বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট নির্বাচনে ২১ পদের বিপরীতে ২৪ প্রার্থীর মনোনয়ন জমা
Published: 26th, April 2025 GMT
সুতা ব্যবসায়ীদের জাতীয় ভিত্তিক সংগঠন বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের ২০২৫-২০২৭ পর্ষদের নির্বাচনে দুটি গ্রুপে ২১ পদের বিপরীতে ২৪জন প্রার্থী তাদের পক্ষে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
শনিবার ২৬ এপ্রিল দুপুরে নারায়ণগঞ্জ শহরের টানবাজারস্থ বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের কার্যালয়ে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান প্রবীর কুমার সাহার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা।
নির্বাচনে সংগঠনটির বর্তমান সভাপতি এম সোলায়মানের নেতৃত্বে জেনারেল গ্রুপে ১৫জন প্রার্থী এবং একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ১৬জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদিকে এসোসিয়েট গ্রুপে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফলে নির্বাচনে মোট ২১টি পদের বিপরীতে ২৪জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জেনারেল গ্রুপের প্রার্থীরা হলেন এম সোলায়মান, মোস্তফা এমরানুল হক মুন্না, সঞ্জিত রায়, মো.
এসোসিয়েট গ্রুপের প্রার্থীরা হলেন মোহাম্মদ মুসা, মো. মজিবুর রহমান, মো. মাহফুজুর রহমান খান মাহফুজ, মো. জাহিদ হোসেন, জীবন সাহা, মো. ফয়সাল আহম্মদ দোলন, মো. কামরুল হাসান ও মো. খায়রুল কবীর মনোনয়নপত্র সংগ্রহ করেন। সাধারণ গ্রুপ থেকে ১৫ জন এবং এসোসিয়েট গ্রুপ থেকে ৬ জন ইসি সদস্য নির্বাচিত হবেন।
উল্লেখ্য যে, আগামী ৩ মে নির্বাচন বোর্ড কর্তৃক মনোনয়নপত্র যাচাই বাছাই ও প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। তফসিল অনুযায়ী বিভিন্ন কার্যক্রম সম্পাদনের পর আগামী ১০ মে বৈধ প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
তফসিল অনুযায়ী আগামী ২৪ মে কার্যকরী পরিষদ নির্বাচন (২০২৫-২০২৭) অনুষ্ঠিত হবে। সাধারণ গ্রুপ থেকে ৭২১ জন এবং এসোসিয়েট গ্রুপ থেকে ১৬২ জন ভোটার ভোট প্রদান করবেন।
নির্বাচন বোর্ডের দায়িত্বে আছেন শ্রী প্রবীর কুমার সাহা- চেয়ারম্যান, মো. হাবিব ইব্রাহিম- সদস্য এবং ব্যারিস্টার মেহেদী হাসান (ডেপুটি অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ) সদস্য।
নির্বাচন আপিল বোর্ডের দায়িত্বে আছেন, মুহাম্মদ আইউব- চেয়ারম্যান, মো. নিছারউদ্দিন কামাল সদস্য এবং মো. মকবুল হোসেন সদস্য।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ এস স য় ট গ র প জন প র র থ র রহম ন সদস য
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (২৬ এপ্রিল ২০২৫)
ঢাকা প্রিমিয়ার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল, আইপিএল, পিএসএল মিলিয়ে আছে কয়েকটি ম্যাচ। রাতে কোপা দেল রের ফাইনাল।ঢাকা প্রিমিয়ার লিগ
মোহামেডান–গাজী গ্রুপ
সকাল ৯টা, টি স্পোর্টস
আবাহনী–লিজেন্ডস অব রূপগঞ্জ
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল
গুলশান–অগ্রণী ব্যাংক
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল
আবাহনী–মোহামেডান
বিকেল ৩–৩০ মি., টি স্পোর্টস ইউটিউব চ্যানেল
রহমতগঞ্জ–বসুন্ধরা কিংস
বিকেল ৩–৩০ মি., টি স্পোর্টস ইউটিউব চ্যানেল
কলকাতা নাইট রাইডার্স–পাঞ্জাব কিংস
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
লাহোর কালান্দার্স–মুলতান সুলতানস
রাত ৯টা, নাগরিক টিভি
চেলসি–এভারটন
বিকেল ৫–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
নিউক্যাসল–ইপ্সউইচ টাউন
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
ক্রিস্টাল প্যালেস–অ্যাস্টন ভিলা
রাত ১০–১৫ মি., সনি স্পোর্টস টেন ২
বার্সেলোনা–রিয়াল মাদ্রিদ
রাত ২টা, স্পোর্টজেডএক্স অ্যাপ