নানা কাণ্ডে বেসামাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর্থিক অনিয়মের অভিযোগ থেকে শুরু করে ক্লাব-ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের রেশারেশিতে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। এবার এসব কিছু থেকে পরিত্রাণের উপায় খুঁজতে জরুরি বোর্ড মিটিং ডেকেছে সংস্থাটি। 

আজ রোববার (২৭ এপ্রিল) বিকেল ৪টায় বোর্ড মিটিংটি অনুষ্ঠিত হবে। বেশিরভাগ সময়ে বিসিবি কার্যালয়ে বোর্ড মিটিং হলেও এবার এটি হবে জুমে।

রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। সূত্রটি জানায়, বিকেলে জুমে বোর্ড মিটিং ডাকা হয়েছে। ফিন্যান্সিয়াল রিপোর্টসহ সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনা গুলো নিয়ে বিস্তর আলোচনা ও সিদ্ধান্ত হবে এই মিটিংয়ে।

আরো পড়ুন:

৩০ কোটির স্পনসরশিপ, ৫ শতাংশ মুনাফা-আর্থিক অনিয়মের অভিযোগে বিসিবির

হৃদয়ের শাস্তি হাস্যকর, মোহামেডানের চাপ ছিল কি না সেটা জরুরি না: তামিম 

গত ২৪ মার্চ বোর্ড সভা হওয়ার কথা ছিল। কিন্তু তামিম ইকবাল হার্ট অ্যাটাক করায় সেটি বাতিল করতে হয়। মাঝে এক মাস গড়িয়ে গেলেও সেই বোর্ড মিটিং হয়নি। এবার পরিস্থিতি একটু খারাপের দিকে গেলে বোর্ড সভা ডাকে বিসিবি।

এর আগে চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্তের আদেশ  বাস্তাবায়ানের জন্য জন্য দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে জুমে জরুরী বৈঠক ডেকেছিল বোর্ড। সেবার হাথুরুসিংহেকে বরখাস্তের পাশাপাশি সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়েও আলোচনা হয়েছিল।

ঢাকা/রিয়াদ/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

‘দেশের জন্য গৌরব বয়ে আনা তরুণদের সহায়তা করা হবে’

দেশের জন্য গৌরব বয়ে আনা তরুণদের সহায়তা করার ঘোষণা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

রবিবার (২৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে ২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দলের বিজয়ীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “এখন থেকে আইসিটি বিভাগ দেশের কৃতি সন্তানদের নিয়মিত সংবর্ধনা দেবে। পাশাপাশি যারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, তাদের লজিস্টিক, কারিগরি এবং ট্রেনিং সহায়তা প্রদান করা হবে। এ সহায়তা আইসিটি বিভাগের পাশাপাশি ডাক ও টেলিযোগাযোগ বিভাগও প্রদান করবে।”

আরো পড়ুন:

তিন মন্ত্রণালয়ের জন্য উপদেষ্টার জরুরি নির্দেশনা

পোপকে শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানে প্রধান উপদেষ্টা

তিনি আরো বলেন, “আনুষ্ঠানিকতার বাইরে গত এক বছরে দেশের জন্য গৌরব বয়ে আনা তরুণদের রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে সম্মাননা এবং তাদের সব ধরনের লজিস্টিক সহায়তাও প্রদান করা হবে। তাদের উদ্ভাবনায় প্রয়োজনীয় অবকাঠামো এবং বৈশ্বিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ফান্ডিং করা হবে।”

ফয়েজ তৈয়্যব বলেন, “তরুণদের উদ্ভাবনের পরিবেশ বাস্তবায়ন না করলে জুলাই অভ্যুত্থানের চেতনা সফল হবে না। এই বিপ্লবের অর্জন তখনই সম্ভব হবে যখন আমরা আমাদের তরুণ প্রজন্মের জন্য মানসম্পন্ন কর্মসংস্থান এবং দেশে একটি সত্যিকার অর্থে স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলতে পারব। তরুণ প্রজন্মের সৃজনশীলতার জন্য একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন এবং যেহেতু নতুন স্টার্টআপগুলোর অধিকাংশই প্রযুক্তিনির্ভর, তাই আইসিটি বিভাগের এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”

বিশেষ অতিথির বক্তৃতায় আইসিটির সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, “প্রযুক্তি যতই দ্রুত এগিয়ে যাক না কেন, আমাদের ক্ষুদে বিজয়ীরা প্রমাণ করেছে যে আমরা পিছিয়ে নেই। আমরা আজ আত্মবিশ্বাসী এবং আগামী আসরে তাদেরকে উদার হস্তে সহযোগিতা করবে আইসিটি বিভাগ।”

২০১৮ সালে শুরু হয়ে ক্রমান্বয়ে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের সফলতা বেড়েছে। এই বছর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ ১০টি পদক লাভ করেছে। আগামী ডিসেম্বর ২০২৫ সালে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে ২৭তম আসর অনুষ্ঠিত হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়ীদের সঙ্গে তাদের কোচ মিশাল ইসলামকেও শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে পদকজয়ী আরিয়েত্রী ও আবরার আবীর তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা ব্যক্ত করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আইসিটি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/হাসান/সাইফ

সম্পর্কিত নিবন্ধ