প্রশ্ন ফাঁসের শাস্তি ও পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ ব্লকেড
Published: 27th, April 2025 GMT
৪৬তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িতদের শাস্তি ও সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারের আট দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় ব্লকেড করেছেন চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীরা।
রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় ‘পিএসসি সংস্কার আন্দোলন’ এর ব্যানারে চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। ফলে যান চলাচল বন্ধ হয়ে সড়কের গাড়ির জট লেগে যায়।
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার প্রার্থী বুয়েট শিক্ষার্থী রিয়াজুস সালেহীন সিয়ন রাইজিংবিডি ডটকমকে বলেন, “আম মেধাবীরা সারা বছর কষ্ট করে লেখাপড়া করে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন। আর একটি অসাধু চক্র প্রশ্ন ফাঁস করে দুর্নীতি মাধ্যমে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করে। আমরা চাই, অতি দ্রুত পিএসসি সংস্কার করে স্বচ্ছ নিয়োগের মাধ্যমে মেধাবীদের চাকরি দেওয়া হোক।”
আরো পড়ুন:
চার বিসিএস নিয়ে ‘বিভ্রান্তি’ দূর করে সিদ্ধান্ত জানাল পিএসসি
৪৪তম বিসিএসের একদিনের মৌখিক পরীক্ষার সূচি পরিবর্তন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো.
পিএসসি সংস্কার আন্দোলনের আট দফা দাবি
১। ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার পূর্বে প্রশ্ন ফাঁসে জড়িতদের বহিষ্কার ও শাস্তির ব্যবস্থা করতে হবে এবং ভবিষ্যতে ৪৬তম বিসিএস বাতিলের কোনো সম্ভাবনা তৈরি হবে না; এই নিশ্চয়তা দিতে হবে।
২। ৪৫তম বিসিএস থেকে ভাইবার নম্বর ১০০ করতে হবে। প্রিলি, লিখিত ও ভাইবার মার্ক প্রকাশ করা এবং লিখিত পরীক্ষার ন্যূনতম দুই মাস আগে রুটিন ঘোষণা করতে হবে।
৩। প্রত্যেকটি বিসিএসের সুনির্দিষ্ট রোড ম্যাপ প্রকাশ করতে হবে। জুলাই মাসের ভেতর ৪৪তম বিসিএসের রেজাল্ট দিয়ে ভাইবা শেষ করে ৪৬তমের রিটেনের আয়োজন করতে হবে।
৪। দ্রুত অধ্যাদেশ জারি করে কমিশনের বিজ্ঞ সদস্য সংখ্যার সীমা ২৫ থেকে ৩০ জনে উন্নীতকরণ।
৫। লিখিত খাতার মূল্যায়নে গতিময়তা, নিরাপত্তা ও নিরপেক্ষতা আনয়নে কমিশনে বসে খাতা দেখার ব্যবস্থা করা।
৬। পদের অপচয় রোধে ৪৪ তমে ক্ষেত্রে ভাইবা শেষ হবার পর ও রেজাল্টের আগে ক্যাডার চয়েজ প্রত্যাহারের সুযোগ প্রদান; ৪৫-৪৭তমের ক্ষেত্রে ভাইবার পূর্বে পুনরায় ক্যাডার চয়েজ পুরণের সুযোগ প্রদান এবং পরবর্তী বিসিএসগুলো থেকে প্রিলির পূর্বে ক্যাডার চয়েস না নিয়ে শুধু ভাইবার পূর্বেই ক্যাডার চয়েজ নেওয়া।
৭। সুপারিশ প্রক্রিয়া নিরপেক্ষ ও যথাসম্ভব স্বচ্ছকরণ; ভেরিফিকেশনের হয়রানি লাঘবে ব্যবস্থা গ্রহণ; গেজেট প্রণয়ন স্বচ্ছ ও নিরপেক্ষকরণ।
৮। ৪৪তমের ক্যাডার পদ বৃদ্ধি ও নন-ক্যাডার বিধি ২৩ সংস্কার করে ভাইবা উত্তীর্ণ সবার নবম ও দশম গ্রেডে চাকরি নিশ্চিত করতে হবে।
ঢাকা/রায়হান/রাসেল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব স এস প এসস পর ক ষ র ব যবস থ শ হব গ প এসস
এছাড়াও পড়ুন:
বিসিএসে ১০০ নম্বরের ভাইভা, কার্যকর কোন বিসিএসে
৪৭তম বিসিএস থেকে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়ার বিধান কার্যকর হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন। গতকাল শনিবার পিএসসি সংস্কারে চাকরিপ্রার্থীদের ৮ দফা দাবির বিষয়ে লিখিত ব্যাখ্যা দিয়েছে পিএসসি। সেখানে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা এবং প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর প্রকাশ করার বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীদের দাবি ছিল ৪৫তম বিসিএস থেকে ভাইভার নম্বর ১০০ করতে হবে। প্রিলিমিনারি, লিখিত ও ভাইভার মার্ক প্রকাশ করা এবং লিখিত পরীক্ষার ন্যূনতম দুই মাস আগে পরীক্ষার রুটিন ঘোষণা করা হবে।
এ তিনটি দাবির বিষয়ে পিএসসি জানিয়েছে, ৪৫তম বিসিএস থেকেই বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর ২০০–এর পরিবর্তে ১০০ নির্ধারণ করার প্রস্তাব ২০২৪ সালের নভেম্বরে কমিশন কর্তৃক সরকারের কাছে প্রদান করা হয়েছিল। কিন্তু সরকারের বিবেচনায় ৪৭তম বিসিএস থেকে এটি বাস্তবায়ন করার সিদ্ধান্ত হয়েছে। কারণ সরকারের মতে যেহেতু ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি আগেই (২০২২ সালে) জারি করা হয়েছে যেখানে ভাইভার নম্বর ২০০ মর্মে ঘোষণা করা হয়েছিল, সেহেতু, এখন ভাইভার নম্বরে রদবদল করা হলে তা আইনের দৃষ্টিতে অগ্রহণযোগ্য হতে পারে।
আরও পড়ুনমে মাসে ছুটির পর ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা১৪ ঘণ্টা আগেলিখিত পরীক্ষার ন্যূনতম দুই মাস আগে পরীক্ষার রুটিন ঘোষণা করার ব্যাখ্যায় বলা হয়েছে, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা ২০২৪ সালের ২৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, রুটিনও ঘোষণা করা হয়েছিল।প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর প্রকাশ করার জন্য কমিশন ইতোমধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রিলিমিনারি, লিখিত ও ভাইভার নম্বর প্রকাশ করার জন্য সরকার কর্তৃক বাংলাদেশ সিভিল সার্ভিস (বযস, যোগ্যতা ও সরাসরি নিযোগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪, সংশোধন করার প্রয়োজন হবে, এবং পিএসসির কিছু অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি করতে হবে। এসব বিষয়ে পিএসসি ইতোমধ্যেই বাস্তবায়নমূলক সিদ্ধান্ত গ্রহণ করেছে।
আরও পড়ুননেদারল্যান্ডসে স্কলারশিপ, আইইএলটিএস ৬.৫ বা টোয়েফলে ৯০ থাকলে আবেদন২ ঘণ্টা আগেলিখিত পরীক্ষার ন্যূনতম দুই মাস আগে পরীক্ষার রুটিন ঘোষণা করার ব্যাখ্যায় বলা হয়েছে, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা ২০২৪ সালের ২৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, রুটিনও ঘোষণা করা হয়েছিল। কিন্তু তখন সেটি হয়নি। বর্তমান কমিশন ২০২৫ সালের ২৩ মার্চ ঘোষণা দিয়েছিল যে ৮ মে থেকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৩ মার্চ থেকে ৮ মে মোটি ৪৫ দিন হয় অর্থাৎ ছয় সপ্তাহেরও বেশি সময়। কমিশন মনে করে, প্রস্তুতির জন্য ৪৬তম বিসিএস পরীক্ষার্থীরা যথেষ্ট সময় পেয়েছেন।
৪৮তম বিসিএসে দুই হাজার চিকিৎসকের বিজ্ঞপ্তি শিগগিরই, দ্রুত নিয়োগবিমান বাংলাদেশ এয়ারলাইনসে বিশাল নিয়োগ, পদ ৬৬২সরকারি ব্যাংকে ষষ্ঠ-নবম-দশম গ্রেডে বড় নিয়োগ, পদ ৬০৮টি