গুজরাটে ১০২৪ ‘নথিপত্রবিহীন অভিবাসী’ আটক, বাংলাদেশি বলে দাবি
Published: 27th, April 2025 GMT
ভারতে ১ হাজার ২৪ জন ‘নথিপত্রবিহীন অভিবাসী’কে আটক করা হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদ ও সুরাটে একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আটক ব্যক্তিদের ‘বাংলাদেশি’ বলে দাবি করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
ভারতের গুজরাট রাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংভি গতকাল শনিবার সুরাটে সাংবাদিকদের এই আটকাভিযানের কথা জানান।
প্রতিমন্ত্রী হর্ষ সাংভি দাবি করেন, আহমেদাবাদ থেকে অন্তত ৮৯০ জন এবং সুরাট থেকে ১৩৪ জন ‘বাংলাদেশি’কে আটক করা হয়েছে। এটা গুজরাট পুলিশের ইতিহাসে এ ধরনের সবচেয়ে বড় অভিযান। তিনি সতর্ক করে বলেন, গুজরাটে অবস্থানরত অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় আত্মসমর্পণ করতে হবে, নইলে তাঁদের গ্রেপ্তার করে দেশে ফেরত পাঠানো হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আটক বাংলাদেশিদের মধ্যে আল-কায়েদার সদস্য রয়েছে
ভারতের গুজরাট থেকে আটক করা ১০২৪ বাংলাদেশির মধ্যে সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার স্লিপার সেলের সদস্য রয়েছে বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম। গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভির নির্দেশে পরিচালিত বিশেষ অভিযানে এই বাংলাদেশিদের আটক করা হয়।
শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চলে। সেই অভিযানেই ১০২৪ বাংলাদেশিকে আহমেদাবাদ ও সুরাট থেকে আটক করা হয়।
অভিযানে শুধু আহমেদাবাদ থেকেই ৮৯০ বাংলাদেশিকে আটক করা হয়েছে। সুরাট থেকে ১৩৪ বাংলাদেশিকে আটক করা হয়েছে।
রাজ্য কতৃপক্ষের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আটককৃতদের মধ্যে চার জনের অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা রয়েছে এবং দুজনকে আল-কায়েদার স্লিপার সেলের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে।
গুজরাট পুলিশের মহাপরিচালক বিকাস সাহে জানিয়েছেন, সন্দেহভাজনদের জয়েন্ট ইন্টারোগেশন সেলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের অনেকেই ভুয়া কাগজপত্র ব্যবহার করে গুজরাট ও অন্যান্য রাজ্যে বসবাস করতো। এসব কাগজ পশ্চিমবঙ্গ থেকে তৈরি করা হতো।
ঢাকা/শাহেদ