অশুভ শক্তি যেন বাংলাদেশ বিনির্মাণে বাধা সৃষ্টি করতে না পারে: ড. কামাল
Published: 27th, April 2025 GMT
সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার জন্য সকল রাজনৈতিক দল ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন গণফোরামের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, ‘আমি আশা করি বর্তমান পরিস্থিতিতে ছাত্র-জনতার যে ঐক্য গড়ে উঠেছে, তাতে দেশ গড়ার কাজে নতুন দিগন্ত তৈরি হবে।’
সোমবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে তার ৮৮তম জন্ম উৎসবে দেওয়া শুভেচ্ছা বক্তব্যে ড.
এতে ড. কামাল বলেন, ‘বিগত সময় দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দলীয়করণের ফলে প্রায় অকার্যকর হয়ে পড়েছিল। এসব প্রতিষ্ঠান সংস্কার করতে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে ড. ইউনূসের নেতৃত্বে প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকারকে সার্বিক সহযোগিতা করা সব রাজনৈতিক দল ও জনগণের নৈতিক দায়িত্ব। যাতে যথাসময়ে অভীষ্ঠ লক্ষ্য ও কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র উত্তরণের পথ সুগম হয়।
দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুসংহত করতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সবাইকে নিয়ে গণতন্ত্র সুসহংত করতে পাশে থাকবো। নতুন প্রজন্মের প্রতি বিশ্বাস ও আস্থা রাখতে হবে। কারণ তারাই শত বাধা ও বিপত্তির মুখেও টলেনি। আমাদের বিশ্বাস- আগামী দিনে আমরা সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিতে পারবো। দেশে স্থায়ী গণতন্ত্রও প্রতিষ্ঠা করবো।
ড. কামাল বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার মূল লক্ষ্য ছিল গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার প্রতিষ্ঠা এবং শোষণমুক্ত সমাজ গড়ে তোলা। কিন্তু ৫৪ বছরে তা অর্জনে আমরা ব্যর্থ হয়েছি।
জুলাই-আগষ্ট গণআন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা ও আহতদের সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘২৪ এর ছাত্র-জনতার গণআন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার এক নতুন সুযোগ তৈরি হয়েছে। দেশের জনগণ স্বপ্ন দেখছে স্বাধীন ও বৈষম্যমুক্ত এক নতুন বাংলাদেশের। কোনো অশুভ শক্তি বা ষড়যন্ত্র যেন এই রক্তস্নাত বিজয় ও মহান মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে বাধা সৃষ্টি করতে না পারে, এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
শুভেচ্ছা বক্তব্যে বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেন, ড. কামাল যতদিন বেঁচে থাকবেন, ততদিন তিনি গণতন্ত্রের বাতিঘর হিসেবে আমাদের আলোর পথ দেখাবেন- এটাই তার জন্মদিনে আমাদের প্রত্যাশা। দ্রুততম সময়ে প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশটা নির্বাচন এবং রাজনৈতিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে না গেলে দেশ ও গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে।
বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, সংবিধান সংশোধন হতে পারে। কিন্তু মুক্তিযুদ্ধে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত সংবিধানকে কবরে পাঠানোর চক্রান্তকে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবো। সংবিধান প্রণেতা ড. কামালের জন্মদিনে এটাই হোক আমাদের প্রতিজ্ঞা।
গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট এসএম আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গণফোরামের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ডা. আবু ইউসুফ সেলিম, রাষ্ট্রবিজ্ঞানী ড. আব্দুল লতিফ মাসুম, গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক প্রমুখ।
উৎস: Samakal
কীওয়ার্ড: গণফ র ম র গণতন ত র আম দ র
এছাড়াও পড়ুন:
আমরা জুলুম করে রাজনীতি করতে চাই না : নাহিদ ইসলামের বাবা
“আমরা জুলুম করে রাজনীতি করতে চাই না, জনগণ আমাদের কাজ দেখে ভালোবেসে ভোট দিলে আমরা ক্ষমতায় যাব।” বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম জামির।
শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় নড়াইল জেলা শিল্পকলা একাডেমির হল রুমে নতুন দল এনসিপির প্রথম পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বদরুল ইসলাম জামির বলেন, “আন্দোলনের পরে দেখলাম এক ফ্যাসিস্ট সরকারকে তাড়ানোর পর আরেক ফ্যাসিস্ট সরকার মাথা চাড়া দিচ্ছে। এ জন্যই তরুণদের নেতৃত্বে এই নতুন রাজনৈতিক দলের প্রকাশ। আন্দোলনের সময় আমাদের একটা স্লোগান ছিল ‘ক্ষমতা না জনতা - জনতা জনতা’। আমরা ক্ষমতার জন্য দল করিনি, দেশ ও জনগণের সেবার জন্য দল করে জনতার কাতারেই থাকতে চাই। আমাদের দেশে তো নির্বাচন হয় না। নির্বাচনেতো ভোটের প্রতিফলন হয়নি। আর নির্বাচন যখন হয়, তখন দেশের জনগণ কিন্তু মার্কা দেখে ভোট দেয়। জনগণকে অনুরোধ করবো মার্কা দেখে নয়, দলের কাজ দেখে যেন ভোট দেন।”
এনসিপি নড়াইল জেলা শাখার আহবায়ক শরিফুল ইসলামের সভাপতিত্বে পরিচিতি সভায় আরও বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম-আহবায়ক তানজিল আহমেদ, কমিটি উপদেষ্টা নোমান আহমেদ, জেলা নাগরিক পার্টির সদস্য সচিব পাঁচগ্রাম ইউপি চেয়ারম্যান এস এম সাইফুজ্জামান, নলদী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইলের আহবায়ক আব্দুর রহমান মেহেদী।
চলতি বছরের ২৮ ফেরুয়ারি নতুন দল গঠনের পর নড়াইলে প্রথম জাতীয় নাগরিক পার্টির (এসসিপি) আনুষ্ঠানিক কোনো সভা অনুষ্ঠিত হলো।
পরে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করে।
ঢাকা/শরিফুল/টিপু