একই দিনে তিন সিনেমা মুক্তির তারিখ ঘোষণা, পিছিয়ে যাবে কে?
Published: 27th, April 2025 GMT
নির্মাতা সঞ্জয়লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল আগামী মাসে। কিন্তু শুটিং শেষ না হওয়ায় পেছানো হয়েছে মুক্তির তারিখ। দু’দিন আগের খবর অনুযায়ী রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল অভিনীত সিনেমাটি ১৪ আগস্ট মুক্তি দিতে চাইছেন সঞ্জয়লীলা বানসালি।
মজার বিষয় হল- ঠিক একই দিনে কার্তিক আরিয়ানের ‘নাগজিলা’ সিনেমা মুক্তির ঘোষণাও হয়ে গেছে। শুধু তাই নয়, বরুণ ধাওয়ান অভিনীত ‘ভেদিয়া ২’ একই সপ্তাহে মুক্তি পাবে বলে জানানো হয়েছিল বছরের শুরুতেই।
একটি সূত্রের বরাত দিয়ে বলিউড হাঙ্গামা জানিয়েছে, ‘ভেদিয়া ২’ সিনেমা মুক্তিতে দেরি হচ্ছে। ম্যাডক ফিল্মসের দিনেশ ভিজান এবং তার টিম ইতিমধ্যেই নতুন মুক্তির তারিখ খুঁজছেন।
সূত্র আরও জানিয়েছে, একই দিনে তিনটি বড় ছবি মুক্তি পেলে স্ক্রিন শেয়ারিং নিয়ে বড় সমস্যা তৈরি হত। তবে ‘ভেদিয়া ২’ পিছিয়ে যাওয়ায় ‘লাভ অ্যান্ড ওয়ার’ ও ‘নাগজিলা’ একসাথে মুক্তি পেতে পারবে। দুটি ছবি ভিন্ন ঘরানার, এবং উভয়ই তারকাবহুল। ফলে দর্শকদের মধ্যে দারুণ উত্তেজনা তৈরি হবে এবং হলে টানবে।
তবে ‘লাভ অ্যান্ড ওয়ার’ মুক্তির তারিখ এখনও চূড়ান্ত নয়। শিগগিরিই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ১৪ আগস্ট তাদের ইচ্ছার তালিকার শীর্ষে রয়েছে।
অন্যদিকে, ‘নাগজিলা’ সিনেমার নির্মাতারা মনে করেন, এই তারিখটি তাদের ছবির জন্য একেবারেই উপযুক্ত, কারণ, ছবিটি সাপ নিয়ে। আর ১৭ আগস্ট নাগ পঞ্চমী হওয়ায় তারা ১৪ আগস্ট মুক্তির পরিকল্পনা করছেন।
‘ভেদিয়া ২’ একমাত্র হরর-কমেডি সিনেমা নয় যেটি পিছিয়ে গেছে। ম্যাডক হরর কমেডি সিনেম্যাটিক ইউনিভার্সের আরেকটি ছবি ‘শক্তি শালিনী’, যাতে কিয়ারা আদবানি অভিনয় করেছেন। সেটির মুক্তিও পিছিয়ে গেছে। এটি ৩১ ডিসেম্বর, ২০২৫-এ আসবে না। সূত্র: বলিউড হাঙ্গামা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: রণব র ক প র ক র ত ক আর য় ন আগস ট
এছাড়াও পড়ুন:
দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগদান শেষে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় রোববার দুপুর দেড়টার দিকে তিনি ইতালির রাজধানী রোম ত্যাগ করেন। সোমবার ভোর ৩টায় তাঁকে বহনকারী ফ্লাইট ঢাকায় অবতরণ করে।
শনিবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। বিশ্বনেতাদের সঙ্গে ড. ইউনূসও পোপের শেষকৃত্যে যোগ দেন। এর আগে শুক্রবার তিনি কাতারের দোহা থেকে রোমে যান।
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া শেষে শনিবার ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ক্যাথলিক চার্চের শীর্ষস্থানীয় দুই নেতা কার্ডিনাল সিলভানো মারিয়া তোমাসি এবং কার্ডিনাল জ্যাকব কুভাকাড। দুই কার্ডিনাল পোপ ফ্রান্সিসের আজীবন দারিদ্র্য বিমোচন এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম, যুদ্ধ এবং পারমাণবিক অস্ত্রবিহীন পৃথিবীর স্বপ্নের কথা স্মরণ করেন। তারা ড. ইউনূসের কাজের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁকে পোপের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রামে জীবন উৎসর্গ করার জন্য ধন্যবাদ জানান।
ড. ইউনূস পোপ ফ্রান্সিসের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কের স্মৃতিচারণ করে বলেন, পোপ ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে আপন করে নিতে পারতেন। তিনি অসাধারণ মানুষ ছিলেন। এ ছাড়া জেনেভায় জাতিসংঘ অফিসের ভ্যাটিকানের সাবেক স্থায়ী পর্যবেক্ষক কার্ডিনাল তোমাসি শনিবার ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়া সফর শেষে প্রধান উপদেষ্টার সঙ্গে ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি।
এর আগে বিকেলে ভ্যাটিকানের আন্তঃধর্মীয় সংলাপবিষয়ক দপ্তরের প্রধান কার্ডিনাল কুভাকাড রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে হোটেলে সাক্ষাৎ করেন। ভারতের কেরালা রাজ্য থেকে কার্ডিনাল হওয়া কুভাকাড জানান, আগামী সেপ্টেম্বর মাসে বাংলাদেশে ক্যাথলিক চার্চের উদ্যোগে একটি আন্তঃধর্মীয় সংলাপের আয়োজন করা হবে, যেখানে বিভিন্ন ধর্মীয় নেতা অংশ নেবেন।
ড. ইউনূস বাংলাদেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে অব্যাহত সংলাপের গুরুত্বের ওপর জোর দেন। তিনি ধর্মীয় সম্প্রীতির প্রতি দেশের প্রতিশ্রুতি এবং জাতি, ধর্ম-বর্ণ, লিঙ্গনির্বিশেষে সব নাগরিকের অধিকার রক্ষায় অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন।
এদিকে শনিবার ড. ইউনূসের সঙ্গে রোমে তাঁর হোটেলে সাক্ষাৎ করেন উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার পর তাদের এই সাক্ষাতে তারা পারস্পরিক আগ্রহের বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে বর্তমান বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি এবং লাতিন আমেরিকা ও এশিয়ার মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন তারা।