আড়িয়াল বিলের প্রাণবৈচিত্র্য রক্ষায় চেষ্টা চলছে: উপদেষ্টা
Published: 26th, April 2025 GMT
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘‘আড়িয়াল বিলের প্রাণবৈচিত্র্য ফিরিয়ে আনতে খালখনন করা হবে এবং বিলের মাটিলুট বন্ধে আলমপুর সেতু পয়েন্টে সার্বক্ষণিক পুলিশ চেকপোস্ট থাকবে। সার্বক্ষণিক চেক পোস্টের জন্য ১২ জন অতিরিক্ত পুলিশ সদস্যকে শ্রীনগর থানায় পদায়ন করা হবে।’’
শনিবার (২৬ এপ্রিল) বিকেল মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িয়াল বিলে ধান কাটা ও মাড়াই কার্যক্রম পরিদর্শন ও বাড়ৈখালীর শ্রীধরপুর ধানখেতে মাড়াই কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘‘আপনারা জানেন, এটা আমার মায়ের জন্মস্থান। এটা আমার নানির বাড়ির এলাকা। এই এলাকার প্রতি আমার আলাদা একটা নাড়ির টান রয়ে গেছে। আর আদিলুর রহমান খান (উপদেষ্টা) ভাইয়ের বাড়ি তো এই শ্রীনগরে। এ জন্য আমাদের পক্ষে যতটা সম্ভব, ততটা করবো। আড়িয়াল বিলের একটা বৈচিত্র্য আছে। এটা যেন কোনো অবস্থায় নষ্ট না হয়, সেদিকে আমরা চেষ্টা করবে। এখানে ছোটখাট যত সমস্যা আছে, এটা আমার অবশ্যই সমাধান করবো।’’
আরো পড়ুন:
শীতে গরম পানিতে গোসল, অজান্তেই ডেকে আনছেন ক্ষতি
ভাত খেয়ে ওজন কমানোর উপায়
আড়িয়ল বিলের ভেকু ও অবৈধ মাটি কাটা বন্ধ করতে আলমপুর খালের প্রবেশমুখে পুলিশ পোস্ট স্থাপনসহ দুটি কৃষি হিমাগার চালু করা হবে বলে তিনি এ সময়ে সাংবাদিকদের জানান।
এ সময় গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, বিল সুরক্ষায় ৭০০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। বিলের প্রাণবৈচিত্র্য সুরক্ষায় সকলকে সচেতন থাকতে হবে।
এই দুই উপদেষ্টা স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তারা স্থানীয় কৃষকদের বিভিন্ন সমস্যা ও অভিযোগের কথা শোনেন এবং সেগুলো দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।
ধান মাড়াই কার্যক্রম ও কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় আরো অংশ নেন গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো.
ঢাকা/রতন/বকুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আড়িয়াল বিলের প্রাণবৈচিত্র্য রক্ষায় চেষ্টা চলছে: উপদেষ্টা
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘‘আড়িয়াল বিলের প্রাণবৈচিত্র্য ফিরিয়ে আনতে খালখনন করা হবে এবং বিলের মাটিলুট বন্ধে আলমপুর সেতু পয়েন্টে সার্বক্ষণিক পুলিশ চেকপোস্ট থাকবে। সার্বক্ষণিক চেক পোস্টের জন্য ১২ জন অতিরিক্ত পুলিশ সদস্যকে শ্রীনগর থানায় পদায়ন করা হবে।’’
শনিবার (২৬ এপ্রিল) বিকেল মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িয়াল বিলে ধান কাটা ও মাড়াই কার্যক্রম পরিদর্শন ও বাড়ৈখালীর শ্রীধরপুর ধানখেতে মাড়াই কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘‘আপনারা জানেন, এটা আমার মায়ের জন্মস্থান। এটা আমার নানির বাড়ির এলাকা। এই এলাকার প্রতি আমার আলাদা একটা নাড়ির টান রয়ে গেছে। আর আদিলুর রহমান খান (উপদেষ্টা) ভাইয়ের বাড়ি তো এই শ্রীনগরে। এ জন্য আমাদের পক্ষে যতটা সম্ভব, ততটা করবো। আড়িয়াল বিলের একটা বৈচিত্র্য আছে। এটা যেন কোনো অবস্থায় নষ্ট না হয়, সেদিকে আমরা চেষ্টা করবে। এখানে ছোটখাট যত সমস্যা আছে, এটা আমার অবশ্যই সমাধান করবো।’’
আরো পড়ুন:
শীতে গরম পানিতে গোসল, অজান্তেই ডেকে আনছেন ক্ষতি
ভাত খেয়ে ওজন কমানোর উপায়
আড়িয়ল বিলের ভেকু ও অবৈধ মাটি কাটা বন্ধ করতে আলমপুর খালের প্রবেশমুখে পুলিশ পোস্ট স্থাপনসহ দুটি কৃষি হিমাগার চালু করা হবে বলে তিনি এ সময়ে সাংবাদিকদের জানান।
এ সময় গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, বিল সুরক্ষায় ৭০০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। বিলের প্রাণবৈচিত্র্য সুরক্ষায় সকলকে সচেতন থাকতে হবে।
এই দুই উপদেষ্টা স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তারা স্থানীয় কৃষকদের বিভিন্ন সমস্যা ও অভিযোগের কথা শোনেন এবং সেগুলো দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।
ধান মাড়াই কার্যক্রম ও কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় আরো অংশ নেন গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম, কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোহন্ত প্রমুখ।
ঢাকা/রতন/বকুল