‘মুসলিম-হিন্দু নয়, দুজনেই দুজনকে মানুষ হিসেবেই চিনি’
Published: 27th, April 2025 GMT
সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান গত বছরের ১৮ এপ্রিল সড়ক দুর্ঘটনায় মারা যান। একবছর পর তার বাড়িতে গিয়েছিলেন সংগীতশিল্পী আসিফ আকবর। সঙ্গে ছিলেন আরেক কণ্ঠশিল্পী ধ্রুব গুহ। সেখান থেকে ফিরে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুব গুহকে নিয়ে একটি পোস্ট আসিফ।
আসিফ আকবর লিখেছেন, ‘প্রয়াত পাগল হাসানের কবর জিয়ারত এবং তাঁর পরিবারের সঙ্গে দেখা করার জন্য ছাতকের উদ্দেশ্যে রওনা করেছি। আমাদের ফ্লাইটটি সিলেটের উদ্দেশ্যে টেক অফ করার সময় আমি দোয়া পড়ছিলাম চোখ বন্ধ করে। চোখ খুলতেই দেখলাম ধ্রুব’দা আঙ্গুলের কড় গুনে গুনে কোন মন্ত্র পাঠ করছেন চোখ বন্ধ করেই।’
আসিফ আরও লিখেছেন, ‘আমি মুসলিম পরিবারে জন্মেছি, ধ্রুব গুহ দাদা জন্মেছেন হিন্দু পরিবারে। অথচ আমরা দুজনেই দুজনকে মানুষ হিসেবেই চিনি, জানি, মিশি, চলি, চলবো। এই বাংলাদেশের প্রতিটি জনপদে শত শত বছর ধরে এই মনুষ্যত্ব-বোধ কায়েম ছিল, আছে, থাকবে।’
সবশেষে তিনি লিখেছেন, ‘মাঝখানে ঝামেলা ফ্যাসাদ সৃষ্টিকারীরাও যুগে যুগে ছিল। সেটা এখনো আছে, থাকবে- সিদ্ধান্ত মনুষ্যত্ববোধের। ধ্রুব’দা আর আমি এখানে একটা উদাহরণ মাত্র, সবাই মানুষ পরিচয়ে পরপারের জবাবদিহিতায় বিশ্বাস করি বলেই ধর্ম আমাদের আশ্রয় এবং শক্তি। এই বিশ্বাসেই অটুট থাকুক আমাদের মনুষ্যত্ববোধ।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
মার্জিন রুলসের চূড়ান্ত সুপারিশ জমা দির পুঁজিবাজার টাস্কফোর্স
মার্জিন রুলস-১৯৯৯ যুগোপযোগী করার লক্ষ্যে চূড়ান্ত সুপারিশ জমা দিয়েছে পুঁজিবাজারের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গঠন করে দেওয়া সংস্কার টাস্কফোর্স।
রবিবার (২৭ এপ্রিল) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মো. আলী আকবর, ফারজানা লালারুখের উপস্থিতিতে পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স সুপারিশমালা আনুষ্ঠানিকভাবে কমিশনের কাছে হস্তান্তর করে।
বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
সুপারিশমালা হস্তান্তরের সময় টাস্কফোর্সের সদস্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিএসই বিভাগের অধ্যাপক মো. মোস্তফা আকবর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন উপস্থিত ছিলেন।
বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, “বিএসইসি ও পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স দেশের পুঁজিবাজারের সংস্কারের বিষয়ে পুঁজিবাজার সংশ্লিষ্ট পক্ষগুলোকে সঙ্গে নিয়ে সবার পরামর্শ ও মতামতের আলোকে সংস্কারের জন্য কাজ করছে। পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের চূড়ান্ত সুপারিশের দ্রুত বাস্তবায়নে বিএসইসি তাৎক্ষণিক পদক্ষেপ নেবে। মাজিন রুলস-১৯৯৯ যুগোপযোগী করা-সংক্রান্ত পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের চূড়ান্ত সুপারিশের কার্যকর বাস্তবায়নের মাধ্যমে দেশের পুঁজিবাজারের মার্জিন ঋণ-সংক্রান্ত জটিলতার স্থায়ী সমাধান হবে।”
২০২৪ সালের ৭ অক্টোবর বাংলাদেশের পুঁজিবাজারের সার্বিক উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং পুঁজিবাজারে আন্তর্জাতিক মানের সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে পাঁচ সদস্যের একটি বিশেষ পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স গঠন করে বিএসইসি। পরবর্তীতে টাস্কফোর্সের পরামর্শে এবং তাদের কাজের সহযোগিতার জন্য পুঁজিবাজারের সঙ্গে সম্পৃক্ত ও অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে 'পুঁজিবাজার সংস্কার ফোকাস গ্রুপ' গঠন করা হয়।
গত ১০ ফেব্রুয়ারি পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স কমিশনের কাছে মার্জিন রুলস-১৯৯৯ যুগোপযোগী করার খসড়া সুপারিশ জমা দিয়েছিল। ওই খসড়া সুপারিশের ওপর সংশ্লিষ্ট সবার মতামত আহ্বান করা হয়। মতামত বিবেচনায় নিয়েই পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করেছে।
সোমবার (২৮ এপ্রিল) বেলা ৩টা ৩০ মিনিটে বিএসইসির মাল্টিপারপাস হলে এই চূড়ান্ত সুপারিশের বিষয়ে একটি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সেখানে পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের চূড়ান্ত সুপারিশের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।
আরো পড়ুন:
লভ্যাংশের টাকা পাঠিয়েছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স
সিঙ্গারের ক্রেডিট রেটিং নির্ণয়
সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের অংশ নেওয়ার অনুরোধ করেছে বিএসইসি।
ঢাকা/এনটি/রাসেল