জাতীয় দলে খেলা নেই। ঘরোয়া ক্রিকেটে মোস্তাফিজুর রহমান হয়ে পড়েছিলেন অনিয়মিত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ডাক না পাওয়ায় আড়াল হয়ে ছিলেন বাঁহাতি পেসার। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে সুপার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেললেও এর আগে নিজেকে গুটিয়ে রেখেছিলেন। তবে সামনে তার ব্যস্ততা বাড়ছে।

নিউ জিল‌্যান্ড ‘এ’ দল বাংলাদেশ সফরে আসছে। তিনটি ওয়ানডে ও দুইটি চারদিনের ম‌্যাচ খেলবে অতিথিরা। আগামী বৃহস্পতিবার (০১ মে) তাদের বাংলাদেশে আসার সূচি রয়েছে। তাদের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলবেন মোস্তাফিজ। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য তাকে নেওয়া হয়েছে। এছাড়া শরিফুল ইসলামকেও রাখা হয়েছে।

জাতীয় দলের আশে-পাশে থাকা ক্রিকেটারদের নিয়ে সাজানো হয়েছে ১৫ সদস্যের স্কোয়াড। যেখানে ১৪ জনেরই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে। মূলত জাতীয় দলের ব‌্যস্ততার আগে মোস্তাফিজকে সুযোগ করে দিয়েছে বিসিবি। জাতীয় দল পাঁচ টি-টোয়েন্টি খেলতে আগামী মাসে পাকিস্তান যাবে। এর আগে দুটি প্রতিযোগিতামূলক ম‌্যাচ খেলার সুযোগ হচ্ছে তার।

আরো পড়ুন:

বেসামাল বিসিবি ডেকেছে জরুরি বোর্ড মিটিং  

এবার চার ম্যাচ নিষিদ্ধ হচ্ছেন হৃদয়

মোস্তাফিজ ও শরিফুলের সঙ্গে এই দলে আছেন ইবাদত হোসেন চৌধুরী। এছাড়া মোসাদ্দেক হোসেন সৈকতকেও লম্বা সময় পর ‘এ’ দলে ফেরানো হয়েছে। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে ব‌্যাট-বল হাতে ভালো করে নির্বাচকদের নজরে এসেছেন এই স্পিন বোলিং অলরাউন্ডার।  

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৫, ৭ ও ১০ মে সিরিজের তিন ওয়ানডে। প্রথম চারদিনের ম‌্যাচটি ১৪ মে সিলেটে অনুষ্ঠিত হবে। পরের ম‌্যাচ হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, ২১ মে থেকে।

বাংলাদেশ ‘এ’ দল:
পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, এনামুল হক, মাহিদুল ইসলাম, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, শামীম হোসেন, তানভির ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরি, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও রেজাউর রহমান রাজা।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জ ত য় দল ইসল ম

এছাড়াও পড়ুন:

দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগদান শেষে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় রোববার দুপুর দেড়টার দিকে তিনি ইতালির রাজধানী রোম ত্যাগ করেন। সোমবার ভোর ৩টায় তাঁকে বহনকারী ফ্লাইট ঢাকায় অবতরণ করে।

শনিবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। বিশ্বনেতাদের সঙ্গে ড. ইউনূসও পোপের শেষকৃত্যে যোগ দেন। এর আগে শুক্রবার তিনি কাতারের দোহা থেকে রোমে যান।
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া শেষে শনিবার ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ক্যাথলিক চার্চের শীর্ষস্থানীয় দুই নেতা কার্ডিনাল সিলভানো মারিয়া তোমাসি এবং কার্ডিনাল জ্যাকব কুভাকাড। দুই কার্ডিনাল পোপ ফ্রান্সিসের আজীবন দারিদ্র্য বিমোচন এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম, যুদ্ধ এবং পারমাণবিক অস্ত্রবিহীন পৃথিবীর স্বপ্নের কথা স্মরণ করেন। তারা ড. ইউনূসের কাজের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁকে পোপের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রামে জীবন উৎসর্গ করার জন্য ধন্যবাদ জানান।

ড. ইউনূস পোপ ফ্রান্সিসের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কের স্মৃতিচারণ করে বলেন, পোপ ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে আপন করে নিতে পারতেন। তিনি অসাধারণ মানুষ ছিলেন। এ ছাড়া জেনেভায় জাতিসংঘ অফিসের ভ্যাটিকানের সাবেক স্থায়ী পর্যবেক্ষক কার্ডিনাল তোমাসি শনিবার ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়া সফর শেষে প্রধান উপদেষ্টার সঙ্গে ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি।

এর আগে বিকেলে ভ্যাটিকানের আন্তঃধর্মীয় সংলাপবিষয়ক দপ্তরের প্রধান কার্ডিনাল কুভাকাড রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে হোটেলে সাক্ষাৎ করেন। ভারতের কেরালা রাজ্য থেকে কার্ডিনাল হওয়া কুভাকাড জানান, আগামী সেপ্টেম্বর মাসে বাংলাদেশে ক্যাথলিক চার্চের উদ্যোগে একটি আন্তঃধর্মীয় সংলাপের আয়োজন করা হবে, যেখানে বিভিন্ন ধর্মীয় নেতা অংশ নেবেন।

ড. ইউনূস বাংলাদেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে অব্যাহত সংলাপের গুরুত্বের ওপর জোর দেন। তিনি ধর্মীয় সম্প্রীতির প্রতি দেশের প্রতিশ্রুতি এবং জাতি, ধর্ম-বর্ণ, লিঙ্গনির্বিশেষে সব নাগরিকের অধিকার রক্ষায় অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন।

এদিকে শনিবার ড. ইউনূসের সঙ্গে রোমে তাঁর হোটেলে সাক্ষাৎ করেন উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার পর তাদের এই সাক্ষাতে তারা পারস্পরিক আগ্রহের বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে বর্তমান বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি এবং লাতিন আমেরিকা ও এশিয়ার মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন তারা।

সম্পর্কিত নিবন্ধ