অস্ট্রেলিয়াভিত্তিক ফ্যাশন কোম্পানি মোজাইক ব্র্যান্ডস লিমিটেড কর্তৃক আত্মসাৎকৃত অর্থ ফেরত দেওয়াসহ পাঁচ দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ক্ষতিগ্রস্ত ২২ কারখানার শ্রমিক ও প্রতিনিধিরা। শনিবার রাজধানীর গুলশানে অস্ট্রেলিয়ার হাইকমিশনের সামনে তাঁরা সমাবেশ করেন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে হাইকমিশনের এক কর্মকর্তার কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়।

দাবিগুলোর মধ্যে আরো রয়েছে মোজাইক ব্র্যান্ডসের বিরুদ্ধে প্রতারণা ও দেউলিয়া অবস্থায় ব্যবসা পরিচালনার জন্য ফৌজদারি তদন্ত শুরু করা, আত্মসাৎকৃত অর্থ ফেরত আনার জন্য প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়া, জড়িতদের বিরুদ্ধে আর্থিক প্রতারণার জন্য আইনগত ব্যবস্থা নেওয়া এবং অস্ট্রেলিয়ার সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও ২২টি কারখানাকে ক্ষতিপূরণ দেওয়া। বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব খবর জানিয়েছে।

সমাবেশে গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার বলেন, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বন্ধুত্ব দীর্ঘদিনের। বাংলাদেশের শ্রমিকেরা আশা করে শ্রমিকদের পাওনা ও জীবন-জীবিকা নিশ্চিতে এবং ২২ কারখানা রক্ষায় হাইকমিশনারের মাধ্যমে অস্ট্রেলিয়া সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। মোজাইক ব্র্যান্ডসকে আন্তর্জাতিক আইনের আওতায় এনে শ্রমিক ও ২২ কারখানার পাওনার প্রায় ২৫০ কোটি টাকা দ্রুত ফেরত আনার উদ্যোগ গ্রহণ করতে হবে।

অস্ট্রেলিয়ান কোম্পানি মোজাইক ব্র্যান্ডস লিমিটেডের প্রতারণামূলক ব্যবসার কারণে বাংলাদেশের ২২ কারখানার শ্রমিকদের জীবন ও জীবিকা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে উল্লেখ করে তাসলিমা আখতার বলেন, গত তিন বছর ধরে মোজাইক ব্র্যান্ডস তাদের বকেয়া পরিশোধ না করায় জাস অ্যাপারেলস কারখানাটি বন্ধ হয়ে গেছে। পাশাপাশি অন্য কারখানাগুলো মজুরি পরিশোধে ব্যর্থ হয়ে বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে। অবিলম্বে কারখানাগুলোর পাওনা টাকা ফেরত আনতে হবে এবং ক্ষতিপূরণের পাশাপাশি মোজাইক ব্র্যান্ডসের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করতে হবে।

২২ কারখানার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সঙ্গে সংহতি জানিয়ে সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সহসভাপতি অঞ্জন দাস, সাধারণ সম্পাদক মিজানুর রহিম চৌধুরী, ২২ কারখানার শ্রমিক প্রতিনিধি মইন আহমেদ, নারী শ্রমিক প্রতিনিধি রিবন বেগম প্রমুখ।

সমাবেশ শেষে পাঁচ দফা দাবির স্মারকলিপি পেশ করেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার ও ২২টি গার্মেন্ট কারখানার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের প্রতিনিধি আবদুল মালেক। অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার স্মারকলিপি গ্রহণ করেন। তিনি শ্রমিক নেতাদের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। তবে এ জন্য জটিল আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে বলে তিনি জানান।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবস

এছাড়াও পড়ুন:

নোয়াখালীতে গাছ কাটার কাজ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় বজ্রপাতে নুরুল আমিন (৪০) নামে একজন দিনমজুরের মৃত্যু হয়েছে। গাছ কাটার কাজ করতে গিয়ে তিনি এই বজ্রপাতের শিকার হন।

রবিবার (২৭ এপ্রিল) দুপুরে নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল গ্রামের দালাল বাড়িতে এ বজ্রপাত ঘটে।

নিহত নুরুল আমিন উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সল্যাঘটাইয়া গ্রামের নূর আহমেদ ছেলে। 

স্থানীয়রা জানান, নোয়াখালীতে সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিলো। নুরুল আমিনসহ চারজন দিনমজুর জালিয়াল গ্রামের দালাল বাড়িতে গাছ কাটার কাজ করছিলেন। বৃষ্টির সাথে দুপুরের দিকে বিকট শব্দে বজ্রপাত হয়। এ সময় তিন দিনমজুর দৌঁড়ে নিরাপদে চলে যেতে সক্ষম হলেও নুরুল আমিনের হাতে গাছ কাটার করাত থাকায় তিনি নিরাপদে যেতে পারেননি। এসময় বজ্রপাতের শব্দে তার হ্রদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। সাথে চোখ ও কান দিয়ে রক্তক্ষরণ হয়। তিনি ঘটনাস্থলেই মারা যান। 

সুধারাম মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এএসআই) রহমান মন্জুর বলেন, “বিষয়টি পুলিশকে জানানো হয়নি।  তবে খোঁজ নেওয়া হবে।”  

নোয়াখালী আওহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রফিকুল ইসলাম জানিয়েছেন, জেলা শহর মাইজদীতে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত তিন ঘণ্টায় ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ (রবিবার) সারাদিন থেমে থেমে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ঢাকা/সুজন/টিপু

সম্পর্কিত নিবন্ধ