শিহাব শাহীন পরিচালিত ঈদুল ফিতরে মুক্তি পায় ‘দাগি’। দেশের দর্শকদের কাছে প্রশংসিত হয়ে সিনেমাটি  গত ১২ এপ্রিল মুক্তি পায় অস্ট্রিলিয়ায়। মুক্তির পর থেকেই সেখানে হাউজফুল যাচ্ছে বলে জানিয়েছে সেখানকার পরিবেশক পথ প্রোডাকশন এবং ঈগল এন্টারটেইনমেন্ট।

প্রযোজনা সংস্থা জানায়, মুক্তির ঘোষণার পর থেকেই টিকেটের সংকট দেখা দিলে শো বাড়ানো হয়। নতুন খবর হল দর্শকের আশাতীত রেসপন্সের পর আগামী মাসেও দাগি চালানোর সিধান্ত নিয়েছে পরিবেশক প্রতিষ্ঠান। 

তারা জানায়,  আগামী মে মাস পুরোটা জুড়ে ১৮টি শো নিয়ে দাগি চলবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিভিন্ন শহরে।

পথ প্রোডাকশনসের পক্ষ থেকে জানানো হয়, দাগি মুক্তির পর থেকেই  শো হাউজফুল যাচ্ছে। শুরুতে অস্ট্রেলিয়ায় ১৫টি শো চলার কথা থাকলেও, দর্শক চাপে আরও ৫টি শো বেড়ে ২০ টি শো চালানো হয়। দর্শক চাহিদায় আমরা আগামী মে মাস পুরোটা ১৮ টি শো চালাব অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিভিন্ন শহরে।

এছাড়াও ২৫ তারিখ মুক্তি পেয়েছে ইউএসএ এর পনেরো শহরে। পর্যায়ক্রমে মুক্তির অপেক্ষায় রয়েছে কানাডা,ইংল্যান্ড, ইটালি, মিডিলইস্টসহ  বিভিন্ন দেশে।

‘দাগি’তে অভিনয় করেছেন আফরান নিশো। এই সিনেমার মাধ্যমে দুই বছর পর সিনেমা হলে ফিরেছেন তিনি। তার সঙ্গে অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আফর ন ন শ তম ম র জ

এছাড়াও পড়ুন:

ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে সুরক্ষা

বৈশ্বিক মানদণ্ডে আরেক দফায় গুগল প্লের ইনডিপেনডেন্ট সিকিউরিটি রিভিউ ব্যাজের স্বীকৃতি পেয়েছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ইমো। অ্যাপ নিরাপত্তা ও তথ্য গোপনীয়তার প্রতি প্রতিশ্রুতির প্রতিফলনে এমন স্বীকৃতি পেয়েছে অ্যাপটি।
স্বীকৃতিটি গুগলের মোবাইল অ্যাপ্লিকেশন সিকিউরিটি অ্যাসেসমেন্ট (এমএএসএ) ফ্রেমওয়ার্কের অংশ, যা এখন অ্যাপ ডিফেন্স অ্যালায়েন্স মোবাইল প্রোফাইল সার্টিফিকেশন প্রোগ্রাম নামে পরিচিত। অ্যান্ড্রয়েড ঘরানার সব অ্যাপের মধ্যে নিরাপত্তার ক্ষেত্রে এটি বিশেষ মানদণ্ড নির্দেশ করে। ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হিসেবে যারা উল্লিখিত ব্যাজ অর্জন করেছে, তাদের তালিকা গুগল প্লে ডেটা সেইফটি সেকশনে দৃশ্যমান হয়। গুগল অনুমোদিত ল্যাব সহযোগী লেভিয়াথান সিকিউরিটি গ্রুপ পরিচালিত এমন সিকিউরিটি প্রোগ্রামে যথাযথ গোপনীয়তা ও নিরাপত্তার ক্ষেত্রে বৈশ্বিক মানদণ্ড পূরণ করেছে।
ডিভাইসে গ্রাহকের সব ধরনের সংবেদনশীল তথ্য যেন নিরাপদে সংরক্ষণ করার সুযোগ থাকে, তা নিশ্চিত করে এমন অ্যাপ হিসেবে ব্যাজ পাওয়া যায়।
নতুনভাবে অ্যাপটি কল ও চ্যাটের সময়ে স্ক্রিনশট ব্লক করা, এন্ড-টু-এন্ড এনক্রিপশন, সুরক্ষিত চ্যাট (প্রাইভেসি চ্যাট), প্রাইভেসি মোড, দুই-ধাপে যাচাইকরণ ছাড়াও ম্যানেজ ডিভাইস ফিচার উন্নয়ন করেছে। ইন্টারনেট গ্রাহকরা এখন নানা ঝুঁকির মুখোমুখি। ফলে ডিজিটাল সুরক্ষা ও গোপনীয়তা ক্রমে উদ্বেগের কারণ হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে গুগলের নিরাপত্তা মূল্যায়ন প্রোগ্রামের স্বীকৃতি গ্রাহককে কিছুটা হলেও স্বস্তি দেবে।

সম্পর্কিত নিবন্ধ