আউট হয়েও মাঠ না ছাড়ায় শাস্তি পেলেন হৃদয়
Published: 26th, April 2025 GMT
বাংলাদেশের ক্রিকেটে আবারও আলোচনায় তাওহিদ হৃদয়। আবারও আম্পায়ারদের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে জরিমানা ও ডিমেরিট পয়েন্টের শিকার হয়েছেন মোহামেডান অধিনায়ক।
শনিবার ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে ওয়াসি সিদ্দিকীর বলে ক্যাচ দিয়ে আউট হন হৃদয়। তবে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে দীর্ঘ সময় উইকেটে দাঁড়িয়ে থাকেন তিনি। প্রতিপক্ষ খেলোয়াড়রা উল্লাস শুরু করলেও মাঠ ছাড়তে অনীহা দেখান হৃদয়।
আইসিসির আচরণবিধি অনুযায়ী, আউট হওয়ার পর মাঠে দাঁড়িয়ে থাকাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ধরা হয়। এ ঘটনায় হৃদয়কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
এর ফলে হৃদয়ের মোট ডিমেরিট পয়েন্টের সংখ্যা দাঁড়াল ৮-এ। নিয়ম অনুযায়ী, ৮ থেকে ১১ ডিমেরিট পয়েন্টের জন্য চার ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। ফলে আসন্ন আবাহনীর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মোহামেডানের হয়ে খেলার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে হৃদয়ের। খেলতে না পারলে মোহামেডানের জন্য এটি হবে বড় ধাক্কা।
এর আগে হৃদয়ের নিষেধাজ্ঞা নিয়ে ডিপিএলে কম নাটকীয়তা হয়নি। একবার নিষেধাজ্ঞা দেওয়া, পরে কমিয়ে আনার পর তামিমদের চাপের মুখে আবারও নিষেধাজ্ঞা দিয়ে শেষে এক বছরের জন্য স্থগিত করার মতো ঘটনা ঘটে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
এল ক্লাসিকো জিতে চ্যাম্পিয়ন বার্সা
আঙুল নাড়িয়ে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার রাউল অ্যাসেনসিওর 'না, না'। ব্লাঙ্কোস কোচ কার্লো আনচেলত্তির ইঙ্গিত- 'বলেছিলাম না ছিনতাই হয়ে যাবে শিরোপা'। শেষ পর্যন্ত 'ছিনতাই' গ্লানি নিয়ে কোপা দেল রে' ফাইনাল জিততে হয়নি বার্সার।
১২০ মিনিট লড়াই করে ৩-২ ব্যবধানে লম ব্লাঙ্কোসদের হারিয়ে কোপা দেল রে'র চ্যাম্পিয়ন হয়েছে কাতালানরা।
সেভিয়ার মাঠে দুর্দান্ত এক লড়াই-ই দেখা গেছে। ম্যাচের ২৮ মিনিটে প্রথম লিড নেয় হানসি ফ্লিকের দল বার্সা। গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি।