অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হককে ‘সুপার স্টার মুসলিম জাতীয়তাবাদী’ বলে ঘোষণা করেছে বিপ্লবী ছাত্র পরিষদ।

রবিবার (২৭ এপ্রিল) ফজলুল হকের ৬৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদে বিপ্লবী ছাত্র পরিষদ আয়োজিত দোয়া মাহফিলে এ ঘোষণা দেন সংগঠনটির নেতারা। দোয়া পরিচালনা করেন ঢাবি কেন্দ্রীয় মসজিদে সিনিয়র ইমাম ও খতিব ড.

সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন।

দোয়া শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় দেশ ও মানুষের জন্য শেরে বাংলা এ কে ফজলুল হকের অবদানের কথা তুলে ধরা হয়।

আরো পড়ুন:

ঢাবিতে পরীক্ষা ছাড়াই শূন্যপদে নিয়োগের অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত

‘শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়াচ্ছে না অন্তর্বর্তী সরকার’

এ সময় বলা হয়, মহান মুসলিম জাতীয়তাবাদী নেতা শেরে বাংলা এ কে ফজলুল হক উপমহাদেশের একজন প্রজ্ঞাবান ও বিচক্ষণ রাজনীতিক ছিলেন। তিনি জমিদারী প্রথা উচ্ছেদ ও মহাজনী আইন পাশ এবং ঋণশালিশী বোর্ড গঠন করে মহাজনদের শোষণ থেকে বাংলার মুসলিম ও নিম্নবর্ণের হিন্দু কৃষকদের মুক্ত করেছিলেন। অবিভক্ত বাংলার মূখ্যমন্ত্রী হিসেবে তিনি গোটা বাংলায় শিক্ষা বিস্তারে অসামান্য ভূমিকা পালন করেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য নিয়ামক ভূমিকা পালন করেছিলেন।

ফজলুল হক জমিদারী প্রথা উচ্ছেদ করে ও ঐতিহাসিক লাহোর প্রস্তাবের মাধ্যমে পাকিস্তান প্রতিষ্ঠা করে উপমহাদেশের মুসলমানদের স্বাধীনতা ও মুক্তি নিশ্চিত করে গেছিলেন। তার অনন্য অবদানের কারণে আজ উপমহাদেশে বাংলাদেশ ও পাকিস্তান নামে দুটি মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। কারণ তিনি একজন সুপার স্টার মুসলিম জাতীয়তাবাদী নেতা।

দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব গালীব ইহসান, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ, সহকারী সদস্য সচিব ফারজায়ান আহসান কৃতিত্ব, বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম, ঢাকা মাদ্রাসা-ই আলিয়া শাখার সদস্য সচিব মো. জিনাত হোসেন, সহকারী সদস্য সচিব মো. শরীফুদ্দীন, মো. জোবায়ের প্রমুখ।

ঢাকা/সৌরভ/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

‘চার্মিং’ থাকার উপায় জানালেন জয়া আহসান

‘চার্মিং’ মনোমুগ্ধকর বা আকর্ষণীয় ব্যক্তিত্বকে শিল্পের সঙ্গে তুলনা করা হয়। কেউ কেউ একটি ঘরে প্রবেশের সাথে সাথেই অন্যদের মুগ্ধ করেন, আবার কেউ কেউ সময়ের সাথে সাথে মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে নেন। যদিও প্রত্যেকেই ভিন্ন ভিন্ন প্রাকৃতিক আকর্ষণ নিয়ে জন্মগ্রহণ করেন। তারপরেও ব্যক্তিজীবনে কিছু কিছু অভ্যাস অনুশীলনের মাধ্যমে ‘আকর্ষণীয় ব্যক্তিত্ব’ অর্জন করা যায়।

সেক্ষেত্রে দুইটি বিষয়কে গুরুত্ব দেওয়া জরুরি, মনোভাব এবং শারীরিক ভাষা। বাংলাদেশের অন্যতম ‘চার্মিং’ বা আকর্ষণীয় ব্যক্তিত্ব বিবেচনা করা হয় গুণী অভিনেত্রী জয়া আহসানকে। 

জয়া আহসান এক সাক্ষাৎকারে তার ‘চার্মিং’ থাকার তিনটি কারণ উল্লেখ করেন। তিনি বলেন, ‘‘যেকোন মানুষ হাসিখুশি থাকলে তাকে ‘চার্মিং’ দেখায়। আমি হাসিখুশি থাকার চেষ্টা করি এবং পজেটিভ থিংকিং করি; এইটুকুই। আর অবশ্যই একটি লাইফস্টাইল মেনে চলি। আমি বলবো যে, একজন মানুষের লাইফস্টাইল, এবং পজেটিভ থিংকিং তাকে ‘চার্মিং’ করে তুলতে পারে।’’

আরো পড়ুন:

ঠান্ডা একটা গান গাওয়ার ইচ্ছা ছিল জেফারের

বর্তমান নাকি ভবিষ্যৎকে বেশি গুরুত্ব দেবেন?

‘চার্মিং’ ধারণাটি শুধুমাত্র চেহারা বা সৌন্দর্যের মধ্যে সীমাবদ্ধ নয়। আপনি একজন মানুষের সঙ্গে কীভাবে কথা বলছেন, সেই ধরণও বলে দেবে আপনার ব্যক্তিত্ব কেমন।

উইকিহাউ এর প্রতিবেদন ‘চার্মিং’ ব্যক্তিত্বের অধিকারী হওয়ার বেশ কয়েকটি উপায় জানিয়ে দেওয়া হয়েছে। যেমন— কারও সঙ্গে কথা বলার সময় তার চোখের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করুন। চোখে যেন হাসি থাকে, সেদিকটা আয়ত্ব করার চেষ্টা করতে হবে। যার সঙ্গে কথা বলবেন তার আগ্রহের উপর ভিত্তি করে প্রশ্ন জিজ্ঞাসা করতে শিখুন এবং ভদ্র থাকুন। আপনি যার সাথে কথা বলছেন তার কখনই মনে করা উচিত নয় যে আপনি কথোপকথনটি ছোট করার চেষ্টা করছেন। মানুষের নাম মনে রাখার চেষ্টা করুন। মানুষের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার মিশেলে সম্পর্ক গড়ে তুলুন। 

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ

  • দাউদ হায়দার: কবির দেশ ছাড়ার কষ্ট
  • ছিনতাইকারী টান দেয় ভ্যানিটি ব্যাগ, নারীকে টেনেহিঁচড়ে নিয়ে যায় প্রাইভেটকার
  • নারীকে গাড়ির সঙ্গে টেনে নিয়ে যায় ছিনতাইকারীরা
  • চলন্ত প্রাইভেটকারে ছিনতাইকারী এসে ছোঁ মেরে টান দিল ব্যাগ, টেনে নিয়ে গেল নারীকে
  • বঙ্গীয় সংস্কৃতি বিদেশে, বাঙালি একাত্ম
  • শিশুর জন্য গ্রোথ হরমোন কেন, কখন
  • পুলিশের সুধীসমাবেশে বীর মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা
  • শ্রমজীবী নারী সংখ্যাগরিষ্ঠ হলেও অবহেলিত
  • ‘চার্মিং’ থাকার উপায় জানালেন জয়া আহসান