কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (এসআরএফটিআই) পড়ছেন ঢাকার তরুণ চিত্রসম্পাদক মাহমুদ আবু নাসের, যিনি হারু নামে পরিচিত। সহপাঠীদের চলচ্চিত্র ‘আ ডল মেইড আপ অফ ক্লে’ সম্পাদনা করেছেন হারু।
এসআরএফটিআইয়ের শিক্ষার্থীদের চলচ্চিত্রটি ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের ‘লা সিনেফ’ প্রোগ্রামে নির্বাচিত হয়েছে।

হারু আজ রোববার প্রথম আলোকে জানান, সাড়ে তিন বছর ধরে তিনি এসআরএফটিআইয়ে ‘ফিল্ম এডিটিং’ নিয়ে পড়ছেন। ছবিটির প্রযোজক থেকে নির্মাতা প্রত্যেকেই এসআরএফটিআইয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী।

‘আ ডল মেইড আপ অফ ক্লে’ সিনেমার দৃশ্য.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কানের ‘লা সিনেফ’ প্রোগ্রামে হারুর সম্পাদিত সিনেমা

কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (এসআরএফটিআই) পড়ছেন ঢাকার তরুণ চিত্রসম্পাদক মাহমুদ আবু নাসের, যিনি হারু নামে পরিচিত। সহপাঠীদের চলচ্চিত্র ‘আ ডল মেইড আপ অফ ক্লে’ সম্পাদনা করেছেন হারু।
এসআরএফটিআইয়ের শিক্ষার্থীদের চলচ্চিত্রটি ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের ‘লা সিনেফ’ প্রোগ্রামে নির্বাচিত হয়েছে।

হারু আজ রোববার প্রথম আলোকে জানান, সাড়ে তিন বছর ধরে তিনি এসআরএফটিআইয়ে ‘ফিল্ম এডিটিং’ নিয়ে পড়ছেন। ছবিটির প্রযোজক থেকে নির্মাতা প্রত্যেকেই এসআরএফটিআইয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী।

‘আ ডল মেইড আপ অফ ক্লে’ সিনেমার দৃশ্য

সম্পর্কিত নিবন্ধ