নারায়ণগঞ্জ মেকানিক ওয়ার্কশপ ইউনিয়ন’র দোয়া অনুষ্ঠিত
Published: 27th, April 2025 GMT
নারায়ণগঞ্জ মেকানিক ওয়ার্কশপ ইউনিয়ন এর শহর উপ কমিটির কার্যকরী সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন এর রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ এপ্রিল) বিকেলে নগরীর বাসস্ট্যান্ড এলাকায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবদল নেতা ও সংগঠনের প্রধান উপদেষ্টা একেএম মাজহারুল ইসলাম জোসেফ।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে মাজহারুল ইসলাম জোসেফ বলেন, বিগত সময় গুলোতে আমরা যখন মাঠে ময়দানে ছিলাম।আমরা এই সময়ের মুক্তিযুদ্ধা। ৫ তারিখের পরে কে আসলো কে গেলো সেটার ভাবার সময় আমাদের নেই। আমরা আপনারা সংগঠনকে কি ভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব সেই চিন্তাদ্বারা রাখতে হবে।
মাঠের কর্মীদের দিয়ে জাতীয়তাবাদী দল আরোও বেশি শক্তিশালী হয়েছে। যেখানে ভাইরাস থাকে সেই খানে এন্টিভাইরাস দিতে হয়। যদি কোন বাধা আসে তাহলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। দলকে আমাদেরই সুরক্ষিত রাখতে হবে।
পাশাপাশি জাতীয় পার্টির দোসর যারা আছে তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। কারন পূণরায় তারা আগের রূপে ফিরে আসতে পারে তাই সেই দিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
পরে সংক্ষিপ্ত বক্তব্য শেষে নারায়ণগঞ্জ মেকানিক ওয়ার্কশপ ইউনিয়ন শহর উপ কমিটির সমাজ কল্যাণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেনের রুহের মাগফেরাত কামনা করে এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ ওয়ার্কসপ ইউনিয়ন শহর উপ কমিটির সভাপতি আলমগীর হোসেন এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর শ্রমিক দলের যুগ্ন আহবায়ক বিল্লাল হোসেন, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মানিক, মেকানিক শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, মোটর মেকানিক ইউনিয়ন জেলা সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক লিটন, সাংগঠনিক সম্পাদক সোহাগ সহ শ্রমিক নেতা আনোয়ার, মুন্না, আলমগীর, সবুজ, কুদ্দুস, জসিম, সোহাগ, দেলোয়ার ও সোহেল সহ অসংখ্য নেতৃবৃন্দ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে শহরে এনসিপির বিক্ষোভ মিছিল
জুলাই আন্দোলনে গণহত্যাকারী আওয়ামীলীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (২৬ এপ্রিল) বিকালে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলের পূর্বে এনসিপির যুগ্ম-সদস্য সচিব ও শৃঙ্খলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিন বলেন, দুই হাজার ছাত্র-জনতার জীবন এবং ৩০-৩৫ হাজার আহতদের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।
আমরা আশা করেছিলাম, এই বাংলাদেশে ফ্যাসিস্টের বিচার হবে। আর কখনও ফ্যাসিস্টের আস্ফালন দেখবো না। কিন্তু আমরা অত্যন্ত দু:খের সঙ্গে লক্ষ্য করছি, জুলাই বিপ্লবের ৮ মাস পার হয়ে গেলেও এখন পর্যন্ত আওয়ামী ফ্যাসিস্টদের বিচারের তেমন কোন দৃশ্যমান কার্যক্রম এখন পর্যন্ত দেখি নাই।
তিনি আরও বলেন, আমরা দেখেছি এই নারায়ণগঞ্জেই আওয়ামীলীগকে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে। নানাভাবে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের দোসরদের বসানোর চেষ্টা করা হচ্ছে।
এই নারায়ণগঞ্জে যারা ওসমান পরিবারের হয়ে ব্যবসায়িক রাজনীতি করেছেন, ব্যবসা বাণিজ্য করে যারা ওসমান পরিবারের আশ্রয়ে ছিলেন। তারা এখন বিপ্লবের পরে অনেক বড় বিপ্লবী হয়ে গেছেন।
বিভিন্ন ব্যাবসায়িক প্রতিষ্ঠানে তারা আবার ওসমান পরিবার ও তাদের দোসরদের প্রতিষ্ঠিত করছেন। আমরা এই ধরনের নারায়ণগঞ্জ দেখতে চাই না।
এ সময় আরও বক্তব্য রাখেন দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী, যুগ্ম-মুখ্য সমন্বয়ক তুহিন মাহমুদ, কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু, নারায়ণগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নীরব রায়হান, সদস্য সচিব জাভেদ আলম প্রমুখ।