নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কপোলাকে আজীবন সম্মাননা দিয়েছে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট (এএফআই)। গত শনিবার রাতে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে কপোলার হাতে ৫০তম এএফআই আজীবন সম্মাননা পুরস্কার তুলে দেন নির্মাতা জর্জ লুকাস ও স্টিভেন স্পিলবার্গ।
অনুষ্ঠানে কপোলাকে প্রশংসায় ভাসান স্পিলবার্গ। ‘দ্য গডফাদার’ নির্মাতাকে ‘সাহসী’ উল্লেখ করেন স্পিলবার্গ। ১৯৬৭ সালে দুই নির্মাতার প্রথম দেখা। কপোলাকে নির্মাতাদের প্রেরণা উল্লেখ করে স্পিলবার্গ এদিন বলেন, ‘স্বাধীন ঘরানার শিল্পীদের জন্য আপনি একজন যোদ্ধা। নিজের কাজে সব সময়ই সেরা। তবে কেবল নিজের কাজ নয়, নতুন নতুন আইডিয়া, দর্শন তুলে ধরে অন্যদের অনুপ্রাণিত করেন।’

অন্য নির্মাতাদের সঙ্গে কপোলার ‘অ্যাপোক্যালিপস নাউ’ দেখেছিলেন স্পিলবার্গ। সিনেমার প্রাথমিক কাটটির দৈর্ঘ্য ছিল পাঁচ ঘণ্টা। সেই স্মৃতি মনে করে স্পিলবার্গ বলেন, ‘যখন সিনেমাটির সম্পাদনা চলে, আপনি আমাদের সেটা দেখার সুযোগ করে দিয়েছিলেন। দেখে খোলাখুলি নিজের মত জানাতে বলেছিলেন। তখন সিনেমাটি দেখতে দেখতে অনেক কিছু শিখেছিলাম, আপনার সুপারপাওয়ার সম্পর্কে ধারণা হয়েছিল।’

কপোলার দ্য গডফাদার সম্পর্কে স্পিলবার্গ বলেন, ‘আমার কাছে “দ্য গডফাদার” সর্বকালের সেরা আমেরিকান সিনেমা। আমরা যখন ছোট থাকি, তখন মা-বাবাকে গর্বিত করতে চাই, পরে বন্ধুদের, এখন সমবয়সীদের।

নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কপোলাকে আজীবন সম্মাননা দিয়েছে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট (এএফআই)। রয়টার্স.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ য গডফ দ র আম র ক

এছাড়াও পড়ুন:

‘দ্য গডফাদার’ নির্মাতা আজীবন সম্মাননা পেলেন

নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কপোলাকে আজীবন সম্মাননা দিয়েছে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট (এএফআই)। গত শনিবার রাতে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে কপোলার হাতে ৫০তম এএফআই আজীবন সম্মাননা পুরস্কার তুলে দেন নির্মাতা জর্জ লুকাস ও স্টিভেন স্পিলবার্গ।
অনুষ্ঠানে কপোলাকে প্রশংসায় ভাসান স্পিলবার্গ। ‘দ্য গডফাদার’ নির্মাতাকে ‘সাহসী’ উল্লেখ করেন স্পিলবার্গ। ১৯৬৭ সালে দুই নির্মাতার প্রথম দেখা। কপোলাকে নির্মাতাদের প্রেরণা উল্লেখ করে স্পিলবার্গ এদিন বলেন, ‘স্বাধীন ঘরানার শিল্পীদের জন্য আপনি একজন যোদ্ধা। নিজের কাজে সব সময়ই সেরা। তবে কেবল নিজের কাজ নয়, নতুন নতুন আইডিয়া, দর্শন তুলে ধরে অন্যদের অনুপ্রাণিত করেন।’

অন্য নির্মাতাদের সঙ্গে কপোলার ‘অ্যাপোক্যালিপস নাউ’ দেখেছিলেন স্পিলবার্গ। সিনেমার প্রাথমিক কাটটির দৈর্ঘ্য ছিল পাঁচ ঘণ্টা। সেই স্মৃতি মনে করে স্পিলবার্গ বলেন, ‘যখন সিনেমাটির সম্পাদনা চলে, আপনি আমাদের সেটা দেখার সুযোগ করে দিয়েছিলেন। দেখে খোলাখুলি নিজের মত জানাতে বলেছিলেন। তখন সিনেমাটি দেখতে দেখতে অনেক কিছু শিখেছিলাম, আপনার সুপারপাওয়ার সম্পর্কে ধারণা হয়েছিল।’

কপোলার দ্য গডফাদার সম্পর্কে স্পিলবার্গ বলেন, ‘আমার কাছে “দ্য গডফাদার” সর্বকালের সেরা আমেরিকান সিনেমা। আমরা যখন ছোট থাকি, তখন মা-বাবাকে গর্বিত করতে চাই, পরে বন্ধুদের, এখন সমবয়সীদের।

নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কপোলাকে আজীবন সম্মাননা দিয়েছে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট (এএফআই)। রয়টার্স

সম্পর্কিত নিবন্ধ