চট্টগ্রামের মিরসরাইয়ে জামায়েতে ইসলামী আয়োজিত এক মতবিনিময় সভায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমানকে দলের সংসদ সদস্য প্রদপ্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় মিরসরাইয়ের সিডিএসপি বাঁধের ভাঙন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে জামায়াতের মিরসরাই উপজেলা শাখা। মিরসরাইয়ের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান প্রধান অতিথি ছিলেন। তিনি চট্টগ্রামে-১ মিরসরাই আসন থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বলে সভায় উল্লেখ করা হয়।

ওসমানপুর ইউনিয়ন জামায়াতের আমির ইকবাল হোসেন চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মিরসরাই থানা আমির নুরুল কবির, জোরারগঞ্জ থানা আমির নুরুল হুদা হামিদী, মিরসরাই উপজেলা জামায়াতের সাবেক আমির নূরুল কবির প্রমুখ।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান বলেন, ‘বিভিন্ন সংবাদমাধ্যমে মিরসরাইয়ের উত্তর পশ্চিম উপকূলীয় এলাকা ইছাখালী ইউনিয়নে সিডিএসপি বাঁধের ভাঙনের খবরটি জানতে পারি। গতকাল মিরসরাই উপজেলা জামাতের নেতা-কর্মী ও ভুক্তভোগী লোকজন নিয়ে ওই এলাকা পরিদর্শন করেছি আমরা। বাঁধটির ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে বাঁধের নিরাপত্তা বেষ্টনীতে থাকা শত শত মৎস্য খামার ও জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল বড় ধরনের হুমকির মুখে পড়বে। বাঁধ ভাঙার কারণে যে এই অর্থনৈতিক অঞ্চল বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়েছে তা জানতে পারলে বড় বড় বিনিয়োগকারীরা এখান থেকে মুখ ফিরিয়ে নেবে। তাই আমাদের দলীয় অবস্থান থেকে দ্রুত বাঁধটি সংস্কারের দাবি জানাচ্ছি।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম রসর ই

এছাড়াও পড়ুন:

দিনাজপুরে কৃষি যন্ত্রপাতির কারখানা পরিদর্শন জাতিসংঘ ও বিশ্বব্যাংক প্রতিনিধি দলের

দিনাজপুরে উন্নত ও আধুনিক প্রযুক্তিসম্পন্ন কৃষি যন্ত্রপাতির কারখানা পরিদর্শন করেছে জাতিসংঘ ও বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল। কৃষি ও কৃষকের চাহিদা, কারখানা সংশ্লিষ্ট এবং সরকারের সংযোগ করতে কাজ করার কথা জানিয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা।

উন্নত প্রযুক্তির আধুনিক কৃষি যন্ত্রপাতি উৎপাদনের ফলে দাম, সময় সবক্ষেত্রেই সহজলভ্যতা বাড়বে কৃষকদের, কমবে আমদানি নির্ভরতা। কারখানা পরিদর্শন করে এমন মন্তব্য করেছেন জাতিসংঘ ও বিশ্বব্যাংকের ওই প্রতিনিধি দলটি।

শনিবার সকাল সাড়ে ৯টায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বিষয়ক ওই প্রতিনিধি দলটি দিনাজপুরের উত্তরণ ইঞ্জিনিয়ারিং কারখানা পরিদর্শন করেন। প্রতিনিধি দলে ছিলেন বিশ্বব্যাংকের জাতীয় সংহতি কর্মসূচির টেকসই কৃষি যান্ত্রিকীকরণ বিশেষজ্ঞ স্কট জাসটিস, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার কারিগরি সহায়তা সমন্বয়ক ও বাংলাদেশের সাবেক অতিরিক্ত সচিব মাহমুদ হোসেন, উত্তরণ ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রাফেদ উল ইসলাম প্রমুখ।

এ সময় জানানো হয়, এখন যেসব কৃষি যন্ত্রপাতি আসছে তার বেশিরভাগই বিদেশ থেকে আমদানি করা। এসব যন্ত্রপাতি নষ্ট হলে, তার যন্ত্রাংশ আমদানি করতে হয় বিদেশ থেকে। এতে করে দেশীয় অর্থের অপচয় হচ্ছে, সময় ও ব্যয় বাড়ছে। এমন অবস্থায় দেশের কৃষি যন্ত্রপাতির কারখানাগুলো হতে স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিযন্ত্র সমূহ আশার আলো দেখাচ্ছে, যন্ত্রাংশ নষ্ট হলে স্থানীয়ভাবেই কম মূল্যে ও সহজেই পাওয়া যাচ্ছে। দেশে বাড়ছে কর্মসংস্থান, কমছে আমদানি নির্ভরতা।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার কারিগরি সহায়তা সমন্বয়ক ও বাংলাদেশের সাবেক অতিরিক্ত সচিব মাহমুদ হোসেন জানান, কৃষি যন্ত্রপাতি কিভাবে মানুষের কাছে প্রসারিত করা যায় এজন্য জাতিসংঘের একটি প্রর্বতনা রয়েছে কৃষক মাঠ স্কুল। কৃষক মাঠ স্কুলের সঙ্গে কৃষি যান্ত্রিকরণ সংযুক্ত। এখানে কী কী বিষয় সংযুক্ত করা যায়, কী কী যন্ত্রপাতি পাওয়া যায় এজন্য আমরা কাজ করছি।

তিনি আরও জানান, মাঠের কৃষকরা কী ধরনের যন্ত্রপাতি চাচ্ছে সেটির সংযোগ না থাকলে কৃষক তৃপ্ত থাকবে না। এজন্য কৃষকদের সঙ্গে সংযোগ থাকা প্রয়োজন। আমাদের গবেষণাগুলো এভাবে সাজানো। কৃষি ও কৃষক, যন্ত্রপাতি সংশ্লিষ্ট এবং সরকারের সঙ্গে সংযোগ করার কাজটি করা খুবই জরুরি। আর সেটাই আমরা চেষ্টা করছি।

সম্পর্কিত নিবন্ধ