বাকৃবিতে ভেটেরিনারি দিবসে ইন্টার্নশিপের ভাতা বৃদ্ধির দাবি
Published: 26th, April 2025 GMT
‘প্রাণীর স্বাস্থ্য রক্ষায় দলগত প্রচেষ্টা দরকার’ স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপিত হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চত্বরের থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভেটেরিনারি অনুষদের মাইক্রোবায়োলজি গ্যালারির সামনে গিয়ে শেষ হয়।
পরে ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড.
মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. এ এইচ এম নাজমুল হুসাইন নাজিরের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রাণিসম্পদ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগের পরিচালক ডা. মনোরঞ্জন ধর, পরিকল্পনা ও উন্নয়ন শাখার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞাঁ ইত্যাদি। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্যাথলজি বিভাগের অধ্যাপক মো. মকবুল হোসেন।
সেমিনারে ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. বাহানুর রহমান বলেন, “আমাদের শিক্ষার্থীরা ইন্টার্নশিপের ভাতা বাবদ মাত্র ১৭ হাজার টাকা পেয়ে থাকে। যা বর্তমান সময় অনুযায়ী অত্যন্ত কম। আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কাছে অনুরোধ করবো এই ভাতা যেন দ্রুত বৃদ্ধি করা হয়।”
তিনি আরো বলেন, “বর্তমানে বাংলাদেশে ১৪টি প্রতিষ্ঠানে ভেটেরিনারি শিক্ষা দেওয়া হয়। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে বাকৃবি শিক্ষার্থীদের গবেষণামুখী হওয়া ছাড়া বিকল্প নেই। ডেইরি ও পোল্ট্রি গবেষণার উন্নয়নের জন্য সিরাজগঞ্জ ও গাজীপুরে গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও বাকৃবি শিক্ষার্থীদের ইন্টার্নশিপের আবাসনের সুব্যবস্থার জন্য ঢাকার পূর্বাঞ্চলে ১০তলা ভবন নির্মাণ করার দাবি জানাচ্ছি।”
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, প্রাণী চিকিৎসা ও শিক্ষা সম্পর্কে মানুষকে সচেতন করতে প্রতি বছর নানা আয়োজনে এ দিনটি পালন করা হয়। বাকৃবি ভেটেরিনারি শিক্ষার সূতিকাগার। ১৯৬১ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগেও কলেজের মাধ্যমে প্রাণী চিকিৎসা বিষয়ে শিক্ষা দেওয়া হত।”
তিনি বলেন, “বর্তমানে বিশ্বের ৭৫ শতাংশের বেশি রোগ প্রাণী থেকে মানুষের দেহে সংক্রমিত হয়। তাই মানবজাতির সুরক্ষার জন্য প্রাণীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে। তবে প্রাণীর সুরক্ষা প্রদান করা ভেটেরিনারিয়ানদের একার পক্ষে সম্ভব নয়। মানুষ, প্রাণী ও পরিবেশ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি দল গঠন করে প্রাণীর সেবা নিশ্চিত করতে হবে। এছাড়াও প্রাণী চিকিৎসার জন্য ভেটেরিনারিয়ানদের আরো দক্ষ করে তুলতে হবে।”
ঢাকা/লিখন/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পিএসসি সংস্কার ও জড়িতদের শাস্তির দাবিতে রেললাইন ব্লকেড রাবি শিক্ষার্থীদের
পিএসসি সংস্কার ও জড়িতদের শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একদল শিক্ষার্থী প্রায় ১ ঘণ্টা রেললাইন ব্লকেড করে বিক্ষোভ কর্মসূচি করেছেন শনিবার রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত রাবি স্টেশন সংলগ্ন ঢাকা-রাজশাহী রেললাইন ব্লক করেন আন্দোলনকারীরা।
এতে খুলনা থেকে রাজশাহী অভিমুখী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি রাবি স্টেশনে প্রায় ৪০ মিনিট অপেক্ষমান থাকে।
কর্মসূচিতে বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মেহেদী মারুফ, সদস্য সচিব আল শাহরিয়া শুভ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সজিবুর রহমান ও সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আরিফ আলভি।
কর্মসূচিতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সজিবুর রহমান বলেন, আমরা পিএসসি বাতিল নয়, প্রতিষ্ঠানটির সংস্কার চাইছি। বিগত দিনে যারা প্রশ্নফাঁস চক্রান্ত জড়িত ছিল তাদের শাস্তির আওতায় আনতে হবে এবং বিসিএস পরীক্ষার সময়ের বিলম্ব দূর করে রুটিন অনুযায়ী দ্রুততম সময়ে বিসিএস পরীক্ষা শেষ করতে হবে।
রাবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান মারুফ বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে পিএসসি সংস্কার নিয়ে একটি কথা সামনে এসেছে। আমরা দেখেছি আবেদালি গ্যাং এর মাধ্যমে কীভাবে প্রশ্ন ফাঁস করা হয়েছে। এখনো পর্যন্ত পিএসসির প্রশ্নফাঁসকারীরা দেশে আছে। আমরা এই সমাবেশ থেকে বলতে চাই, যারা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ছিল অনতিবিলম্বে তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা দেখেছি ঢাবি কেন্দ্রীকতার কারণে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে। আমরা বলে দিতে চাই, সামনের পিএসসি সংস্কারে প্রত্যকটা বিশ্ববিদ্যালয়কে সমান গুরুত্ব দিতে হবে।