বস্তুনিষ্ঠ ও বিশ্বাসযোগ্য সাংবাদিকতায় যুগ পেরিয়ে যুগান্তরের পথে বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ও ডিজিটাল প্ল্যাটফর্ম রাইজিংবিডি ডটকম। এ অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার নিয়ে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে সংবাদমাধ্যমটির প্রতিষ্ঠাবার্ষিকী ও যুগপূর্তি উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর মিরপুরে রাইজিংবিডির নিজস্ব কার্যালয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় কেক কেটে উদযাপন করা হয় প্রতিষ্ঠার সেই মাহেদ্রক্ষণ।

আরো পড়ুন:

রাইজিংবিডির যুগপূর্তি এবং গণমাধ্যমের চ্যালেঞ্জ

সাতক্ষীরায় সাংবাদিক টিপুর জামিন

১২ বছর পেরিয়ে ১৩ বছরে পদার্পণের শুভক্ষণে আরো দায়িত্বশীলভাবে পাঠকের খবরের চাহিদা পূরণে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংবাদমাধ্যমটির বিনিয়োগকারী ও সম্পাদনা পরিষদ। এ লক্ষ্যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কথা বলেন বক্তারা।

রাইজিংবিডির প্রকাশক এস এম জাহিদ হাসান বলেন, “সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক বিষয়ে রাইজিংবিডি সব সময় কাজ করছে। এক যুগ ধরে পাঠকের মন জয় করতে সক্ষম হয়েছে রাইজিংবিডি। আশা করি ভবিষ্যতেও রাইজিংবিডি তার এই ধারা অব্যাহত রাখবে। যুগপূর্তি উপলক্ষে পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতাসহ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।”

রাইজিংবিডি ডটকমের নির্বাহী সম্পাদক তাপস রায় বলেন, “দেশে অনলাইন গণমাধ্যমগুলোর মধ্যে যে কয়েকটি গণমাধ্যম বাংলাদেশের পাঠকদের মনে শক্তিশালী জায়গা করে নিয়েছে, তার মধ্যে রাইজিংবিডি ডটকম অন্যতম। আমরা সবসময় চেষ্টা করি সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক দিকগুলো পাঠকের কাছে তুলে ধরতে।”

“আমরা দেশ ছাড়িয়ে বহির্বিশ্বের পাঠকদের আস্থার জায়গা হতে চাই। রাইজিংবিডির যুগপূর্তি উপলক্ষে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি,” বলেন তাপস রায়।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড পিএলসির এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) নজরুল ইসলাম সরকার বলেন, “রাইজিংবিডি বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টালের মধ্যে রাইজিংবিডি পাঠকদের কাছে অন্যতম আস্থার জায়গা কর নিতে পেরেছে।”

“আমার দিন শুরু হয় রাইজিংবিডি পাঠের মধ্য দিয়ে। এই সংবাদমাধ্যমটির খবরের ভাষা সহজ, সুন্দর ও প্রাঞ্জল। তবে সংবাদ পরিবেশের ক্ষেত্রে আরো সতর্ক ও সজাগ হতে হবে,” বলেন তিনি।

রাইজিংবিডির যুগপূর্তি উপলক্ষে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানান নজরুল ইসলাম সরকার।

ওয়ালটনের উপদেষ্টা সৈয়দ কোহিনুর রহমান বলেন, “বর্তমান সময়ে অনলাইন ও ডিজিটাল মাধ্যমে সংবাদপ্রবাহ ব্যাপকভাবে বেড়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় অসমর্থিত বহু খবরের ভিড়ে সত্য ও বস্তুনিষ্ট সংবাদ তুলে ধরার ক্ষেত্রে আরো দায়িত্ব নিতে হবে অনলাইন নিউজপোর্টালগুলোকে। ঘটনা ঘটলেই খবর হয় না, যতক্ষণ না সেটি বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা যায়।”

রাইজিংবিডি ডটকম অনুসন্ধানী সাংবাদিকতায় জোর দিতে পারে বলে পরামর্শ দেন সৈয়দ কোহিনুর রহমান।

রাইজিংবিডি ডটকমের মূল প্রতিষ্ঠান স্কাইরুট মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ওয়ালটনের সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন বলেন, “পজিটিভ বাংলাদেশ ধারণাকে সঙ্গে দেশ-বিদেশের পাঠকের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরছে রাইজিংবিডি। শুরু থেকে রাইজিংবিডি ডটকম নির্ভরযোগ্য ও সাংবাদিকতা করে আসছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। আমাদের লক্ষ্য-উদ্দেশ্য হচ্ছে বস্তুনিষ্ঠ ও পজিটিভ সাংবাদিকতার মধ্যে দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অবদান রাখা।”

“আমাদের এই যাত্রায় সঙ্গে থাকার জন্য পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতাসহ সবাইকে শুভেচ্ছা,” যোগ করেন রবিউল ইসলাম মিল্টন।

যুগপূর্তি উদযাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহজাদা সেলিম, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মোস্তাফিজুর রহমান, ওয়ালটন প্লাজার হেড অব হিউম্যান রিসোর্সেস ফয়সাল ওয়াহিদ, ওয়ালটন প্লাজার সার্ভিস ইনচার্জ নেওয়ামুল হক এবং ওয়ালটন কর্মকর্তা মো.

রবিউলসহ ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ও মার্সেল পরিবারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাইজিংবিডি ডটকমের বার্তা সম্পাদক রাসেল পারভেজ, প্রধান প্রতিবেদক হাসান মাহামুদ ও সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান সাজ্জাদ চিশতি অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন।

এ সময় রাইজিংবিডির সব বিভাগীয় সংবাদকর্মী, কর্মকর্তা এবং ওয়ালটন ও মার্সেল পরিবারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা রাইজিংবিডি পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন।

কেক কাটার পর উপস্থিত অতিথি এবং প্রতিষ্ঠানটির সাংবাদিক ও কর্মকর্তারা তাদের অনুভূতি ব্যক্ত করেন।

রাইজিংবিডি যুগপূর্তি উপলক্ষে গণমাধ্যমের সম্ভাবনা, সংকট ও ভবিষ্যৎতের যাত্রাকে উপজীব্য করে প্রকাশ করা হয়েছে মুদ্রিত বিশেষ সংখ্যা। দেশের প্রথিতযশা বুদ্ধিজীবী, সাংবাদিক, কলামিস্ট ও লেখকদের অবদানে সমৃদ্ধ বিশেষ সংখ্যা সাজানো হয়েছে।

রাইজিংবিডি ডটকমের যাত্রা শুরু ২০১৩ সালের ২৬ এপ্রিল। জাতীয় ও আন্তর্জাতিক পাঠকদের কাছে খবরপ্রবাহের মাধ্যমে বাংলাদেশকে তুলে ধরার প্রয়াসে দায়িত্ব পালন করে যাচ্ছে সংবাদমাধ্যমটি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সামাজিক দায়বদ্ধতা, ঘটনার তাৎক্ষণিক নির্ভরশীল তথ্য প্রদান ও সুস্থ সংস্কৃতির লালন- এই চারটি বিষয়ে সাফল্যের সঙ্গে অবদান রেখে যাচ্ছে রাইজিংবিডি ডটকম।

ঢাকা/রায়হান/হাসান/সাইফ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কর মকর ত ল ইসল ম প ঠকদ র উপলক ষ ডটকম র ব দ কত

এছাড়াও পড়ুন:

স্মরণসভায় বক্তারা: মানুষের প্রতি গভীর মমত্ববোধ ছিল পঙ্কজ ভট্টাচার্যের

দেশ এখন এক গভীর সংকটময় পরিস্থিতি অতিক্রম করছে। এখন মুক্তিযুদ্ধের চেতনা উদ্ধার ও গণতন্ত্র রক্ষার জন্য প্রগতিশীল বাম রাজনৈতিক দলগুলোর ঐক্য গড়ে তোলার কোনো বিকল্প নেই। জননেতা পঙ্কজ ভট্টাচার্য আমৃত্যু এই ঐক্য গড়ার জন্য চেষ্টা করে গেছেন। বাম শক্তির ঐক্য গড়ে তোলার মধ্য দিয়েই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা হবে।

আজ বৃহস্পতিবার ঐক্য ন্যাপের প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা পঙ্কজ ভট্টাচার্যের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আয়োজিত সভায় বক্তারা এই অভিমত দিয়েছেন। ঐক্য ন্যাপের আয়োজনে বিকেল চারটায় রমনা উদ্যানের টেনিস ফেডারেশনের পাশে দলীয় কার্যালয়ের সামনের চত্বরে এই সভা আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি আইনজীবী এম এ সবুর।

সভার শুরুতেই প্রয়াত নেতা পঙ্কজ ভট্টাচার্যসহ ১৯৫০ সালে এই দিনে রাজশাহী কারাগারের খাপড়া ওয়ার্ডে গুলিতে নিহত শহীদ নেতারা এবং সব গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সমবেত কণ্ঠে পরিবেশন করা হয় ‘আগুনের পরশমণি’গানটি। তারপর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও ব্যক্তিগতভাবে অনেকে মঞ্চে রাখা পঙ্কজ ভট্টাচার্যের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। সংগঠনগুলোর মধ্যে ছিল—ঐক্য ন্যাপ, সিপিবি, বাংলাদেশ কৃষক সমিতি, সম্মিলিত সামাজিক আন্দোলন, গেরিলা মুক্তিযোদ্ধা বাহিনী, কমরেড মণি সিংহ-ফরহাদ ট্রাস্ট, গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, বাংলাদেশ জাসদ, বাংলাদেশ মহিলা পরিষদ, ন্যাশনাল আওয়ামী পার্টি, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, গণফোরাম ও যুব ইউনিয়ন। পরিবারের পক্ষে ছিলেন বহ্নিশিখা পুরকায়স্থ।

পরে আলোচনায় সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, বাম শক্তির ঐক্য গড়ে তোলার আলোচনার মধ্যে না থেকে ঐক্য গড়ার কার্যকর উদ্যোগ নিতে হবে। পরিস্থিতি এখন এমন যে দেয়ালে পিঠ ঠেকে গেছে। আর দেরি কারা উচিত নয়। পঙ্কজ ভট্টাচার্যের চরিত্রের একটি বড় গুণ ছিল একাগ্রতা। তাঁর মতো একাগ্র হয়ে কাজ করতে হবে।

জননেতা পঙ্কজ ভট্টাচার্যের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদনে আজ আয়োজিত সভায় বক্তারা

সম্পর্কিত নিবন্ধ

  • সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক বিষয়ের প্রতি সমর্থন রাইজিংবিডির
  • রাইজিংবিডির যুগপূর্তিতে ডিআরইউর শুভেচ্ছা
  • সোনারগাঁয়ে কারুপণ্যের বৈশাখী মেলা
  • নারী আন্দোলনকে সামাজিক শক্তি হিসেবে গড়ে তুলতে হবে
  • সংবিধান অর্থবহ করতে বিচার আরও সহজলভ্য হতে হবে: প্রধান বিচারপতি
  • সংবিধান অর্থবহ করতে বিচার আরও সহজলভ্য করতে হবে: প্রধান বিচারপতি
  • ভারতের সবচেয়ে ধনী শিশুশিল্পীকে চেনেন?
  • স্মরণসভায় বক্তারা: মানুষের প্রতি গভীর মমত্ববোধ ছিল পঙ্কজ ভট্টাচার্যের
  • জব্বারের বলীখেলার মেলা: রাস্তা থেকে দোকান তুলে দিল পুলিশ, বসবে শুধু মাঠে