রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৪, ফাঁকা গুলি
Published: 27th, April 2025 GMT
রাজশাহী নগরের বালিয়াপুকুর বড় বটতলা এলাকায় বিএনপি–সমর্থিত দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল শনিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। এতে ছুরিকাঘাতে চারজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ফাঁকা গুলির ঘটনাও ঘটেছে।
আহত ব্যক্তিরা হলেন ওই এলাকার মো. ফিটুর ছেলে নির্ঝর (২৮), হান্নানের ছেলে বিপ্লব (২৮), বাবলুর ছেলে হিমেল (৩৫) এবং শুভ (২৮)। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার দিকে বালিয়াপুকুর এলাকায় ক্যারম খেলা হচ্ছিল। এ সময় শুভ নামের এক যুবক হিমেলকে বলেন, তাঁদের কারণে এলাকায় অশান্তি হচ্ছে এবং তাঁদের নামে মামলা রয়েছে। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে হিমেল সেখানে লোকজন ডেকে আনেন। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ছুরিকাঘাতে শুভ, হিমেলসহ চারজন আহত হন। এ সময় ফাঁকা গুলি ছোড়ার ঘটনাও ঘটে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান প্রথম আলোকে বলেন, বিএনপি–সমর্থিত দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। কয়েকজন আহত হয়েছেন। তবে তাঁদের অবস্থা গুরুতর নয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
মোহাম্মদ রকিবুল হাসান জানান, কয়েক দিন আগের একটি ঘটনার জেরে ঘটনার সূত্রপাত। ওই এলাকায় কনস্ট্রাকশন কাজে বিভিন্ন উপকরণ সরবরাহ নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে মামলা হয়েছে এবং একজন গ্রেপ্তার আছেন। গতকালের ঘটনায় জড়িত ব্যক্তিদেরও গ্রেপ্তার করা হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
অনুষ্ঠিত হলো ‘হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং মার্কেটিং ফেস্ট ২.০’
ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘এসিআই নিউট্রিলাইফ প্রেজেন্টস হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং মার্কেটিং ফেস্ট ২.০’। গত শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ উৎসবে স্বাস্থ্যসেবা, পুষ্টি, ওষুধ, পরিচ্ছন্নতা ও সুস্থতা খাতের প্রধান নির্বাহী, চিকিৎসক, পুষ্টিবিদ, ব্র্যান্ড পেশাজীবী ও মার্কেটিয়াররা একত্র হয়েছিলেন।
এবারের মূল ভাবনা ছিল ‘বিল্ডিং ব্র্যান্ডস দ্যাট হিল, হারনেস অ্যান্ড হারমোনাইজ’। ব্র্যান্ড কেবল পণ্য নয়, তারা কীভাবে সমাজে সুস্থতা ও সহমর্মিতা তৈরির শক্তি হয়ে উঠতে পারে—এটাই ছিল মূল আলোচনার বিষয়। আয়োজনটির সহযোগিতায় ছিল সুখী ও আকিজ হেলথপ্লাস এবং অংশীদার হিসেবে ছিল একেএস খান ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
এবারের উৎসবে ৯টি বিষয়ে ২৯ জনের বক্তব্যে উঠে আসে স্বাস্থ্যসেবার ব্র্যান্ডিং, গ্রাহকের আস্থা অর্জন, প্রতিরোধমূলক চিকিৎসা, ডিজিটাল স্বাস্থ্যপ্রযুক্তি এবং সচেতনতাভিত্তিক বিপণনের বিভিন্ন দিক। একই সঙ্গে প্রকাশিত হয় সিএমও বাংলাদেশ সাময়িকীর দ্বিতীয় সংখ্যা, যেখানে স্থান পেয়েছে বাজারচিন্তার সর্বশেষ উদ্ভাবন এবং ১০ জন শীর্ষ মার্কেটিয়ারের জীবন ও অভিজ্ঞতা।
অনুষ্ঠানটি প্রসঙ্গে এসিআই নিউট্রিলাইফের চিফ বিজনেস অফিসার ফারিয়া ইয়াসমিন বলেন, ‘স্বাস্থ্য এবং পুষ্টি নিয়ে সচেতনতা তৈরি করাই আমাদের ব্র্যান্ডের মূল লক্ষ্য। এ ধরনের আয়োজন সমাজে টেকসই পরিবর্তনের ভিত্তি গড়ে তুলতে পারে।’
গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ আরমান সিদ্দিকী বলেন, স্বাস্থ্য ও সুস্থতা এখন আর ঐচ্ছিক নয়, এটি ব্র্যান্ডের মানবিক সংযোগের অন্যতম স্তম্ভ। এই আয়োজন ব্র্যান্ডগুলোর দৃষ্টিভঙ্গিতে দায়িত্ববোধের নতুন মাত্রা যোগ করেছে।
আকিজ হেলথপ্লাসের হেড অব অপারেশনস সাঈদুর রহমান বলেন, ‘এই ফেস্ট এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে সত্যিকারের কেয়ার করেন, এমন মানুষেরা একত্র হয়েছেন। আমরা এখানে এসেছি অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে মানুষের জীবনে কার্যকর পরিবর্তন আনতে।’
আরও বক্তব্য দেন একেএস খান ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিপণন প্রধান সৈয়দা উম্মে সালমা, ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মির্জা মুহাম্মদ ইলিয়াস, ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের ব্র্যান্ড কমিউনিকেশন প্রধান খাদিজা আল তাহিরা চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফেরদৌস বাপ্পী।