বন্দর থানা (জেলা) জাসাস’র পূর্ণাঙ্গ কমিটি গঠন
Published: 27th, April 2025 GMT
নারায়ণগঞ্জের বন্দর থানায় জাসাসকে আরো শক্তিশালী ও গতিশীল করার লক্ষে এড. মতিউর রহমান মতিনকে সভাপতি এবং মো. শফিকুল ইসলাম স্বপনকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক বিএনপি নেতা আনিসুল ইসলাম সানির উপস্থিতিতে নারায়ণগঞ্জ জেলা জাসাস এর সভাপতি সিরাজুর ইসলাম সিরাজ ও সাধারণ সম্পাদক মো.
কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি মো. ফরিদ হোসেন, মো. মোশারফ হোসেন খান, কাইউম আহম্মেদ, মো. রেজাউল করিম, মো. নবী উল্লাহ্, বাবুল মিয়া, নুর আলম, মো. উজ্জল হোসেন, মো. আলতাব, আলী হোসেন, মঞ্জুর হোসেন, মো. জিয়াবল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী, মো. সোহেল, ওয়াজেদ আলী, মো. রোস্তম আলী, মো. মনির হোসেন, সহ-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, মো. শরীফ সরকার, মো. জাহিদুল ইসলাম হাসান, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক (মিলন), সহ-সাংগঠনিক মাছুমা আক্তার, অর্থ বিষয়ক সম্পাদক মো. আক্তার হোসেন, দপ্তর সম্পাদক মো. মোস্তফা মিয়া, প্রচার সম্পাদক মো. কাওসার মুবিন, সংগিত বিষয়ক সম্পাদক মো. মনিরুল ইসলাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নাজমুল হুদা, সাহিত্য বিষয়ক সম্পাদক মো. মজিদ মিয়া, আইন বিষয়ক সম্পাদক নাইমুর রহমান, তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. হানিফ মিয়া, ক্রিয়া ও শিশু বিষয়ক সম্পাদক মো. ফরিদ, গণ শিক্ষা বিষয়ক সম্পাদক মো. হযরত আলী, মহিলা বিষয়ক সম্পাদক হামিদা আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক মো. রিয়াদ, সদস্য- মো. মিহাদ, মোহাম্মদ রকি, তাসলিমা বেগম, কামাল হোসেন, মো. কবির হোসেন, শিল্পী আক্তার, মো. ইমন, মো. হোসেন, মো. লিটন মিয়া, মো. ডালিম, রাজু মিয়া, জাহাঙ্গীর মিয়া, মো. মনির হোসেন, মো. পলাশ, রত্না আক্তার।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ ল ইসল ম
এছাড়াও পড়ুন:
আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে শহরে এনসিপির বিক্ষোভ মিছিল
জুলাই আন্দোলনে গণহত্যাকারী আওয়ামীলীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (২৬ এপ্রিল) বিকালে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলের পূর্বে এনসিপির যুগ্ম-সদস্য সচিব ও শৃঙ্খলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিন বলেন, দুই হাজার ছাত্র-জনতার জীবন এবং ৩০-৩৫ হাজার আহতদের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।
আমরা আশা করেছিলাম, এই বাংলাদেশে ফ্যাসিস্টের বিচার হবে। আর কখনও ফ্যাসিস্টের আস্ফালন দেখবো না। কিন্তু আমরা অত্যন্ত দু:খের সঙ্গে লক্ষ্য করছি, জুলাই বিপ্লবের ৮ মাস পার হয়ে গেলেও এখন পর্যন্ত আওয়ামী ফ্যাসিস্টদের বিচারের তেমন কোন দৃশ্যমান কার্যক্রম এখন পর্যন্ত দেখি নাই।
তিনি আরও বলেন, আমরা দেখেছি এই নারায়ণগঞ্জেই আওয়ামীলীগকে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে। নানাভাবে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের দোসরদের বসানোর চেষ্টা করা হচ্ছে।
এই নারায়ণগঞ্জে যারা ওসমান পরিবারের হয়ে ব্যবসায়িক রাজনীতি করেছেন, ব্যবসা বাণিজ্য করে যারা ওসমান পরিবারের আশ্রয়ে ছিলেন। তারা এখন বিপ্লবের পরে অনেক বড় বিপ্লবী হয়ে গেছেন।
বিভিন্ন ব্যাবসায়িক প্রতিষ্ঠানে তারা আবার ওসমান পরিবার ও তাদের দোসরদের প্রতিষ্ঠিত করছেন। আমরা এই ধরনের নারায়ণগঞ্জ দেখতে চাই না।
এ সময় আরও বক্তব্য রাখেন দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী, যুগ্ম-মুখ্য সমন্বয়ক তুহিন মাহমুদ, কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু, নারায়ণগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নীরব রায়হান, সদস্য সচিব জাভেদ আলম প্রমুখ।