৬ আগস্ট ও ৯ আগস্ট দুটি ফুটবল ম্যাচ খেলে নাৎসিদের দল ফ্লাকেল্ফ। দুই ম্যাচেই হারের পথে মাত্র ৪ গোল দেওয়ার বিপরীতে ১০ গোল হজম করেছিল ফ্লাকেল্ফ।

যুদ্ধকালীন প্রপাগান্ডা ও সোভিয়েত মিথ অনুযায়ী, দুটি ম্যাচেই হারের পর কিয়েভ সিটি দলের কিছু কিংবা সব ফুটবলারকে গ্রেপ্তার করে মেরে ফেলা হয়। কারণ? জার্মানদের বাজে হার। ডেথ ম্যাচ নামকরণের এটাই শিকড়।

রুপালি পর্দায় এই ডেথ ম্যাচের গল্প অবলম্বনে কিংবা গল্পের রূপরেখা ঈষৎ পাল্টে দুটি বিখ্যাত সিনেমাও বানানো হয়। ১৯৬১ সালে মুক্তি পাওয়া জোলতান ফাব্রির ‘টু হাফ টাইমস ইন হেল’। হাঙ্গেরিয়ান এই সিনেমায় অবশ্য সোভিয়েত-ইউক্রেনিয়ান নয়, হাঙ্গেরিয়ান শ্রমিকদের খেলতে দেখা যায়।

পেলে ও ববি মুরের সঙ্গে কোলবি চরিত্রে কেইন (বাঁ থেকে তৃতীয়).

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ টবল

এছাড়াও পড়ুন:

ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলা অত্যন্ত উদ্বেগজনক: ফারুকী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুরে মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে অভিনেতা ইরেশ যাকেরসহ ৪০৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।‎ গত ২০ এপ্রিল নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন।

ইরেশ যাকের বিরুদ্ধে মামলা হওয়ায় বিনোদন অঙ্গনের অনেক তারকারাই কথা বলছেন। এবার সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সোমবার (২৮ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এ সময় ইরেশ যাকেরের মামলার বিষয়টি উঠে আসে।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, এখন নিজে সরকারের অংশ; অ্যাক্টিভিসস্ট নই। যে কারণে কথা কম বলে কাজ বেশি করতে হবে। ইরেশ যাকেরকে ব্যক্তিগতভাবে চিনি। জানি, তিনি জুলাইয়ের আন্দোলনেও জড়িত ছিলেন। ফলে তার বিরুদ্ধে এই মামলা অত্যন্ত উদ্বেগজনক।

ইরেশ যাকেরের বিরুদ্ধে করা মামলার বিষয়ে তিনি বলেন, মামলা করেছেন একজন ব্যক্তি। এটি রাষ্ট্রপক্ষ কিংবা সরকারের দেওয়া মামলা না। এখন মামলা করার স্বাধীনতা পেয়েছি সবাই। কেউ কেউ এটার অপব্যবহার করছে। আমি বিশ্বাস করি পুলিশ এটির সঠিক তদন্ত করে, যেটি সত্য সেটির পক্ষে থাকবে আর যেটি মিথ্যা সেটি বাতিল করে দেবে।

সম্পর্কিত নিবন্ধ