এবার চার ম্যাচ নিষিদ্ধ হচ্ছেন তাওহিদ হৃদয়
Published: 27th, April 2025 GMT
তাওহিদ হৃদয় ও তাঁর নিষেধাজ্ঞা নিয়ে এ যেন এক নাটক শুরু হয়েছে। আর প্রতিদিনই দেখা যাচ্ছে সেই নাটকের নতুন নতুন পর্ব!
গত কয়েক দিনে বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বিতর্কিত চরিত্র হৃদয় এবার চার ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছে। সর্বশেষ গতকাল গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আউট হওয়ার পর প্রতিক্রিয়া দেখান মোহামেডানের এই অধিনায়ক। এরপর তাঁকে শুনানিতে ডাকা হলেও আসেননি। পরে ম্যাচ রেফারি আখতার আহমেদ লেভেল-১ অপরাধের জন্য হৃদয়কে ১০ হাজার টাকা জরিমানা করেন, সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয় তাঁর।
আগে থেকেই ৭ ডিমেরিট পয়েন্ট ছিল হৃদয়ের। এবার ১ যোগ হওয়ায় সেটি হয়েছে ৮। নিয়ম অনুযায়ী, ৮ ডিমেরিট পয়েন্ট মানে চার ম্যাচের নিষেধাজ্ঞা। সেই শাস্তিই পাচ্ছেন হৃদয়। এ ক্ষেত্রে কোনো ছাড় পাচ্ছেন না মোহামেডান অধিনায়ক। প্রিমিয়ার ক্রিকেট লিগের আয়োজক ক্রিকেট কমিটি অব মেট্টোপলিসের (সিসিডিএম) কাছে একটি চিঠিও পৌঁছেছে। সিসিডিএমের একটি সূত্র প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছে।
ঢাকা প্রিমিয়ার লিগে নতুন করে নিষিদ্ধ হলেন তাওহিদ হৃদয়.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে সুরক্ষা
বৈশ্বিক মানদণ্ডে আরেক দফায় গুগল প্লের ইনডিপেনডেন্ট সিকিউরিটি রিভিউ ব্যাজের স্বীকৃতি পেয়েছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ইমো। অ্যাপ নিরাপত্তা ও তথ্য গোপনীয়তার প্রতি প্রতিশ্রুতির প্রতিফলনে এমন স্বীকৃতি পেয়েছে অ্যাপটি।
স্বীকৃতিটি গুগলের মোবাইল অ্যাপ্লিকেশন সিকিউরিটি অ্যাসেসমেন্ট (এমএএসএ) ফ্রেমওয়ার্কের অংশ, যা এখন অ্যাপ ডিফেন্স অ্যালায়েন্স মোবাইল প্রোফাইল সার্টিফিকেশন প্রোগ্রাম নামে পরিচিত। অ্যান্ড্রয়েড ঘরানার সব অ্যাপের মধ্যে নিরাপত্তার ক্ষেত্রে এটি বিশেষ মানদণ্ড নির্দেশ করে। ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হিসেবে যারা উল্লিখিত ব্যাজ অর্জন করেছে, তাদের তালিকা গুগল প্লে ডেটা সেইফটি সেকশনে দৃশ্যমান হয়। গুগল অনুমোদিত ল্যাব সহযোগী লেভিয়াথান সিকিউরিটি গ্রুপ পরিচালিত এমন সিকিউরিটি প্রোগ্রামে যথাযথ গোপনীয়তা ও নিরাপত্তার ক্ষেত্রে বৈশ্বিক মানদণ্ড পূরণ করেছে।
ডিভাইসে গ্রাহকের সব ধরনের সংবেদনশীল তথ্য যেন নিরাপদে সংরক্ষণ করার সুযোগ থাকে, তা নিশ্চিত করে এমন অ্যাপ হিসেবে ব্যাজ পাওয়া যায়।
নতুনভাবে অ্যাপটি কল ও চ্যাটের সময়ে স্ক্রিনশট ব্লক করা, এন্ড-টু-এন্ড এনক্রিপশন, সুরক্ষিত চ্যাট (প্রাইভেসি চ্যাট), প্রাইভেসি মোড, দুই-ধাপে যাচাইকরণ ছাড়াও ম্যানেজ ডিভাইস ফিচার উন্নয়ন করেছে। ইন্টারনেট গ্রাহকরা এখন নানা ঝুঁকির মুখোমুখি। ফলে ডিজিটাল সুরক্ষা ও গোপনীয়তা ক্রমে উদ্বেগের কারণ হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে গুগলের নিরাপত্তা মূল্যায়ন প্রোগ্রামের স্বীকৃতি গ্রাহককে কিছুটা হলেও স্বস্তি দেবে।