স্ত্রী, শ্যালকসহ সাবেক এমপি নদভীর অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক
Published: 27th, April 2025 GMT
চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী, তাঁর স্ত্রী রিজিয়া রেজা, শ্যালক রুহুল্লাহ চৌধুরীসহ ২৪ জনের অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধানে দল গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার এই দল গঠন করা হয়।
দুদক চট্টগ্রামের উপপরিচালক সুবেল আহমেদ প্রথম আলোকে বলেন, নদভী, তাঁর স্ত্রী, শ্যালকসহ ২৪ জনের অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধানের জন্য দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক এমরান হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি দল গঠন করা হয়েছে।
দুদক সূত্র জানায়, লোহাগাড়া থানার সাবেক ওসি মোহাম্মদ শাহজাহান ও মোহাম্মদ রাশেদ, লোহাগাড়া উপজেলা সাবেক শিক্ষা কর্মকর্তা আবু নছর মুহম্মদ হাছান, কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ছাত্রলীগ লোহাগাড়া উপজেলা সভাপতি এইচ এম গণি, উপজেলা যুবলীগের আহ্বায়ক জহির উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল হকসহ ২৪ জন।
আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ছিলেন। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি ওই পদ হারান। এরপর নদভী ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাস্টের অধিভুক্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘আইআইইউসি টাওয়ারের’ ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। দুদক সেই অভিযোগ অনুসন্ধান শুরু করেছে। গত জানুয়ারিতে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে নদভীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। এরপর গত ১২ মার্চ অনুসন্ধানকারী কর্মকর্তা দুদক উপপরিচালক সুবেল আহমেদ কারাবন্দী নদভীকে আদালতের অনুমতিতে কারাফটকে জিজ্ঞাসাবাদ করেন।
গত বছরের ১৫ ডিসেম্বর রাতে ঢাকার উত্তরা এলাকা থেকে নদভীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সেখানে ঢাকার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পরে বৈষম্যবিরোধী আন্দোলনে চট্টগ্রামে হওয়া মামলায় নদভীকে গ্রেপ্তার দেখানো হয়।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালকসহ দুইজন নিহত
টাঙ্গাইলের মধুপুরে ট্রাকের ধাক্কায় হেলাল উদ্দিন (৫৫) নামে একজন সিএনজিচালিত অটোরিকশাচালকসহ দুইজন নিহত হয়েছেন।
শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে টাঙ্গাইল- জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর এলাকার কাইতকাই রূপালী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলাল উদ্দিন ধনবাড়ীর পৌর এলকোর চরভাতকুড়া গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। তবে নিহত অটোরিকশা যাত্রীর নাম-পরিচয় পাওয়া যায়নি।
মধুপুর থানার ডিউটি অফিসার মো. মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সিএনজিচালিত অটোরিকশাটি মধুপুর থেকে জামালপুর রোডের ধনবাড়ীর দিকে ফিরছিল। ঘটনাস্থলে আসার পর বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক মারা যান। একমাত্র যাত্রীটি এসময় গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত ওই যাত্রী রাতেই হাসপাতালে মারা যায়।
মধুপুর থানার ডিউটি অফিসার মো. মনজুরুল হক জানান, ঘটনাস্থলে অটোরিকশাচালকের মৃত্যু হয়। সিএনজিতে থাকা যাত্রীকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে ওই যাত্রী রাতেই হাসপাতালে মারা যায়। ওই ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহত অটোচালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
ঢাকা/কাওছার/টিপু