বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সিদ্ধিরগঞ্জ থানা কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার সিদ্ধিরগঞ্জের গোদনাইলে এক মতবিনিময় সভায় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের অধিকার আদায়ে ৪টি পদ কো-অপ্ট রেখে ২১ সদস্যবিশিষ্ট টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সিদ্ধিরগঞ্জ থানা কমিটি গঠন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এড.

মাহবুবুর রহমান ইসমাইল, বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এফএম আবু সাইদ, অর্থ সম্পাদক মোঃ হাফিজুর রহমান রনি।

প্রধান অতিথির বক্তব্যে এড.ইসমাইল বলেন, গার্মেন্টস শ্রমিকদের অধিকার আদায়ে আমরা কাজ করছি। আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে সিদ্ধিরগঞ্জে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন। শ্রমিকদের যেকোন আইনী সহায়তায় আমরা পাশে আছি।

 

কমিটির পরিচিতি

১.সভাপতি: মো জামান হোসেন (হৃদয়)

২.কার্যকরী সভাপতি : মনির হোসেন

৩.সহ সভাপতি : মো আলমগীর 

৪.সহ-সভাপতি : মো রমজান 

৫.সাধারণ সম্পাদক : মোঃ রাসেল 

৬.যুগ্ম সাধারন সম্পাদক : মোঃ জিসান

৭.সাংগঠনিক সম্পাদক : শফিকুল ইসলাম

৮. সহ-সাংগঠনিক সম্পাদক: (কো-অপ্ট)

৯. অর্থ সম্পাদক : (কো-অপ্ট)

১০.দপ্তর সম্পাদক : মোঃ সজিব হোসেন

১১.প্রচার সম্পাদক : স্বাধীন মোল্লা 

১২. আইন বিষয়ক সম্পাদক : নিরব হোসেন

১৩.শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক : মোঃ হারুন

১৪.মহিলা বিষয়ক সম্পাদক : (কো-অপ্ট)

১৫.সমাজকল্যান সম্পাদক : (কো-অপ্ট)

১৬. কার্যকরী সদস্য : রাকিবুল ইসলাম 

১৭.কার্যকরী সদস্য : মোঃ সাগর মোল্লা

১৮.কার্যকরী সদস্য : মোঃ আরাফাদ চৌধুরী

১৯.কার্যকরী সদস্য : মোঃ রাকিব হোসেন

২০.কার্যকরী সদস্য : মোঃ জোনায়েদ

২১.কার্যকরী সদস্য : ইকবাল হোসেন

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ গ র ম ন টস স দ ধ রগঞ জ ক র যকর গঠন ক সদস য

এছাড়াও পড়ুন:

এল ক্লাসিকো জিতে চ্যাম্পিয়ন বার্সা

আঙুল নাড়িয়ে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার রাউল অ্যাসেনসিওর 'না, না'। ব্লাঙ্কোস কোচ কার্লো আনচেলত্তির ইঙ্গিত- 'বলেছিলাম না ছিনতাই হয়ে যাবে শিরোপা'। শেষ পর্যন্ত 'ছিনতাই' গ্লানি নিয়ে কোপা দেল রে' ফাইনাল জিততে হয়নি বার্সার।

১২০ মিনিট লড়াই করে ৩-২ ব্যবধানে লম ব্লাঙ্কোসদের হারিয়ে কোপা দেল রে'র চ্যাম্পিয়ন হয়েছে কাতালানরা।

সেভিয়ার মাঠে দুর্দান্ত এক লড়াই-ই দেখা গেছে। ম্যাচের ২৮ মিনিটে প্রথম লিড নেয় হানসি ফ্লিকের দল বার্সা। গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি।

সম্পর্কিত নিবন্ধ