‘৯০ দিনের মধ্যে আছিয়া-লামিয়ার হত্যাকারীদের মৃত্যুদণ্ড দিতে হবে’
Published: 27th, April 2025 GMT
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সরাজিস আলম বলেছেন, “কয়েক দিন আগে আমাদের বোন আছিয়াকে হারিয়েছি, আজ লামিয়াকে হারালাম। অন্তবর্তী সরকারের কাছে আমাদের চাওয়া, আছিয়া ও লামিয়া যাদের কারণে মৃত্যুবরণ করেছে তাদের মৃত্যুদণ্ড আগামী ৯০ দিনের মধ্যে দিতে হবে।”
তিনি আরো বলেন, “এই মৃত্যুদণ্ড প্রকাশ্যে না হলেও সেই মৃত্যুদণ্ডের চিত্র পৃথিবীর সামনে আসা দরকার। এই চিত্র প্রকাশ্যে এলে আর কোন নরপিচাশ এক ন্যাক্কারজনক কর্মকাণ্ডে ঘটাতে সাহস করবে না।”
রবিবার (২৭ এপ্রিল) রাত সাড়ে সাতটায় ঢাকায় পুলিশের গুলিতে নিহত পটুয়াখালীর দুমকি উপজেলার শহীদ জসিম উদ্দিনের কন্যা লামিয়ার জানাজা নামাজের আগে তিনি এসব কথা বলেন। এসময় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।
গত ১৮ মার্চ পটুয়াখালী দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে শহীদ জসিম উদ্দিনের কন্যা লামিয়া সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার পর নিজেই থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ দুই জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।
পিতার মৃত্যু এবং ধর্ষণের ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত লামিয়া শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকার ৬ নম্বর রোডের একটি ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। লামিয়ার পরিবারকে সান্তনা দিতে সারজিস শহীদ জসিমউদদীনের গ্রামের বাড়িতে আসেন।
ঢাকা/ইমরান/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
অর্থনীতি পড়তে গিয়ে সিনেমার নেশা পেয়ে বসে...
অর্থনীতি পড়তে ভারতের পুনেতে গিয়েছিলেন অমিতাভ রেজা। ক্লাসরুমে মন বসেনি। বরং সময় পেলেই চলচ্চিত্র বিভাগের বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে আর সিনেমা দেখে সময় কাটাতেন। এভাবেই সিনেমার নেশা পেয়ে বসে। প্রচুর সিনেমা দেখে তাঁর মধ্যে নির্মাতা হওয়ার স্বপ্ন জাগে। সিনেমার পোকা মাথায় নিয়ে দেশে ফিরে নির্মাণে জড়িয়ে পড়েন অমিতাভ রেজা। ২০০০ সালে নির্মাণ করেন প্রথম টেলিভিশন ফিকশন। এর পর থেকেই শুরু। গত ২৫ বছরে এ নির্মাতার হাত দিয়ে দর্শক পেয়েছেন অসংখ্য বিজ্ঞাপনচিত্র, টেলিভিশন নাটক ও সিনেমা।
মাছরাঙা প্রোডাকশনের প্রযোজনায় অমিতাভের প্রথম টেলিভিশন ফিকশন ‘হাওয়াঘর’। পুত্রশোকে স্তব্ধ এক নারীর অতীতযাত্রার গল্প। অমিতাভ রেজার রচনায়, আকরাম খান ও অমিতাভ রেজা চৌধুরীর চিত্রনাট্য ও পরিচালনায় এটি নির্মিত হয়। ২৫ বছর আগের স্মৃতি মনে করে নস্টালজিক হয়ে ওঠেন অমিতাভ, ‘কত আগের স্মৃতি, প্রথমবার নির্মাতা হিসেবে ক্যামেরার পেছনে দাঁড়ানো। সামান্য বাজেট। মানুষ এখনো যে নাটকটির কথা স্মরণ করেন, মনে হলেই আপ্লুত হই। সেই সময়ের বেটা ক্যামেরায় এই টিভি ফিকশনটির চিত্রগ্রহণ করেছিলেন অপু রোজারিও, সম্পাদনায় ছিলেন সামির আহমেদ, শব্দ করেছিলেন রতন পাল, শিল্প নির্দেশনায় ছিলেন ইন্দ্রনীল চট্টোপাধ্যায়, পোশাক পরিকল্পনায় আফসানা মিমি আর সংগীত পরিচালনায় সায়ান চৌধুরী অর্ণব। কাজটির কথা মনে হলেই স্মৃতিকাতর হয়ে যাই।’
অমিতাভ রেজা চৌধুরী