২০১০ বিশ্বকাপে গান গাইতে গিয়ে পপ তারকা শাকিরার সঙ্গে পরিচয় হয় পিকের। এরপর কলম্বিয়ান গায়িকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে এক ছাদের নিচে বসবাস শুরু করেন স্প্যানিশ ফুটবলার। ১২ বছরের সম্পর্ককে বিয়েতে রূপ না দিলেও এর মধ্যে মিলান ও সাশা নামের দুই সন্তানের মা–বাবা হন তাঁরা।

তবে পিকে-শাকিরার সুখের সংসারে ভাঙন ধরে তৃতীয় একজনের আগমনে। শুরুতে গুঞ্জন হিসেবে শোনা গেলেও পরে সেটিই সত্যি হয়। সেই ঘটনার জেরে অবিশ্বস্ততার অভিযোগ এনে পিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন শাকিরা। ২০২২ সালের ৪ জুন এক বিবৃতিতে পিকের কাছ থেকে আলাদা হয়ে যাওয়ার কথা জানান এই গায়িকা।

যে নারীর কারণে শাকিরাকে পিকে ছেড়ে দিয়েছিলেন, তাঁর নাম ক্লারা চিয়া মার্তি। ২০২৩ সালের জানুয়ারিতে নতুন এই প্রেমিকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন সাবেক এই বার্সেলোনা ডিফেন্ডার।

আরও পড়ুনএবার নতুন প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন পিকে২৬ জানুয়ারি ২০২৩

কিন্তু শাকিরাকে ছেড়ে নতুন করে গড়া সম্পর্ক তিন বছরও টেকাতে পারেননি পিকে। ক্লারার সঙ্গেও নাকি বিচ্ছেদ হয়ে গেছে পিকের। এ যেন বিখ্যাত সেই বাংলা সিনেমার গানের মতো—প্রেমের কাঙাল পিকে যে ডালে বাঁধেন বাসা, ভাঙে সেই ডাল!

শাকিরা ও পিকে; যথন তাঁদের সুসময়.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

পিএসসি সংস্কার ও জড়িতদের শাস্তির দাবিতে রেললাইন ব্লকেড রাবি শিক্ষার্থীদের

পিএসসি সংস্কার ও জড়িতদের শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একদল শিক্ষার্থী প্রায় ১ ঘণ্টা রেললাইন ব্লকেড করে বিক্ষোভ কর্মসূচি করেছেন শনিবার রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত রাবি স্টেশন সংলগ্ন ঢাকা-রাজশাহী রেললাইন ব্লক করেন আন্দোলনকারীরা। 

এতে খুলনা থেকে রাজশাহী অভিমুখী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি রাবি স্টেশনে প্রায় ৪০ মিনিট অপেক্ষমান থাকে।

কর্মসূচিতে বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মেহেদী মারুফ, সদস্য সচিব আল শাহরিয়া শুভ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সজিবুর রহমান ও সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আরিফ আলভি। 

কর্মসূচিতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সজিবুর রহমান বলেন, আমরা পিএসসি বাতিল নয়, প্রতিষ্ঠানটির সংস্কার চাইছি। বিগত দিনে যারা প্রশ্নফাঁস চক্রান্ত জড়িত ছিল তাদের শাস্তির আওতায় আনতে হবে এবং বিসিএস পরীক্ষার সময়ের বিলম্ব দূর করে রুটিন অনুযায়ী দ্রুততম সময়ে বিসিএস পরীক্ষা শেষ করতে হবে।

রাবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান মারুফ বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে পিএসসি সংস্কার নিয়ে একটি কথা সামনে এসেছে। আমরা দেখেছি আবেদালি গ্যাং এর মাধ্যমে কীভাবে প্রশ্ন ফাঁস করা হয়েছে। এখনো পর্যন্ত পিএসসির প্রশ্নফাঁসকারীরা দেশে আছে। আমরা এই সমাবেশ থেকে বলতে চাই, যারা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ছিল অনতিবিলম্বে তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা দেখেছি ঢাবি কেন্দ্রীকতার কারণে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে। আমরা বলে দিতে চাই, সামনের পিএসসি সংস্কারে প্রত্যকটা বিশ্ববিদ্যালয়কে সমান গুরুত্ব দিতে হবে।

সম্পর্কিত নিবন্ধ