দরকার মাত্র আর একটা পয়েন্ট। সেটা লিভারপুল পেয়ে যেতে পারে আগামীকাল রোববার, অ্যানফিল্ডে টটেনহামের বিপক্ষে ম্যাচেই। ড্র করতে পারলেই প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয়ে যাবে লিভারপুল, অ্যানফিল্ডে হবে শিরোপা-উৎসব। মাঠে বসে সেই উৎসব দেখার, সেই উৎসবে যোগ দেওয়ার সুযোগ হারাতে চাইছেন না লিভারপুল সমর্থকেরা। আর সেই সুযোগটাই নিচ্ছে কালোবাজারিরা। লিভারপুলের সম্ভাব্য শিরোপা-উৎসবের ম্যাচের অনেক টিকিট কালোবাজারে বিক্রি হচ্ছে তিন হাজার পাউন্ডের বেশি দামে, বাংলাদেশি মুদ্রায় যা পাঁচ লাখ টাকার বেশি!

আরও পড়ুনএল ক্লাসিকো: আজ কেমন হবে ফ্লিকের কৌশল, কোথায় বার্সেলোনার দুর্বলতা ২৬ এপ্রিল ২০২৫

১৯৯০ সালের পর এই প্রথম অ্যানফিল্ডে সমর্থকদের সামনে শিরোপা–উৎসবের সুযোগ পাচ্ছে লিভারপুল। সর্বশেষ তারা যেবার ইংল্যান্ডের চ্যাম্পিয়ন হয়েছিল, ২০১৯-২০ মৌসুমে ইয়ুর্গেন ক্লপের অধীনে, করোনাভাইরাস মহামারির কারণে সেই সময় খালি গ্যালারিতেই উদ্‌যাপন করতে হয়েছিল তাদের। ফলে লিভারপুল সমর্থকদের একাধিক প্রজন্ম অ্যানফিল্ডে বসে দলের শিরোপা উৎসব দেখার সুযোগ পায়নি, যে সুযোগ এসেছে এবার। খুব স্বাভাবিকভাবেই এই সুযোগ হারাতে চাইছে না তারা। ফলে রোববারের ম্যাচের টিকিটের চাহিদা এখন আকাশছোঁয়া।

প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হতে আর একটি পয়েন্ট দরকার লিভারপুলের.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীর উৎসব ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত (সরকার থেকে বেতন পান) শিক্ষক–কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তাঁরা ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পাবেন। এত দিন তাঁরা ২৫ শতাংশ হারে উৎসব ভাতা পেতেন।

আরও পড়ুনকুয়েটের উপাচার্য ও সহউপাচার্যকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন১২ ঘণ্টা আগে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে এক পোস্টে এ কথা জানান। তিনি গতকাল শুক্রবার ফেসবুক পোস্টে লেখেন, ‘বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২৫ শতাংশ হারে ঈদ বোনাস পেয়ে থাকেন। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার বোনাস ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার সিদ্ধান্ত নিল অন্তর্বর্তীকালীন সরকার।’

আরও পড়ুনবিদায় বেলায় বেসরকারি শিক্ষকদের জন্য সুখবর জানিয়ে গেলেন উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ০৫ মার্চ ২০২৫

এর আগে সাবেক শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ দায়িত্বের শেষ দিনে শিক্ষকদের সুখবর দিয়েছিলেন। গত ৫ মার্চ শিক্ষা উপদেষ্টার দায়িত্ব ছাড়ার দিনে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর দিয়ে উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা এবং বিনোদন ভাতা বাড়ানো হচ্ছে। আগামী পবিত্র ঈদুল আজহা থেকে এই সুবিধা কার্যকর হবে।

সারা দেশে এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারী আছেন প্রায় চার লাখ।

আরও পড়ুনটাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিং: দেশসেরা বুয়েট ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, ঢাবির অবস্থান কোথায়২৫ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • ভিড়ের মধ্যে উঠে গেলো গাড়ি, নিহত ৯
  • কানাডায় উৎসবে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় ৯ জন নিহত
  • কানাডায় ‘লাপু লাপু’ উৎসবে জনতার ওপর তুলে দিল গাড়ি, বহু হতাহতের শঙ্কা
  • কানাডায় উৎসবে ভিড়ের ওপর গাড়ি তুলে দিলেন চালক, বহু হতাহতের শঙ্কা
  • কানাডায় উৎসবে গাড়ি নিয়ে হামলা, অনেক হতাহতের আশঙ্কা
  • এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস ২৫ শতাংশ বাড়ছে
  • অনুষ্ঠিত হলো ‘হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং মার্কেটিং ফেস্ট ২.০’
  • আজ শেষ হচ্ছে চিঠি উৎসব
  • বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীর উৎসব ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার