বাংলাদেশে নতুন ঘরানার ট্যাবলেট ‘ওয়ালপ্যাড নাইনজি’ মডেল উন্মোচন করেছে দেশের প্রযুক্তি ব্র্যান্ড ওয়ালটন। সময়োপযোগী ফিচারে সাজানো ট্যাব স্পেসিফিকেশন, ডিজাইন ও সাশ্রয়ী দামের সমন্বয়ে এটি নির্মিত। এটি বিনোদন, গেমিং, দাপ্তরিক, অনলাইন মিটিং বা ক্লাস ছাড়াও প্রয়োজনে সব কাজের সুবিধা দেবে বলে প্রতিষ্ঠানটি জানায়।
অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে পরিচালিত এ ট্যাবে রয়েছে হেলিও জি-৯৯ অক্টাকোর প্রসেসর, যার ক্লক স্পিড ২.
চার জিবি এলপিডিডিআর-ফোর র্যাম। ১২৮ জিবি ইউএফএস ২.১ স্টোরেজ, যা টিএফ কার্ডের মাধ্যমে ৫১২ জিবিতে নেওয়া সম্ভব। মালি-জি৫৭ জিপিইউ গেমিং ও মাল্টিমিডিয়া ব্যবহারে গ্রাফিকস পারফরম্যান্স সুবিধা দেবে।
জানা গেছে, ভিডিও রেকর্ডিং, ছবি তোলা, ভিডিও কল বা অনলাইন মিটিং ও ক্লাস ইত্যাদির জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেল
ও ৫ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল, ডুয়াল স্পিকার, যা ভিডিও কনফারেন্স বা সেলফির জন্য প্রযোজ্য। ব্যাটারি সক্ষমতা ৫১০০ মিলিঅ্যাম্পিয়ার, ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং ও টাইপ-সি ইউএসবি পোর্ট সুবিধা।
কানেক্টিভিটি ও নেটওয়ার্কের দিক থেকেও ওয়ালপ্যাড নাইনজি ডিজাইন করা। মডেলে রয়েছে টুজি, থ্রিজি ও ফোরজি সংযোগ সুবিধা, ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.২ সংস্করণ
ও হাইব্রিড সিম স্লট। রয়েছে জিপিএস,
জি-সেন্সর, লাইট সেন্সর, হল সেন্সর ও কম্পাসের মতো প্রয়োজনীয় সেন্সর সুবিধা।
ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, সব সময় গ্রাহকের চাহিদা পূরণে পণ্য ডিজাইনের পরিকল্পনা চূড়ান্ত করা হয়। উদ্ভাবিত ট্যাবের কনফিগারেশন এমনভাবে করা, যা গ্রাহকের চাহিদা পূরণ করবে। আধুনিক জীবনাচরণে ট্যাবটি সময়ের চাহিদা পূরণ করবে। ডিভাইসের অবয়ব রং গ্রে। থাকবে
বিক্রয়োত্তর সেবা।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
শাহজালাল বিশ্ববিদ্যালয়: নিষেধাজ্ঞা অমান্য করে কর্মসূচি, ছাত্রদলের সভাপতি-সম্পাদককে নোটিশ
নিষেধাজ্ঞা অমান্য করে দলীয় ব্যানারে কর্মসূচি পালন করায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রোববার ওই চিঠি দেওয়া হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাঁদের জবাব দিতে বলা হয়েছে।
গত বৃহস্পতিবার প্রক্টর মোখলেসুর রহমান স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাবিপ্রবি শাখা ৮ এপ্রিল ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে শাবিপ্রবি ক্যাম্পাসে একটি মানববন্ধন করে, যা প্রশংসনীয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং ২১ এপ্রিল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ব্যানারে মানববন্ধন ও র্যালি করেন, যা কিনা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকায় একটি শৃঙ্খলাভঙ্গের অপরাধ করেছেন এবং অপরাপর ছাত্রসংগঠনগুলোর ওপর এর বিরূপ প্রভাব পড়েছে। তাই আপনাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রক্টর বরাবর লিখিতভাবে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হলো।’
গত ১৪ মার্চ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সভাপতি হিসেবে সফটওয়্যার প্রকৌশল বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাহাত জামান ও সাধারণ সম্পাদক হিসেবে পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের নাঈম সরকার মনোনীত হন।
গত বছরের ৬ নভেম্বর ক্যাম্পাসে দলীয় ব্যানারে রাজনৈতিক কার্যক্রমে আপাতত নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে এ নিষেধাজ্ঞা অমান্য করে শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ক্যাম্পাসে দলীয় ব্যানারে কর্মসূচি করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান প্রথম আলোকে বলেন, 'যে দুইটা বিষয়ে কর্মসূচি করেছি, সেগুলো জাতীয় ইস্যু। আমরা সাধারণ শিক্ষার্থীর ব্যানারে লুকিয়ে স্বার্থ হাসিল করতে চাইনি। আমরা সাধারণ শিক্ষার্থীদের কাউকে জোর করিনি। এতে বিশ্ববিদ্যালয়ের নিষেধাজ্ঞা যদি অমান্য হয়ে থাকে, আমরা তিনদিনের মধ্যে শোকজের জবাব দেব।'
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোখলেসুর রহমান প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তকে উপেক্ষা করে শৃঙ্খলাভঙ্গের কাজ অপরাধ হিসেবে বিবেচিত। আইন অমান্য করে কর্মসূচির কারণে ছাত্রদলের নেতাদের শোকজ করা হয়েছে। লিখিতভাবে তাঁদের জবাব পেলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।