বাংলাদেশের প্রেক্ষাগৃহে সাড়া জাগিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালির পর এবার অস্ট্রেলিয়া মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। অস্ট্রেলিয়াতেও হাউজফুল যাচ্ছে সিনেমাটি। জানা গেছে, শনিবার (২৬ এপ্রিল) প্রথমদিনে সিডনির ব্যাংকস টাউনে দুটি শো রাখা হয়েছিল। কিন্তু সিনেমাহলে গিয়ে অনেকেই টিকিট না পেয়ে ফিরে  গেছেন। অস্ট্রেলিয়ায় ‘বরবাদ’ মুক্তি দিয়েছে ঈগল এন্টারটেইনমেন্ট।

প্রতিষ্ঠানটির ডিরেক্টর সাব্বির চৌধুরী সম্প্রতি গণমাধ্যমে জানিয়েছেন, যারা অগ্রিম টিকিট সংগ্রহ করেছিলেন তারাই সিনেমাটি দেখতে পাচ্ছেন। অনেকে অন্য সিনেমা দেখতে এসে পরে ‘বরবাদ’ দেখতে চাইছেন, কিন্তু টিকিট পাচ্ছেন না। তাদের ফিরে যেতে হচ্ছে। কারণ টিকেট আগেই সোল্ডআউট। শুরুটা দারুণভাবে হচ্ছে। সামনের দিনগুলো অনেক ভালো যাবে।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’-এ শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী ইধিকা পাল। আরও আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য, মানব সাচদেভ প্রমুখ।

আরো পড়ুন:

শুধু মায়া টিকে থাকে: অপু বিশ্বাস

প্যারিস জ্যাকসনের জীবনের করুণ অধ্যায় সম্পর্কে জানেন?

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, কুইনসল্যান্ড, সাউথ অস্ট্রেলিয়া, তাসমানিয়া অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরি, নর্দার্ন টেরিটোরি এবং নিউজিল্যান্ডের অকল্যান্ড এবং তাউরাঙ্গা শহরগুলোতে চলছে ‘বরবাদ’। অস্ট্রেলিয়া ছাড়াও নিউজিল্যান্ডেও চলছে সিনেমাটি।

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বরব দ

এছাড়াও পড়ুন:

পল্লবীতে ডিবির অভিযানে অস্ত্রসহ দুজন গ্রেপ্তার

রাজধানীর পল্লবী এলাকা থেকে বিদেশি পিস্তল, গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার রাতে পল্লবীর নিউটাউন বাজার মৎস্য আড়ত থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হুদা মামুন (৪০) ও অরিন (৩৫)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুরের শীর্ষ সন্ত্রাসী দুবাইপ্রবাসী মশিউর রহমান মশী গ্রুপের অন্যতম সদস্য হুদা মামুন, অরিন ও সোহেলের নেতৃত্বে একটি দল দীর্ঘদিন ধরে পল্লবী এলাকায় চাঁদাবাজিসহ মাদক কারবার করে আসছিল। ১১ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত মিল্লাত বিহারি ক্যাম্পে আধিপত্য বিস্তার, মাদক কারবারের নিয়ন্ত্রণ ও চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে পরপর তিন দিন গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে মিল্লাত বিহারি ক্যাম্পসহ আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।

গুলিবর্ষণের ঘটনায় ডিবি-মিরপুর বিভাগ থানা–পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গতকাল শনিবার গভীর রাতে পল্লবী নিউটাউন বাজার মৎস্য আড়তে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় গুলিবর্ষণের ঘটনায় ব্যবহৃত একটি বিদেশি রিভলবার ও দুটি গুলি উদ্ধার করা হয়।

ডিবি সূত্র জানিয়েছে, অরিনের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, চুরি ও মাদকের আটটি মামলা রয়েছে। আর হুদা মামুনের বিরুদ্ধে দ্রুত বিচার আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা চলমান। এই গ্রুপের আরেক সদস্য সোহেলকে গত শুক্রবার গ্রেপ্তার করা হয়।

সম্পর্কিত নিবন্ধ