বাংলাদেশে নতুন স্মার্টফোন ভি-৫০ লাইট মডেল উন্মোচন করেছে উদ্ভাবনী ও প্রযুক্তি ব্র্যান্ড ভিভো। বাজেটের মধ্যে তারুণ্যের পছন্দের সবকিছু সমন্বয় করা হয়েছে নতুন মডেলে। নির্মাতারা জানায়, নতুন মডেলে রয়েছে ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্লু-ভোল্ট ব্যাটারি, যা স্লিম ও কমপ্যাক্ট ডিজাইনসদৃশ। সিলিং প্রযুক্তি ও শক্তি ধরে রাখার ক্ষমতার কারণে স্ট্রিমিং ও গেমিং জগতে থাকা যাবে ঝামেলাহীন।
৯০ ওয়াট ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি, রিভার্স চার্জিং সুবিধা ও অনেকটা সময় চার্জ ধরে রাখার সক্ষমতা রয়েছে এ মডেলে। টাইটানিয়াম গোল্ড রঙের সংস্করণটি ধারণ করে সূর্যাস্তের সোনালি আভা, যা মডেলের প্রিমিয়াম ফিনিশ দৃশ্যমান করে। বৈচিত্র্যপূর্ণ রং, হাই গ্লস মেটাল ফ্রেমের সঙ্গে ৭.
জানা গেছে, ওজন ১৯৬ গ্রাম হওয়ায় এটি বহনে হালকা ও স্বাচ্ছন্দ্যপূর্ণ। এতে রয়েছে ৬.৭৭ ইঞ্চি বড় ও রিফ্রেশ রেট ১২০ হার্টজ। আলট্রা ভিশন অ্যামোল্ড পাঞ্চ-হোল ডিসপ্লে, যা দ্রুত ও মসৃণ ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে। প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন ৬৮৫, যা সুন্দর অভিজ্ঞতা দেবে। মিলিটারি-গ্রেড সুরক্ষা আর ফাইভ-স্টার ড্রপ রেজিস্ট্যান্স একে করেছে টেকসই। পানি আর ধুলা থেকে সুরক্ষার কথা বলছে আইপি৬৫ সার্টিফিকেশন। রঙের বৈচিত্র্যে রয়েছে টাইটেনিয়াম গোল্ড ছাড়াও ফ্যানটম ব্ল্যাক। মরুভূমির গোধূলির আলো থেকে অনুপ্রাণিত রং টাইটেনিয়াম গোল্ড।
ক্যামেরায় ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৮৮২ সেন্সরের সঙ্গে অরা লাইট, যা স্বয়ংক্রিয় আলোর ভারসাম্য দিয়ে ছবিকে পেশাদার ও প্রাণবন্ত করে। ফ্রন্ট ক্যামেরার দ্বিগুণ জুম সুবিধায় সেলফি হবে ৩২ মেগাপিক্সেলের।
দুটি সংস্করণে পাওয়া যাচ্ছে। ৮ জিবি র্যাম (+বর্ধিত ৮ জিবি) সঙ্গে ১২৮ জিবি স্টোরেজ। অন্যটি ৮ জিবি র্যাম (+বর্ধিত ৮ জিবি) আর ২৫৬ জিবি স্টোরেজ।
থাকছে নেক্সট-জেন ৪ ন্যানোমিটার ডাইমেনসিটি, ৮ হাজার ৩৫০ আলটিমেট, ৫.৫ জি চিপসেট, যা স্মুথ মাল্টিটাস্কিং আর গেমিং অভিজ্ঞতা সমৃদ্ধ করবে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
চার দিনের কাতার সফর এবং পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সোমবার (২৮ এপ্রিল) রাত ৩টায় তাকে বহনকারী ফ্লাইট ঢাকায় অবতরণ করে। এর আগে বাংলাদেশ সময় রবিবার দুপুর দেড়টায় তিনি ইতালির রাজধানী রোম ত্যাগ করেন।
শনিবার বিশ্বনেতাদের সঙ্গে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দেন প্রধান উপদেষ্টা। আগের দিন তিনি কাতারের দোহা থেকে রোমে যান।
পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার পর শনিবার অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ক্যাথলিক চার্চের দুই শীর্ষ নেতা-কার্ডিনাল সিলভানো মারিয়া তোমাসি ও কার্ডিনাল জ্যাকব কুভাকাড। তারা পোপ ফ্রান্সিসের দারিদ্র্য বিমোচন, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা এবং পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের স্বপ্নের স্মৃতিচারণ করেন।
আর্থনা সম্মেলনে যোগ দিতে গত ২১ এপ্রিল কাতারের রাজধানী দোহায় যান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীরা। দেশের ইতিহাসে প্রথমবারের মত চার নারী ক্রীড়াবিদ সরকারপ্রধানের সফরসঙ্গী হন।
গত ২২ এপ্রিল আর্থনা সম্মেলনে বক্তৃতা দেওয়ার পাশাপাশি তিনি ব্যস্ত সময় পার করছেন। সম্মেলনের ফাঁকে তিনি বেশ কয়েকটি বৈঠক করেছেন।
কাতারের আমিরের মা ও কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন শেখ মোজা বিনতে নাসেরের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা।
এছাড়া, কাতার ফান্ড ফর ডেভেলপমেন্টের চেয়ারপারসন শেখ থানি বিন হামাদ বিন খলিফা আল-থানি, কাতার চ্যারিটির আন্তর্জাতিক অপারেশনস সেক্টরের সহকারী প্রধান নির্বাহী কর্মকর্তা নওয়াফ আবদুল্লাহ আল হাম্মাদি ও কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবির সঙ্গেও বৈঠক করেন মুহাম্মদ ইউনূস।
তথ্যসূত্র: বাসস
ঢাকা/ইভা