গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রাতভর নির্যাতনে নুরুল ইসলাম নামে এক অটোরিকশাচালক হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার ভাতারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার দুপুরে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের স্ত্রীর দাবি, নির্যাতন করে হত্যার পর নুরুলকে একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।

নুরুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় একটি ভাড়া কক্ষে স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন।

রনি হোসেন নামে এক অটোরিকশাচালকের দাবি, শুক্রবার বিকেলে কালিয়াকৈরের চন্দ্রায় নায়াগ্রা পোশাক কারখানার সামনে থেকে নুরুলসহ তিনজন তাঁর অটোরিকশা ভাড়া নেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রনিকে নিয়ে আটাবহ ইউনিয়নের মরকাবহ এলাকায় যান তারা। সেখানে রনিকে বেঁধে ডোবায় ফেলে অটোরিকশা নিয়ে পালায় তিনজন। পরে রনি কোনো রকমে বাঁধন খুলে দৌড়ে সড়কে উঠে স্থানীয়দের সহায়তা চান। কয়েক ব্যক্তি অটোরিকশা নিয়ে ধাওয়া করেন। দু’জন পালিয়ে গেলেও ডোবাইল ব্রিজের কাছে ধরা পড়েন নুরুল। সেখানে তাঁকে মারধর করেন স্থানীয়রা। পরে নুরুলকে কালিয়াকৈর থানায় নিয়ে যান আব্দুল কাদের ও রনি। ওসি তাদের ধমক দিয়ে তাঁকে আগে হাসপাতালে নিতে বলেন। সেখান থেকে তারা নুরুলকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। কিন্তু চিকিৎসক ভর্তি না করে ফিরিয়ে দেন। সাড়ে ১১টার দিকে নুরুলকে ভাতারিয়ায় নিজ বাসায় নিয়ে একটি আমগাছে রশি দিয়ে বেঁধে রাখেন কবীর। এ সময় রনি ও কাদের সেখানে ছিলেন।

রনি বলেন, ভোরে শৌচাগারে যাওয়ার কথা বললে নুরুলের বাঁধন খুলে দেওয়া হয়। এ সময় তিনি দৌড়ে একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে গলায় রশি বেঁধে ফ্যানের সঙ্গে ঝুলে পড়েন। রনি, কাদের ও কবীর একটি ছুরি দিয়ে স্টিলের দরজা কেটে ওই কক্ষে ঢুকে নুরুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এর পর তারা বিষয়টি পুলিশকে জানান। তবে কবীর হোসেন ও আব্দুল কাদেরের দাবি, নুরুলকে তারা নির্যাতন করেননি।

বিকেলে স্বামীর মরদেহ নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন রুপালি খাতুন। এ সময় তিনি মোবাইল ফোনে সমকালকে বলেন, ‘আমার স্বামী শুক্রবার বিকেলে এক আত্মীয়ের বাড়ি যাবে বলে বের হন। রাত ১০টার দিকে মোবাইল ফোনে জানান, তিনি দুর্ঘটনায় আহত হয়েছেন। এর পর থেকে তাঁর মোবাইলে কল যায়নি। পরদিন সকালে কালিয়াকৈর থানা থেকে ফোনে জানানো হয়, আমার স্বামী মারা গেছেন। রাতভর নির্যাতন করে তাঁকে হত্যা করা হয়েছে।’

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: হত য ন র লক উপজ ল

এছাড়াও পড়ুন:

গাজীপুরে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক

গাজীপুরের বাসন থানা এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের পাঁচ জন দগ্ধ হয়েছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন। 

রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে বাসন থানার মোগরখাল এলাকার একটি বাসায় এ দুর্ঘঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের রাত সাড়ে ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। 

দগ্ধরা হলেন, পারভীন আক্তার (৩৫ বছর), তাসলিমা (৩০) বয়সী, সীমা (৩০), তানজিলা (১০) ও দেড় বছরের আইয়ান। 

আরো পড়ুন:

ছেলের পর নাতীকে হারিয়ে পাগলপ্রায় রাবেয়া বেগম

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

তাদের আত্মীয় মফিজুল ইসলাম জানান, সন্ধ্যা ৭টার দিকে  রান্না করার জন্য চুলা জ্বালালে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে। 

জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মোহাম্মদ শাওন বিন রহমান জানান, গাজীপুরের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় পাঁচ জনকে দগ্ধদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আগুনে সীমার শরীরের ৯০ শতাংশ, পারভীনের ৩২ শতাংশ, তানজিলার ৯০ শতাংশ, তাসলিমার ৯৫ শতাংশ ও আয়ানের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গ্যাসের আগুনে প্রায়ই দগ্ধ হচ্ছে মানুষ। তাদের অনেকে চিকিৎসা নিতে ঢাকায় আসছেন। কিন্তু সবাইকে বাঁচানো যাচ্ছে না বলে জানান চিকিৎসকরা। 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হিসাবে, শুধু ২০২৪ সালে আগুনে দগ্ধ হয়ে ১২ হাজার ৮১১ জন রোগী জরুরি বিভাগে এসেছিলেন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হন ৪৬৮০ জন রোগী। ভর্তি রোগীদের মধ্যে মারা যান ১০০২ জন। অর্থাৎ হাসপাতালে ভর্তি হওয়া প্রতি ১০০ জনের মধ্যে ২১ জনের মৃত্যু হয়েছে।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ