বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালাস পেলেন আমীর খসরু
Published: 27th, April 2025 GMT
সাত বছর আগে দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। একই মামলা থেকে খালাস পেয়েছেন আরও চারজন।
ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৪-এর বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক আজ রোববার এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন আমীর খসরুর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন।
খালাস পাওয়া অপর চারজন হলেন আইনজীবী মিলহানুর রহমান নাওমী, রফিকুল ইসলাম, হাবিবুর রহমান ও রবিউল ইসলাম।
আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন প্রথম আলোকে বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ এনে ২০১৮ সালের ৫ আগস্ট শাহবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে আমীর খসরুসহ পাঁচজনের বিরুদ্ধে মামলাটি করে পুলিশ। সেই মামলায় আজ আমীর খসরুসহ পাঁচজনকেই বেকসুর খালার দিয়েছেন আদালত।
মামলাটি তদন্ত করে ২০২০ সালের ২৫ জানুয়ারি আমীর খসরুসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছিল পুলিশ। আর ২০২২ সালের ১৯ জানুয়ারি এই মামলায় অভিযোগ গঠন করেন আদালত।
২০১৮ সালের ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আবদুল করিম রাজিব নিহত হয়। এ ঘটনার পর নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমে আসে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
তখন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। এটি আমীর খসরুর বলে অভিযোগ ওঠে। সেই ক্লিপে এক ব্যক্তির সঙ্গে আরেক ব্যক্তিকে কথা বলতে শোনা যায়। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে লোকজনকে নামানোর জন্য কথা বলতে শোনা যায় ক্লিপে। এই ঘটনায় ২০১৮ সালের ৫ আগস্ট শাহবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব শ ষ ক ষমত
এছাড়াও পড়ুন:
কলেজের অ্যাডহক কমিটিতে চিকিৎসক-প্রকৌশলী-আইনজীবী রাখার নির্দেশ
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গভর্নিং বডি ও অ্যাডহক কমিটির সভাপতি বা বিদোৎসাহী সদস্য পদে পেশাজীবীদের মনোনীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৪ এপ্রিলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুনটাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং: দেশসেরা বুয়েট ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, ঢাবির অবস্থান কোথায়২৫ এপ্রিল ২০২৫সব বেসরকারি কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের গভর্নিং বডি/অ্যাডহক কমিটির সভাপতি বা বিদোৎসাহী সদস্য পদে পেশাজীবী হিসেবে এমবিবিএস ডাক্তার, বিএসসি ইঞ্জিনিয়ার ও আইনজীবী মনোনীত হতে পারবেন।
আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে জেলায় জেলায় হচ্ছে স্বতন্ত্র পরীক্ষাকেন্দ্র২৪ এপ্রিল ২০২৫