বগুড়ায় একসঙ্গে ৪ সন্তান জন্ম দিলেন জুঁই
Published: 26th, April 2025 GMT
বগুড়ায় একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন জান্নাতি আকতার জুঁই (৩৫)। গত শুক্রবার (২৫ এপ্রিল) রাত ১০টায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে চার সন্তানের জন্ম দেন।
জুঁই বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সাহারপুকুর গ্রামের সৌদি আরব প্রবাসী শরিফুল ইসলামের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন টিএমএসএম মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা.
আরো পড়ুন:
তিন বোনকে সঙ্গে নিয়ে পৃথিবীতে আসলো সিয়াম
একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন আকলিমা, সকলে সুস্থ
এ বিষয়ে জান্নাতির খালা মোসলেমা বেগম জানান, প্রসব ব্যথা উঠার পর শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে জুঁইকে হাসপাতালে ভর্তি করানো হয়। রাতে অস্ত্রোপচারের মাধ্যমে চার পুত্র সন্তান জন্ম হয়। জান্নাতিদের সংসারে ৮ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।
ডা. মনোয়ারা খাতুন জানান, শুক্রবার ওই প্রসূতিকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় গর্ভে চারটি সন্তান রয়েছে এবং তাদের বয়স ৩২ সপ্তাহ। রোগীর অবস্থা ভালো না থাকায় পাঁচ সপ্তাহ আগে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করানো হয়। চারটি সন্তান ও মা সুস্থ রয়েছেন। নবজাতকদের শিশু ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢাকা/এনাম/বকুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শিক্ষা ক্যাডারে বড় পদোন্নতি, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক হলেন ২৭০৬ জন
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বড় পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার অধ্যাপক ও সহযোগী অধ্যপক পদে একসঙ্গে ২ হাজার ৭০৬ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে ৯৯৫ জন সহযোগী অধ্যাপককে অধ্যাপক এবং সহকারী অধ্যাপক পর্যায়ের ১ হাজার ৭১১ জনকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদোন্নতির কথা জানিয়েছে। পদোন্নতি পাওয়া শিক্ষকেরা আগের পদেই দায়িত্ব পালন করে যাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ২০ নভেম্বর একসঙ্গে ১ হাজার ৮৭০ প্রভাষককে পদোন্নতি দিয়ে সহকারী অধ্যাপক করা হয়। এর মধ্যে দিয়ে তিন সপ্তাহের মধ্যে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হলো। অর্থাৎ শিক্ষা ক্যাডারে পদোন্নতিযোগ্য তিনটি স্তরেই পদোন্নতি দেওয়া হলো।
আরও পড়ুনএলোমেলো শিক্ষা খাত, বাড়ছে সংকট২০ নভেম্বর ২০২৫